Incredible India monthly contest of February#3 by @tanay123 | Photography Lover.

in Incredible India3 days ago (edited)

আসসালামু আলাইকুম
আমি বাংলাদেশ থেকে @saikat01


আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি @tanay123 ভাইয়া কর্তৃক আয়োজিত Photography Lover প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক আমার আজকের পোস্ট ।

Green Photocentric Street Foods YouTube Channel Art.png

ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে।



Do you like photography? Do you think photography requires patience and creativity?

Black Simple Capture Dream Photography Logo.png

ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে

হ্যাঁ আমি ফটোগ্রাফি করতে ভালোবাসি। আমার বন্ধু মহলে আমি ফটোগ্রাফার নামেই পরিচিত। কেননা কোথাও ঘুরতে গেলে সবার ছবি আমিই তুলে দেই এবং মাঝে মাঝে ফেসবুকে ফটোগ্রাফি পোস্ট করে থাকি। হ্যাঁ আমি মনে করি যে ফটোগ্রাফি করার জন্য ধৈর্য এবং সৃজনশীলতা দুটোরই প্রয়োজন আছে। কেননা হঠাৎ করে বাইরে গেলেন ছবি তুললেন তখন কিন্তু ফলাফল ভালো পাবেন না। কেননা কোনো ফটোগ্রাফি করার জন্য আপনাদের যথেষ্ট ধৈর্য সহকারে এটা করতে হবে। কেননা সব দিনেই সব সময়েই ওয়েদার ঠিক থাকে না। আর ফটোগ্রাফির জন্য ওয়েদার অনেকটা ম্যাটার করে। কেননা ওয়েদার ভালো থাকলে ছবি ভালো আসে। আর ফটোগ্রাফির জন্য টাইমিংও অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক সময়ে সঠিক এংগেলে ক্লিক করতে পারলে অনেক সাধারণ ছবিও অসাধারণ হয়ে উঠে। এজন্য ফটোগ্রাফি করার জন্য ধৈর্য খুবই প্রয়োজন।

আর সৃজনশীলতা এমন একটি বিষয় যেটা সব ক্ষেত্রেই দরকার হয়। আর যার সৃজনশীলতা যতো বেশী সে সেই ক্ষেত্রে ততো বেশী সফল। ফটোগ্রাফি করার জন্য সৃজনশীলতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেননা ছবি তো সবাই তুলে। কিন্তু এটাকে যদি আমরা একটু সৃজনশীলতার মাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করতে পারি তাহলে সেটা দেখতেও ভালো লাগে এবং এটা সবাই পছন্দ করে। ফটোগ্রাফি করার জন্য যেমন কঠোর পরিশ্রম থাকা জরুরি তেমনি সৃজনশীলতা থাকাটাও জরুরি। কেননা সৃজনশীলতার মাধ্যমেই কোনো সাধারণত বিষয়বস্তুর অসাধারণ ফটোগ্রাফি করা সম্ভব।


Share three of your favorite photography that you have taken yourself and do you have any feelings attached to these photography?

আমি অনেক ভালো ভালো ফটোগ্রাফি করেছি এবং সেখান থেকে তিনটি ছবি নির্বাচন করা আমার জন্য খুবই কষ্টকর। তবুও অনেক ভেবেচিন্তে আমি তিনটি ছবি নির্বাচন করেছি। এই ফটোগ্রাফি গুলোর সাথে আমার অনুভূতিও জড়িয়ে আছে। নিচে আমার ফটোগ্রাফিগুলো আপনাদের দেখানে হলো।

ফটোগ্রাফি নং - ০১

IMG_5356.jpeg

এই ছবিটি আমি এর আগে এই পোস্টে শেয়ার করেছিলাম

উপরের ছবিটি হলো সূর্যাস্তের সময় কয়েকজন ছোট ছেলের বিজয় উল্লাসের ছবি। আসলে এই ছবিটি আমি তুলেছিলাম ক্রিকেট খেলা শেষের পরে। আমাদের এলাকার ছোট ছেলেরা জমিতে মাঠ বানিয়ে বিকালে সেখানে ক্রিকেট খেলছিলো। ক্রিকেট খেলা শেষের পরে যেই দল বিজয়ী হয়েছিলো তারা সবাই স্ট্যাম্প ও ব্যাট নিয়ে বিজয় উল্লাস করেছিলো যেটা আমার কাছে অনেক বেশী ভালো লেগেছে। এজন্যই আমি সাথে সাথে তাদের বেশ কয়েকটা ছবি তুলে নেই।

অনুভূতি: এই ছবিটির সাথে আমার একটি অন্যরকম অনুভূতি জড়িয়ে আছে। কেননা ছোটবেলায় আমরাও এই মাঠে বিকালে করে ক্রিকেট খেলেছিলাম। তাদের খেলা দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে যায়। খেলা শেষে আমরাও এইরকম বিজয় উল্লাস করতাম। আগে একটা বল কেনার জন্য সবাই মিলে টাকা দিতাম। আর এখন বল টেপ সব একাই কিনতে পারি কিন্তু এখন আর আমার খেলার সাথীদের একসাথে পাই না।

