অলস দুপুর

in Incredible Indialast month

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

৪ঠা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ।

১৮ই জানুয়ারি , শনিবার।



হ্যালো ইনক্রেটেবল ইন্ডিয়াবাসী। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।


অলস দুপুর



আজকে বলতে গেলে একদম অলসতায় আমার দিন কেটেছে, সন্ধ্যার পরে খানিকটা কাজ করলেও সারাটা দিন বিশ্রাম কিংবা নিজেকে সময় দেওয়া এর থেকে কোন গুরুত্বপূর্ণ কাজ করা হয়নি। বেশ রাত করে ঘুমাচ্ছি মাঝখানে এক দুই দিন সকাল সকাল উঠলেও আজকে নয়টার সময় ফোনের এলার্ম বন্ধ করে ৩০মিনিটের জন্য ঘুমিয়েছিলাম কিন্তু ঘুম থেকে উঠে দেখি দুপুর ১ঃ০০ টা বেজে গেছে, আসলে এখন আর ঘুম থেকে ডেকে দেওয়ার তেমন লোক নেই এজন্য নিশ্চিন্তে বেশি বেলা করে ঘুমোচ্ছি।


IMG_20250114_154857.jpg

IMG_20250114_154917.jpg


যাই হোক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোসল করে নাস্তা করব না লাঞ্চ করব ভাবতে ভাবতে লাঞ্চ করলাম। শীত আসলে আমি বেশি অলস হয়ে যাই, সাধারণ মানুষ থেকে আমার বডি টেম্পারেচার অনেকটাই কম এজন্য আমার একটু বেশি শীত লাগে এবং শীতের সময়টা আমি একদম বিছানার মধ্যেই থাকি বেশিরভাগ সময় খুব বেশি একটিভ হতে পারে না। যেহেতু বেশ ভালো করে ঘুমিয়েছি খাওয়া-দাওয়া গোসলের পরে আর বাসায় ভালো লাগছিল না, এদিকে যেই বন্ধুর ফেসবুক আইডিটা হ্যাক হয়েছিল তারও মনটা খারাপ তাই বাইকটা বের করে বন্ধুকে ফোন করলাম।


IMG_20250114_155009.jpg

IMG_20250114_155048.jpg

IMG_20250114_155101.jpg


দুজন মিলে ঢাকার ৩০০ ফিট চলে গেলাম, এটা এখানকার একটা ফেমাস জায়গা ড্রাইভ করার জন্য কিংবা হাঁটাচলা করার জন্য। দুপুরের সময় তেমন কোন লোকজন নেই, গাড়িটা পার্ক করে আমরা বসে আছি দেখলাম পাশেই দুটো মানুষ বড়শি দিয়ে মাছ তুলছে। এরকম একটা জায়গায় মাছ আছে কিনা এটা নিয়ে বেশ কৌতুহল ছিল।


IMG_20250114_155402.jpg


আমরা কতটা অবসর সময় পেলে অন্য একটা মানুষের মাছ ধরা দেখতে বসে যাই, যাই হোক আমাদেরকে ভুল প্রমাণ করে দিয়ে তারা কয়েক মিনিট পরপর খুবই ছোট ছোট একটা মাছ ধরল। দুই বন্ধু অনেক সময় মাছ ধরা দেখলাম দুজন রোদ পোহাচ্ছিলাম।

আসলে শীতের সময় এরকম হালকা রোদ ভালোই লাগে, যখন বিকেলের সময় ঘনিয়ে আসছে তখন আর ভালো লাগলো না বন্ধু সেখান থেকে চলে আসলাম, আমার বাসায় কিছু কাজ ছিল সেগুলো শেষ করে নানাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, তাই দুজনেই বাসার উদ্দেশ্যে রওনা হলাম।



image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 last month 

Thank you

 last month 

Thank you 😊

 last month 

অলস দুপুর নামটা কিন্তু অস্থির, আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম, আপনি আজকে ৩০০ ফিটে গিয়েছেন। আমিও মাঝে- মাঝে ৩০০ ফিটে যাই ঘুরতে, আপনার পোস্টে আরেকটি বিষয় পড়ে জানতে পারলাম! গতকালকে আপনার বন্ধুর যে আইডিতে হ্যাক হয়েছে, তার মন খারাপ এর জন্যই আপনি তাকে নিয়ে 300 ফিতে ঘুরতে গিয়েছেন। আপনার এই কাজটি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে! বন্ধুর প্রতি আপনার যে ভালোবাসা। এই পোস্ট কে এই সব বিষয় আরো সৌন্দর্য বৃদ্ধি করেছে। এত সুন্দর একটি বিষয়বস্তু নিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য, আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

 last month 

আমরা কয়েকজন একসাথেই চলি এবং একসাথে আমাদের আড্ডা হয়, প্রতিদিনই আমাদের দেখা হয় যেহেতু ওই বন্ধুর মন খারাপ এবং আমি আর আমার ওই বন্ধুটাই দিনের বেশিরভাগ সময় ফ্রি থাকি, আমরাই দিনের বেলা বের হই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট দেখার জন্য এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Loading...
 last month 

আপনার অলস দুপুরের গল্প খুব সুন্দর। শীতের দিনে একটু বিশ্রাম নেওয়া এবং বন্ধুদের সাথে সময় কাটানো বেশ আরামদায়ক। মাছ ধরা দেখা এবং রোদ পোহানোর অভিজ্ঞতাও খুব মনোলোভা। এমন ছোট ছোট মুহূর্তগুলো জীবনে আনন্দ এনে দেয়। আশা করি আপনার দিনগুলো আরও সুন্দর হয়ে উঠবে।

 last month 

খুবই ভালো লাগলো আপনার মন্তব্য দেখে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ঐদিন অনেকটাই ফ্রি ছিলাম এবং কিছু করতে ভালো লাগছিল না তাই দুই বন্ধু মিলে যখন বের হলাম, তাদের মাছ ধরা দেখে আমরা খানিকটা কত ভালো হয়ে সেখানে কিছুটা সময় অতিবাহিত করলাম।

 last month 

আমাদের মধ্যে মনে হয় শীতের সময় অনেক বেশি অলসতা চলে আসে কাজ করতে তেমন একটা ইচ্ছা করে না তারপরেও আমরা চেষ্টা করে নিজেদের কাজগুলো গুছিয়ে নেয়ার জন্য আপনার বন্ধু এবং আপনি চলে গিয়েছিলেন ঘোরা ফেরা করার জন্য তবে আপনি এমন একটা জায়গায় গিয়েছেন যেখানে সবাই ড্রাইভ করতে পারে কিংবা নিজেদের অলস সময় কাটাতে পারে অসংখ্য ধন্যবাদ। আপনার অলস দুপুর সম্পর্কে আমাদের সাথে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

 last month 

হ্যাঁ জায়গাটা মোটরসাইকেল এবং গাড়ির জন্য পারফেক্ট একটা জায়গা, আগে একটা সময় অনেক বড় বড় বাইক কমিউনিটি গাড়ির রেস করা হতো, অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।