Incredible India monthly contest of February #1| Things we should maintain to boost moral values!
আসসালামু আলাইকুম,
প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন। আমি প্রথমেই ইনক্রেডিবল ইন্ডিয়াকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আমি এই প্রতিযোগিতা নিয়ম অনুসারে আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাই, @tanay123, @karobiamin71, @sabus
আমরা প্রতিদিনের ব্যস্ত জীবনে নানান কাজের মাঝে নৈতিকতার বিষয়টি কখনো কখনো অপেক্ষা করে চলি। কিন্তু একটি উন্নত সমাজ গড়তে হলে আমাদের অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ নৈতিক মূল্যবোধ মেনে চলতে হবে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমি সেই মূল্যবোধ গুলো নিয়ে আমার মতামত তুলে ধরতে চাই। আশা করি সবার ভালো লাগবে।
|
---|
প্রথমত আত্মউন্নতির জন্য আমাদের উচিত কিছু গুরুত্বপূর্ণ নৈতিক নীতি মেনে চলা। এর মধ্য অন্যতম হলো :
★সততা ও সত্যবাদিতা:সত্য বলার অভ্যাস এবং সৎ থাকা আমাদের চরিত্রকে দৃঢ় করে। এতে আত্মবিশ্বাস বাড়ে এবং সমাজে একজন বিশ্বস্ত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হওয়া যায়।
★শ্রদ্ধা ও বিনয় :আমাদের উচিত সকলের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের প্রতি। বিনয়ী আচরণ শুধু আমাদের নয়, আমাদের চারপাশের মানুষদেরও সম্মানিত করে।
★উদারতা ও সহানুভূতি :মানুষের প্রতি দয়ালু ও সহানুভূতিশীল হয় একটি উন্নত সমাজের ভিত্তি। অন্য কষ্ট বুঝতে পারা এবং তাদের সাহায্য করা আমাদের মনকে প্রসারিত করে।
★সময়নিষ্ঠতা ও দায়িত্ববোধ :এবং দায়িত্ব পালন করা আমাদের ব্যক্তি ও কর্মজীবনে সফলতা এনে দেয়।
★পরিশ্রম ও অধ্যবসায়:লক্ষ্য অর্জনের জন্য নিরলস পরিশ্রম করা উচিত। কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কিছুই অর্জন করা সম্ভব নয়।
|
---|
নৈতিক মূল্যবোধ বাড়ানোর জন্য কিছু নির্দিষ্ট জিনিস আমাদের সাহায্য। সেগুলো হল :
★সুশিক্ষা :শিক্ষাই পারে আমাদের নৈতিকতা গড়ে তুলতে। তাই আমাদের শুধুমাত্র বই পড়া নয় ভাল মূল্যবোধ শিকার দিকেও গুরুত্ব দিতে হবে।
★পরিবার ও সমাজের ভূমিকা :একটি আদর্শ পরিবার এবং নৈতিক শিক্ষা প্রদানকারী সমাজ আমাদের মূল্যবোধ গড়ে তুলতে বড় ভূমিকা রাখে।
★ভালো বই পড়া :মহৎ ব্যক্তিদের জীবনী পড়া, ধর্মীয় বই বা নৈতিকতার বিষয়ক বই পড়লে আমাদের চিন্তাভাবনায় পরিবর্তন আসে।
★অন্যের প্রতি সদয় হওয়া :আমরা যদি প্রতিদিন অন্তত একজনের উপকার করি, তবে আমাদের মানবিকতা আরো বিকশিত হবে।
★নিয়মিত আত্মবিশ্লেষণ :নিজের কাজের ভালো মন্দ দিকগুলো পর্যালোচনা করা এবং তার সংশোধনের চেষ্টা করা আমাদের উন্নত মানুষ হিসেবে গড়ে তোলে।
|
---|
যদি আমি সমাজে কিছু পরিবর্তন করার সুযোগ পাই, তাহলে আমি নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে চাইবো। আমাদের শিক্ষাব্যবস্থায় শুধুমাত্র পরীক্ষায় ভালো ফল করার দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু নৈতিকতা শেখানো হয় না। আমি চাইবো, স্কুলে নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা হোক। শিশুদের ছোটবেলা থেকেই সততা,সহানুভূতি ও দায়িত্ববোধ শিখানো হোক। বড়দেরও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে,যেন তারা শিশুদের জন্য আদর্শ হতে পারে। সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মশালা, ক্যাম্পেইন ও সবার আয়োজন করা হোক। সামাজিক মাধ্যমে ইতিবাচক ও শিক্ষামূলক বিষয়বস্তু বেশি প্রচার করা হোক। একটি উন্নত সমাজ গড়তে হলে আমাদের প্রতিটি মানুষকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে। তাহলে আমরা আমাদের সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারবো।
|
---|
নৈতিকতা হলো একটি উন্নত সমাজের মূল ভিত্তি। আমরা যদি সততা,দায়িত্ববোধ,সহানুভূতি,এবং শ্রদ্ধার মতো মূল্যবোধ চর্চা করি,তাহলে আমাদের ব্যক্তিগত জীবন যেমন সুন্দর হবে,তেমনি সমাজও উন্নত হবে। আসুন আমরা সবাই নৈতিকতার চর্চা করি এবং অন্যদেরকেও তা শিখাই।তাহলেই আমরা এক সুন্দর সমৃদ্ধ সমাজ গড়তে সক্ষম হবো।
আপনার পোস্টে যে মূল্যবোধগুলির কথা বলেছেন! তা, আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হবে। আমি আশাকরি, সবাই এই মূল্যবোধগুলো অনুসরণ করলে মানুষের জীবন গুলো উন্নতর দিকে অগ্রসর হবে। এত সুন্দর একটি বিষয়বস্তু আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল আপু।
নৈতিকতা আমাদের জীবনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা মানুষ নিজের মধ্যে অনেক কিছুই পরিবর্তন করতে চায় তবে চাইলেও সে নিজেকে সঠিকভাবে সবার সামনে উপস্থাপন করতে পারে না কারণ আমরা মানুষ আমাদের ভুল হয়ে থাকে।
নৈতিকতার মধ্যে যে বিষয়গুলো আপনি আমাদের সাথে তুলে ধরেছেন সেগুলো আমাদের প্রত্যেকের মেনে চলা প্রয়োজন আর উন্নত শিক্ষা সবার জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়তোবা গ্রামের মানুষ উন্নত শিক্ষার শিক্ষিত হতে পারেনা তবে আমার কাছে মনে হয় এই বিষয়গুলোকে একটু নজরে নেয়া উচিত অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতার প্রতিটা প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।