ডিজিটাল আর্ট-১ || কাপল পেন্সিল

in Incredible India9 days ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

২৫শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ।

৯ই জানুয়ারি, বৃহঃস্পতিবার।



হ্যালো ইনক্রেটেবল ইন্ডিয়াবাসী। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। ড্রইং করতে আমার খুবই ভালো লাগে, তবে সেটা রংতুলি ব্যবহার করে নয়, আজকে আমি আপনাদেরকে আমার তৈরি করা একটি ডিজিটাল আর্ট ফুটিয়ে তোলার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে।



কাপল পেন্সিল


বেশ কিছুদিন ধরে ভাবছি আবার ড্রয়িংটা শুরু করব, কিন্তু কি ড্রইং করব সেটা খুঁজে পাচ্ছি না। হঠাৎ মনে হল ড্রয়িং করার জন্য আমার সবথেকে বেশি পেন্ডুল ব্যবহার করতে হয়, যেটা নরমালি পেন্সিলের কাজ করে, পেন্সিল আর কার্টুন এই ক্যারেক্টার দুটো এড করে দিয়ে একটা কিছু তৈরি করা যায় বলে চিন্তা করলাম এবং সেখান থেকেই একটা তৈরি করা । তারপর মনে হল যদি পরপর দুটো তৈরি করি আরেকটু ব্যতিক্রম হয় এই আইডিয়া থেকেই আমার আজকের কাপল পেন্সিল ড্রইং টা তৈরি হয়েছে ।


art (1).gif


প্রয়োজনীয় উপকরণ (2).gif

  • কম্পিউটার
  • Adobe Illustrator 2022


ধাপ-১


Screenshot_1.png


প্রথম ধাপে আমি আমার পছন্দ মত একটা পেজের সাইজ নিয়ে নিলাম।


ধাপ-২


Screenshot_2.png


এবার আমি পেন্সিলের যে একটা বডি সেপ রয়েছে সেটার তৈরি করে ফেলি।


ধাপ-৩


Screenshot_3.png

Screenshot_4.png


পরবর্তী ধাপে পেন্সিলের যে বাকি অংশগুলো রয়েছে সে অংশগুলো আমি ধাপে ধাপে তৈরি করে ফেলি।


ধাপ-৪


Screenshot_5.png

Screenshot_6.png


এরপর পরবর্তীতে আমি একটা কার্টুন ক্যারেক্টারদের মত দুটো চোখ নাক মুখ তৈরি করে দিয়েছি।


ধাপ-৫


Screenshot_7.png


এভাবে মোটামুটি প্রাথমিক পর্যায়ে পঞ্চম ধাপে আমার ড্রইংটা চলে আসলো খানিকটা এরকম।


ধাপ-৬


Screenshot_8.png


এই ধাপে এসে আমি আমার তৈরি করা ক্যারেক্টার টিকে রঙিন করে ফুটিয়ে তোলার চেষ্টা করছি।


ধাপ-৭


Screenshot_9.png


পরবর্তী ধাপে খানিকটা রং পরিবর্তন করেছি, সেই সাথে শ্যাডো লাইটিং এগুলো ড্রইং এর মধ্যে এড করার চেষ্টা করেছি, যেন ড্রইংটা আরেকটু ফুটে ওঠে সেই প্রচেষ্টা।


ধাপ-৮


Screenshot_10.png


ওকে একা দেখে আমার ভালো লাগছিল না, সবারই একটা সঙ্গে প্রয়োজন তাই হুবহু আরও একটা পেন্সিল তৈরি করলাম খানিকটা ছোট করে। একজন লম্বা একজন খাটো এই কাপল গুলো একটু বেশি কিউট হয় 😂😂


ধাপ-৯


Screenshot_11.png


মোটামুটি একটা সাদামাটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম, ব্যাকগ্রাউন্ডে কাজ করতে হলে আরো অনেকটা সময় লেগে যাবে। ড্রইং টা শেষ করে ড্রইং এর নিচে আমার নিজের একটা সিগনেচার দিয়ে দিলাম।

প্রয়োজনীয় উপকরণ (4).gif

Untitled-1.jpg


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Sort:  
Loading...
 9 days ago 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, এত সুন্দর ডিজিটাল আর্ট নিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার ডিজিটাল আর্ট কাপল পেন্সিল অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর ভাবে ধাপে-ধাপে কিভাবে ডিজিটাল আর্ট করতে হয় তা আমাদের সাথে উপস্থাপন করেছেন, দেখে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

 8 days ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আমার এই ডিজিটাল আর্টের পোস্টটি দেখার জন্য এবং এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।

 8 days ago 

বর্তমান সময়ে আর্ট করার জন্য বিভিন্ন ধরনের ডিজিটাল এপস কিংবা ওয়েবসাইট তৈরি হচ্ছে এই জিনিসগুলো যারা আট করে তাদের জন্য খুবই স্পেশাল কেননা আর্ট করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় পেন্সিল কলম খাতা সবকিছু নিয়ে একেবারে এলোমেলো অবস্থা হয়ে যায় যেটা একজনের পক্ষে সামলে নেয়া অনেকটা দুঃসাধ্যকর ব্যাপার।

কিন্তু বর্তমান সময়ে ডিজিটাল আর্ট একটা মানুষের জন্য খুবই সহজ একটা পদ্ধতি তৈরি করে দিয়েছে এই আর্ট করার মাধ্যমে আপনাকে না তো কোন পেন্সিলের প্রয়োজন হবে না খাতা কলম একটা মোবাইল কিনবে একটা ল্যাপটপ অথবা একটা পিসির মধ্যে আপনি এই কাজটা সম্পন্ন করতে পারবেন কথা বলেন না নিজের ইচ্ছাটাকে দুইভাবে মানুষ পূরণ করতে পারে এক নিজের বাস্তব জীবনের সাথে মিলিয়ে আর দ্বিতীয় নিজের অভিজ্ঞতা থাকে কাজে লাগিয়ে আপনি আজকে আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের ইচ্ছাটা পূরণ করেছেন জানতে পেরে ভালো লাগলো সত্যিই আপনার ডিজিটাল আর্ট করার পেন্সিল বা কাপল অনেক বেশি সুন্দর হয়েছে ভালো থাকবেন।

 8 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ পোস্ট দেখার জন্য এবং এত চমৎকার একটি মন্তব্য করার জন্য, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 8 days ago 

ধন্যবাদ আপনাকে, সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। এই পোস্টের প্রতিটি ধাপ ফলো করে যেকেউ সহজেই আর্টটি শিখতে পারবে বলে আমি মনে করি।

 3 days ago 

কেউ যদি ফটোশপ এবং ইলাস্ট্রেটর সম্পর্কে ধারণা রাখে এবং অনুশীলন করে থাকে তাহলে তিনি এই ধাপগুলো ফলো করলে এরকম ড্রয়িং করতে পারবে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।