শখের ছবিওয়ালা পর্ব:৩ || ফুলের রাজ্য
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
২৮শে জানুয়ারি, মঙ্গলবার।
হ্যালো ইনক্রেটেবল ইন্ডিয়াবাসী। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আমার তোলা কিছু ছবি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে।
শখের ছবিওয়ালা 📸
📸 ছবি নাম্বার: ১
গোলাপকে বলা হয় ফুলের রানী, আজকেও আপনাদের সাথে আমার তোলা কয়েকটি ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। যেহেতু ফুলের রানী গোলাপ তাই এর চাহিদা সবথেকে বেশি, চায়না যখন সবকিছু নিজেদের একটা ভার্সন তৈরি করে উদ্ভিদের ক্ষেত্রেও তাদের একই অবদান রয়েছে। এটা নরমাল গোলাপ ফুল নয় এটাকে বলা হয় চায়না গোলাপ।
অনেক জায়গায় চাইনিজ বজ নামে পরিচিত এই ফুলগুলো বেশিরভাগ জায়গাতেই পাওয়া যায়, গোলাপ ফুলের চাহিদা মেটাতে প্রচুর বাণিজ্যিকভাবে চাষ করা হয় এই চাইনিজ গোলাপ। দেশি গোলাপের থেকেও চায়না গোলাপের বাজারে চাহিদাটা অনেকটাই বেশি। গাছগুলো খুব বেশি বড় হয় না, ছোট আকৃতির কাজগুলো হয়ে থাকে তবে অনেক বেশি পরিমাণ ফুল জন্মায় এই উদ্ভিদে।
📸 ছবি নাম্বার: ২
এই যে একটি সুন্দর ফুল দেখা যাচ্ছে এর নাম হলো ডাহলিয়া ইম্পেরিয়ালিস্ট, এই ফুলটি আমাদের পরিচিত ডালিয়া উদ্ভিদের অন্তর্ভুক্ত। আমরা প্রচুর পরিমাণ ডালিয়া দেখতে পাই আমাদের দেশে। তবে ডাহলিয়া ইম্পেরিয়ালিস্ট এটি বেশিরভাগ শীতের সময় এবং বসন্তের সময় সব থেকে বেশি দেখা যায়।
এই ফুলগুলো বেশিরভাগ দেখা যায় মেক্সিকো, পানামা ও কলম্বিয়াতে। এই ফুলগুলো বাগানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য রপ্তানি করা হয় এবং খুবই জনপ্রিয় বাগান প্রেমি মানুষদের জন্য, এই ফুলগুলো সাদা এবং হালকা গোলাপী রঙের হয়ে থাকে।
📸 ছবি নাম্বার: ৩
এখন আমরা যে ফুল গাছটি দেখছি এটা বৈজ্ঞানিক নাম হল ফ্লোক্স ড্রামন্ডি এবং এই ফুলটি ফ্লোক্স, গাছগুলো খুবই ছোট আকারের হয়ে থাকে এবং থোকায় থোকায় অনেকগুলো ফুল একসাথে জন্মায়। এই ফুলগুলো নিঃসন্দেহে একটি বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে পারে বেশ অনেকগুলো রঙের হয়ে থাকে এই ফুল। বাগান প্রেমীদের মনে এই এই ভুলগুলো সব সময় প্রথম সারির দিকে থাকে।
আমেরিকা উপমহাদেশের মেক্সিকো টেক্সাস এই জায়গাগুলোতে এই ফুলগুলো সব থেকে বেশি জন্মায়, ছবিতে এটি বেগুনি রঙের ফুল, বেগুনি রং ছাড়াও লাল, গোলাপি, সাদা ইত্যাদি বাহারি রঙে দেখা যায় এই ফুলগুলো, বেশ কয়েকটি কালার একত্রে করে ফুলের বাগান করলে বাগানের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে।
পোষ্টের ধরন | ফটোগ্রাফি |
---|---|
ফটোগ্রাফার | @sajjadsohan |
লোকেশন | https://w3w.co/uptown.health.clay |
ডিভাইস | Xiaomi Redmi Note 10 Pro Max |
সত্যিই আপনার ফটোগ্রাফি অনেক অসাধারণ হয়ে থাকে। আমার দ্বিতীয় নাম্বার আর তৃতীয় নাম্বার ফুলটি ফটোগ্রাফি অনেক পছন্দ হয়েছে। এত সুন্দর বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের সাথে শেয়ার করেছেন , এর জন্য জানাই আপনাকে ধন্যবাদ। আজকে ফটোগ্রাফির তিন নাম্বার পোস্ট দেখে খুব ভালোই লাগলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
যেন খুব ভালো লাগলো আপনার কাছে দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার ফুল খুব পছন্দ হয়েছে, আপনাদের উৎসাহে আরো চেষ্টা করব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য।
আপনার তোলা ফুলের ছবিগুলো সত্যিই মনোমুগ্ধকর! প্রতিটি ছবির সাথে সুন্দর বর্ণনা ও তথ্য সংযোজন করায় এটি ফুলপ্রেমীদের জন্য বেশ আকর্ষণীয় হয়েছে। চায়না গোলাপ, ডাহলিয়া ইম্পেরিয়ালিস্ট, ফ্লোক্স ড্রামন্ডি প্রত্যেকটি ফুলই দৃষ্টিনন্দন ও বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে অনন্য।
আপনার ফটোগ্রাফি সিরিজের পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফির পাশাপাশি আমার লেখাগুলো পড়ার জন্য, অবশ্যই আপনাদের উৎসাহে আপনাদের ভালবাসায় আমি চেষ্টা করব আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য।
আপনার বিগত দিনের ফটোগ্রাফিগুলোও অসাধারণ লাগছিলো তবে আজ আরও সুন্দর করে উপস্থাপন করেছেন। ফুলের ফটোগ্রাফিগুলো অনেক বেশি সুন্দর লাগছে, ফুল হলো ভালোবাসার প্রতীক। শীতকালে নানা রকমের ফুল চোখে পড়ে। গোলাপ ফুলের পাশাপাশি আরও সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ভালো থাকবেন।