ফটোগ্রাফি নং - ০২

IMG_3393.jpeg

এই ছবিটি আমি এর আগে এই পোস্টে শেয়ার করেছিলাম

উপরের ছবিটি হলো একটি শীতের সকালের সূর্যোদয়ের ছবি। যেখানে একটি পুকুরের গাছের পাতার ফাঁক দিয়ে সুন্দরভাবে সূর্য রশ্মি পুকুরের পানিতে পরেছে। আর সূর্যের কারনে পুকুরের পানিতেও হলুদ রঙের প্রতিচ্ছবি পরেছে যেটা দেখতে আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছিলো। সেই সময় পুকুরের পানিতে হাঁস ভেসে বেড়াচ্ছিলো যার কারনে বিষয়টা আমার কাছে আরো অনেক ভালো লাগে। বেশ কয়েকটা এংগেল থেকে বেশ কয়েকটা ছবি তোলার পর আমি এই ছবিটা পেয়ে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

অনুভূতি: এই ছবিটার সাথে আমার অনেক অনুভূতি জড়িয়ে আছে। কেননা এই যে পুকুররা দেখা যাচ্ছে সেটা হলো আমাদের বাড়ির পাশের ইট ভাটার কাছের একটি পুকুর। ছোটবেলায় আমরা যখন ইট ভাটার মাঠে ফুটবল খেলতাম তখন খেলা শেষে এই পুকুরের গাছের নিচে বসে বিশ্রাম নিতাম। এখনো যদি আমরা ইট ভাটায় ফুটবল বা ক্রিকেট খেলি তাহলে খেলা শেষে এখনো আমরা এই পুকুর পাড়ে বসে বিশ্রাম নেই।

ফটোগ্রাফি নং - ০৩

IMG_4347.jpeg

এই ছবিটি আমি এর আগে এই পোস্টে শেয়ার করেছিলাম।

উপরের ছবিটি হলো একটি প্রজাপতির ম্যাক্রো ফটোগ্রাফি। ম্যাক্রো ফটোগ্রাফি হলো আমার অন্যতম পছন্দের একটি ফটোগ্রাফির টপিক। গত ডিসেম্বরে আমাদের মেস থেকে পিকনিকে গিয়ে আমি একটি গাছের ডালে দেখলাম যে এই প্রজাপতিটি বসে আছে। প্রজাপতিটি দেখতে অনেক সুন্দর এবং এটা আমার অনেক ভালো লেগেছিলো। তাই আমি তৎক্ষনাৎ 3x জুম করে সেটার বিভিন্ন এংগেল থেকে ছবি তুলে নিলাম। প্রজাপতিটা অনেক ভালো ছিলো সে তার স্থান থেকে কোনোরকম নড়াচড়া করে নি তাই আমি ভালোভাবে ছবিগুলো তুলতে পেরেছি।

অনুভূতি : এই ছবিটার প্রতি আমার অন্যরকম একটা অনুভূতি কাজ করে। কেননা আমি বিভিন্ন ধরনের ম্যাক্রো ফটোগ্রাফি করলেও কোনোদিনও প্রজাপতির ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারি নি। যখনই প্রজাপতির ছবি তুলতে যাই তখনই সেই প্রজাপতি উড়ে চলে যায়। এটা আমার অনেক দিনের আক্ষেপ ছিলো যে আমি প্রজাপতির ম্যাক্রো ফটোগ্রাফি করবো। এই ছবিটি তোলার মাধ্যমে আমার সেই ইচ্ছাটা পূরন হয়েছে।


বন্ধুরা এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের ভালো লাগবে ।ভূল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন । সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন । আমি এই প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য @chant, @sohanurrahman and @ikwal কে আমন্ত্রণ যানাচ্ছি ।

আমার পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে

তিনটি ছবিই আমি আমার আইফোন ১২ মোবাইল দিয়ে তুলেছি এবং আইফোন এডিটিং টুলস ব্যবহার করে এডিট করেছি।
Sort:  
Loading...
TEAM 6

Congratulations!

Your post has been supported by THE PROFESSIONAL TEAM. We support quality posts, quality comments anywhere, and any tags


1000048570.png

সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি

 2 hours ago 

ফটোগ্রাফি কম বেশি আমরা সবাই পছন্দ করি শখের ফটোগ্রাফি আমরা অনেক করে থাকি কিন্তু তার মধ্যে আপনি তিনটা ছবি অনেক ভেবে চিন্তে নির্বাচন করেছেন আমার কাছে ফটোগ্রাফি একটা শখ যেটা তৈরি করতে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন আপনি দেখলাম চমৎকারভাবে প্রতিযোগিতার প্রতিটা প্রশ্নের উত্তর আমাদের সাথে খুব চমৎকারভাবে তুলে ধরেছেন অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ভালো থাকবেন।