আমার ছোট্ট সবজি বাগান

in Incredible India22 days ago

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি, সবাই ভালো আছেন।বেশ কিছুদিন ধরে আমার মন চাইছিল বাসার নিচে থাকা আমাদের ছোট্ট সবজি বাগানের কিছু গাছ ব্যালকনিতে এনে লাগাবো। বিশেষ করে, পুঁইশাকের গাছ। পুঁইশাক খুব সহজেই বেড়ে ওঠে, আর ব্যালকনির টবে লাগালে সেটি হাতের নাগালে থাকবে। তাই আমি পরিকল্পনা করেছিলাম, বিকেল হলে কয়েকটা পুঁইশাকের চারা নিয়ে এসে ব্যালকনিতে লাগাবো।

IMG_20250131_134858.jpg

সকাল থেকে সারাদিনের কাজ শেষ করে বিকেলের অপেক্ষা করছিলাম। কেন জানি বিকেল হলে গাছের চারা রোপণ করতেই বেশি ভালো লাগে। এই সময়ে চারাগুলো মাটির সাথে দ্রুত মানিয়ে নেয় এবং সহজেই বড় হয়। সময় যেন কাটতেই চাইছিল না।অবশেষে বিকেল হলো। আমি আর দেরি না করে আমার স্বামী ও মেয়েকে নিয়ে নিচে নেমে গেলাম। নয়তলা থেকে লিফটে করে নিচে নামতে মাত্র কয়েক মুহূর্ত লাগে, কিন্তু আমার কাছে সময়টা যেন অনেক লম্বা মনে হচ্ছিল। নেমে দেখি, আমাদের ছোট্ট সবজি বাগানে সবুজের ছোঁয়া লেগে আছে। অনেক গাছের পাতা বাতাসে দোল খাচ্ছিল।

IMG_20250131_134915.jpg

ছোট ছোট পুঁইশাকের চারাগুলোও বেশ সতেজ দেখাচ্ছিল। আমি মনোযোগ দিয়ে কয়েকটা শক্ত ও ভালো চারা বেছে নিলাম।চারাগুলো হাতে নিয়ে যখন ব্যালকনিতে ফিরে এলাম, তখন মনটা আনন্দে ভরে গেল। একটা নতুন উদ্যম নিয়ে আমি গাছ লাগানোর কাজে লেগে গেলাম। ব্যালকনির টবগুলো আগে থেকেই প্রস্তুত ছিল। মাটি আলগা করে একে একে চারাগুলো রোপণ করলাম। প্রতিটি চারা লাগানোর সময় যেন মনে হচ্ছিল, আমি এক টুকরো প্রকৃতিকে আমার নিজের হাতে গড়ে তুলছি।

IMG_20250131_134936.jpg

পানি দেওয়ার সময় আমার ছোট্ট মেয়ে পাশে দাঁড়িয়ে ছিল। ওর চোখে কৌতূহল, যেন জানতে চায়, গাছ লাগানোর পদ্ধতি কীভাবে হয়। আমি ওকে ধীরে ধীরে বোঝাতে লাগলাম গাছের যত্ন নিলে কীভাবে তারা বেড়ে ওঠে, কীভাবে শিকড় মাটির গভীরে যায়, আর কীভাবে একদিন এই ছোট্ট চারা অনেক বড় হবে। ও মনোযোগ দিয়ে শুনছিল, মাঝে মাঝে ছোট ছোট প্রশ্নও করছিল।সব চারা লাগানো হয়ে গেলে আমি একটা ছোট্ট দোয়া করলাম, আল্লাহ যেন আমার এই সবুজের টুকরোগুলোকে ভালোভাবে বাঁচিয়ে রাখেন, যেন তারা বেড়ে ওঠে এবং আমাদের পরিবারকে সতেজ শাকসবজি উপহার দিতে পারে।

