𝓑𝓮𝓽𝓽𝓮𝓻 𝓛𝓲𝓯𝓮 𝓦𝓲𝓽𝓱 𝓢𝓽𝓮𝓮𝓶 || 𝓣𝓱𝓮 𝓓𝓲𝓪𝓻𝔂 𝓰𝓪𝓶𝓮 || 22/ 𝓙𝓪𝓷𝓾𝓪𝓻𝔂 / 𝟚𝟘𝟚𝟝

in Incredible Indialast month (edited)

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

২২শে জানুয়ারি , বুধবার ।



হ্যালো ইনক্রেটেবল ইন্ডিয়াবাসী। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে আমি আমার ডেইলি ডায়েরি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে।


𝕋𝕙𝕖 𝔻𝕚𝕒𝕣𝕪 𝔾𝕒𝕞𝕖


Copy of Beige Torn Paper Vision Board Life Goals Photo Collage.jpg


আজকে সকালে বন্ধুর ফোনে ঘুম থেকে উঠলাম, ফোন করে বলল ওর আম্মুর একটা মেডিকেল রিপোর্ট হসপিটাল থেকে নিয়ে আসতে হবে, ঘুমের ঘোরে আমি হ্যাঁ বলেছিলাম, যাইহোক পরবর্তীতে ভাবলাম হ্যাঁ বলে ফেলেছি এবং ফ্রি আছি বন্ধু একা একা যাবে আমিও সাথে যাই। রেডি হয়ে নাস্তা করে ফোন করলাম, ওরও গাড়ি আছে কিন্তু এখন যেহেতু আমার আছে সবাই আমাকেই বাইক নিয়ে আসতে বলে। প্রথম প্রথম ভালো লাগলেও এখন একটু চিন্তার বিষয় হাহাহা।


IMG_20250122_165216.jpg

%2Fstorage%2Femulated%2F0%2FAndroid%2Fdata%2Fcom.miui.gallery%2Fcache%2FSecurityShare%2F1737568120004.jpg


যাই হোক সকালবেলা উঠে নাস্তা করে রেডি হতে হতে আমার প্রায় বারোটা বেজে গেল, এরপর আমি আর আমার বন্ধু বের হয়ে গেলাম ঢাকা উত্তরার উদ্দেশ্যে, পপুলার ডায়গনস্টিক সেন্টার বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি প্রতিষ্ঠান। বাংলাদেশের সব জায়গাতেই এদের শাখা রয়েছে। যাই হোক আমরা উত্তরা শাখায় গেলাম এবং সেখান থেকে আমাদের কাঙ্খিত রিপোর্ট কালেক্ট করলাম।

তারপর বন্ধুকে বিদায় জানিয়ে দুজনেই দুজনের বাসার উদ্দেশ্যে রওনা হলাম, ইতিমধ্যে দুপুর হয়ে গেছে বাসায় এসে দুপুরের খাওয়া-দাওয়া করে, হঠাৎই আমার নিজের একটা গুরুত্বপূর্ণ কাজ মনে পড়ে গেল। সেই সাথে এক সপ্তাহ হয়ে যাচ্ছে আমার ছোট ভাইয়ের সাথে দেখা হচ্ছে না, ওকে একটা আবাসিক স্কুলে দিয়েছিলাম, যাই হোক আবার আমি একা বের হলাম কাজ শেষ করে ছোট ভাইয়ের সাথে দেখা করে এলাকায় ফেললাম।


IMG_20250122_165408.jpg

IMG_20250122_165326.jpg


আসার পথে চায়ের একটা বিরতি নিয়েছিলাম, এই ফাঁকা জায়গায় চা খেতে বেশি ভালো লাগে। যা খেতে খেতে দেখলাম ছোট ছোট দুটি ছেলে বেশ অনেকক্ষন ধরে দুষ্টুমি করছে। জিজ্ঞেস করাতে তারা বলল তারা দুজন বন্ধু, হয়তো বা তারা তাদের জীবনের সবথেকে আনন্দের মুহূর্ত টাই কাটাচ্ছে, যখন পড়া হবে তখন দায়িত্ব ও কর্তব্য ইত্যাদি ঝামেলায় জীবন জড়াজর্ণ হয়ে যাবে, এখনই কি মধুর একটা শর্ত কোন টেনশন নেই, কত শত কিছু ভাবতে ভাবতে চায়ের কাপ শেষ করে বন্ধুকে ফোন করলাম ওদের বাসার কন্সট্রাকশনের সাইডে আমরা চলে আসলাম।


IMG_20250122_173009.jpg

IMG_20250122_173039.jpg

IMG_20250122_173043.jpg


এখানে আসলে কন্সট্রাকশনের কাজও আমরা দেখতে পাচ্ছি, এবং মিলে কেরাম বোর্ড কিনেছি সেটাও আমরা খেলতে পারি, যাইহোক দুই বন্ধু এখানে একরাম খেলছি এবং সবার কাজ দেখছিলাম। কিন্তু একটা বিষয় হতে যখন আমরা খেলা শুরু করি পরক্ষণেই অনেক মশা চলে আসে এখানে, যেহেতু খালি জায়গায় এবং পাশে একটা পুকুরের মতো রয়েছে তাই এখানে মশা বেশি, তাই যতটুকু সময় আমরা এখানে কেরাম খেলি এখানে আগুন ধরানোর একটা ব্যবস্থা করা হয়।


IMG_20250122_175431.jpg

IMG_20250122_175435.jpg

IMG_20250122_175659.jpg


ক্রাম খেলা শেষ করে এখানে কনস্ট্রাকশন সাইটে যারা থাকে তাদেরকে সহ নিয়ে আমরা প্রায় ৭-৮ জন হয়েছিলাম আমরা আলুর, চপ, পেঁয়াজু, বেগুনি, ম্যাগি নুডুলসের মসলা, চাটনি, সরিষার তেল, পেঁয়াজ, মরিচ এবং মুড়ি কিনে নিয়ে আসি, এরপর দুই বন্ধু মিলে সবার জন্য মুড়ি তৈরি করলাম, খেলাধুলা শেষ করে সবাই একত্রে বসে মুড়ি খাচ্ছিলাম মোটামুটি ভালো একটা আড্ডা হয়ে গেল এবং সন্ধ্যার নাস্তা হয়ে গেল।


IMG_20250122_194722.jpg

IMG_20250122_195130.jpg


কনস্ট্রাকশন সাইডে আমরা সবাই নাস্তা শেষ করে যখন বসলাম ইতিমধ্যে আমাদের অন্যান্য বন্ধুরাও ফোন করলো তারা এলাকায় চলে এসেছে অফিস থেকে কিংবা বিভিন্ন জায়গা থেকে, এরপর আমরা সবাই এলাকা থেকে ফিরে আসলাম এবং বন্ধুরা মিলে একসাথে আড্ডা দিলাম।


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Sort:  
 last month 

আপনার সারাদিনের কাজকর্ম পড়ে অনেক ভালো লাগলো। আপনার বন্ধুর আম্মার রিপোর্ট আনার জন্য একটি ডায়গনস্টিকে গিয়েছিলেন, এই বিষয়টি পড়ে খুব ভালো লাগলো। বন্ধু একা যাবে বলে আপনাও তার সাথে উত্তরায় গেলেন রিপোর্ট আনার জন্য। ক্রাম খেলা আমি আগে অনেক খেলতাম। এখনো যদি কোথাও ক্রাম বোর্ড দেখে তাহলে খেলার জন্য অস্থির হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিনের কার্যক্রম এর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন
আল্লাহ হাফেজ।

 29 days ago 

আপনি কি অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি মন্তব্য করার জন্য, আপনাকে ক্রাম বোর্ড খেলার দাওয়াত থাকলো আপনি যদি ইচ্ছা হয় আমাদের সাথে যুক্ত হতে পারেন।

Loading...
 last month 

আপনার দৈনন্দিন দিনের কর্মকাণ্ড আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সত্যি একটি ব্যস্ততম দিন পার করেছেন। আপনার পোস্টটি করে জনতে পারলাম আপনি বিকালবেলা ক্রাম বোর্ডও খেলেছেন। আমিও ফ্রি টাইমে আগে অনেক ক্রাম খেলতাম। কিন্তু বর্তমানে কারো সময় না হওয়ায় আর খেলা হয় না।

ভালো লাগলো আপনার পোস্টটি করে। ভালো থাকবেন দাদা।

 29 days ago 

আমরা আসলে কেউ ঠিকভাবে ক্রাম খেলতে পারি না, তবে সময় কাটানোর জন্য আমরা এটা কিনেছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য জেনে খুব ভালো লাগলো আপনি একটা সময় ক্রামবোর্ড খেলতেন।

 last month 

আপনার পোস্ট দেখে মনে হল, সত্যিই বন্ধুদের সঙ্গে এমন সুন্দর মুহূর্তগুলো অমূল্য। সকালে হসপিটাল যাওয়া থেকে শুরু করে, ছোট ভাইয়ের সাথে দেখা, এরপর বন্ধুর সঙ্গে খেলা সব মিলিয়ে একটি দারুণ দিন। বিশেষ করে কনস্ট্রাকশনের সাইটে মশার সঙ্গে খেলা আর মুড়ি খাওয়ার মুহূর্তগুলো খুবই আনন্দের ছিল। বন্ধুত্বের এই সঙ্গীতা সত্যিই অমূল্য।

 29 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য এবং সুন্দর একটি মন্তব্য করেছেন দেখে খুব ভালো লাগলো।

TEAM 2

Congratulations! Your post has been upvoted through @steemcurator04. Good post here should be..

TEAM-1.png

Curated by : @fombae