IMG_20250131_134955.jpg

বিকেলের সুন্দর বাতাসে বসে আমি চারাগুলোর দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল, আমি শহরের ব্যস্ত জীবনের মধ্যেও প্রকৃতির একটা অংশ নিজের কাছে রাখতে পেরেছি। এখন থেকে প্রতিদিন সকালে ও বিকেলে এই চারাগুলোর যত্ন নেবো। নতুন পাতার অপেক্ষায় থাকবো, আর একদিন যখন এগুলো বড় হয়ে যাবে, তখন নিজের হাতে তুলবো সতেজ পাতা।

IMG_20250131_134947.jpg

এই ছোট্ট অভিজ্ঞতা আমাকে প্রকৃতির আরও কাছাকাছি নিয়ে এলো। সত্যিই, গাছ লাগানোর মধ্যে এক অনন্য শান্তি আছে। আমি সিদ্ধান্ত নিলাম, ভবিষ্যতে আরও নতুন গাছ লাগাবো, আরও সবুজ করবো আমার ব্যালকনি।আজ এই পযর্ন্তইসবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 22 days ago 

একটা গাছ রোপন করা মানে হচ্ছে অনেক অক্সিজেনের উৎপাদন করা। কিন্তু বর্তমান সময় মানুষ গাছ কেটে ফেলেছে। সবজি বাগান করলে কিন্তু আমাদের সবজির যে চাহিদা থাকে, সেটা আমরা কিছুটা হলেও লাঘব করতে পারি বিকেল বেলার গাছ লাগানোর অন্যতম মাধ্যম হচ্ছে। আপনি যখন সূর্য ডুবে যাওয়ার পরে গাছ লাগাবেন। এতে করে গাছ ভালো থাকে সকাল বেলা যখন গাছের উপর কুয়াশা পড়ে তখন কিন্তু গাছ অনেক বেশি সতেজ হয়ে যায়। এতে করে গাছ টিকে থাকার সম্ভাবনা বেশি থাকে। আপনার ছোট্ট পরিসরে করা সবজি বাগান সম্পর্কে আমাদের সাথে শেয়ার করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Loading...
 22 days ago 

আপনি মনে মনে কোন পরিকল্পনা করলে সেটা যত সময় না করতেছেন তত সময় মনের মধ্যে শুধু ওটার কথাই মনে হবে।।

পুঁইশাক যেকোনো জায়গায় রোপন করা যায় আর খুব সহজে বেড়ে ওঠে।। আপনিও খুবই চমৎকারভাবে মাটিতে ও টপে পুঁইশাক লাগিয়েছেন আশা করি কিছুদিনের মধ্যেই বেড়ে উঠবে।। অবশ্যই পরবর্তীতে আপনার এই পুঁইশাকের আপডেট জানাবেন।।

 22 days ago 

প্রথমে আপনাকে বলব এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পোস্টটি পরে জানতে পারলাম আপনি পুইশাকের চারা সংগ্রহ করে
আপনার বারান্দাতে টপে লাগিয়েছেন যা দেখে অনেক ভালো লাগলো। সত্যিই গাছ রোপন করার সময় মনের ভিতর একটি আনন্দ কাজ করে যা আমি বুঝতে পারি। মাঝে মাঝে আমিও গাছ লাগিয়ে থাকি। যাই হোক আপনার আজকের পোস্টটি একটু ব্যতিক্রম ছিল আমার কাছে খুব ভালোই লেগেছে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

মাশাল্লাহ। আপনার চারা রোপন দেখে খুব ভালো লাগলো।আমারও খুব ইচ্ছে আমি কিছু সবজি চারা লাগাবো ছাদে।কিন্তু সময় হয়ে ওঠে না।আপনার ছবিতে পুইশাকের চারা গুলো দেখতে খুবই সতেজ লাগছে। যে কোন চারা লাগানোর সময় যদি মাটির চুলা থাকে আপনাদের বাসায় কিছু ছাই এবং অল্প পরিমাণে গোবর দিয়ে চারাগুলো রোপণ করবেন। ইনশাআল্লাহ চারা গুলো খুব দ্রুত বড় হবে এবং টিকবে।আমি এ পদ্ধতি ব্যবহার করেই বিভিন্ন চারা লাগিয়ে থাকি তাই আপনাকে উপদেশ দিলাম।