আসসালামু আলাইকুম
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি হাজির হলাম একটি ডিজিটাল আর্ট নিয়ে যেটা আমি আমার মোবাইলের সাহায্যে সম্পন্ন করেছি। তো চলুন আমার ডিজিটাল আর্ট ও আর্টের প্রক্রিয়া দেখে আসা যাক। |
আমার আর্ট
বন্ধুরা আজকে আমি আমার মোবাইলে একটি ডিজিটার আর্ট করেছি। আমি একটি রাতের দৃশ্য আর্ট করেছি যেখানে চাঁদের আলোতে গাছের নীচে দুইপাশে একটি ছেলে ও একটি মেয়ে দাঁড়িয়ে আছে। আমি অনেকদিন ধরেই ভাবছি যে ডিজিটাল আর্ট করবো কিন্তু সময় হয়ে উঠতেছিলো না। অবশেষে করেই ফেললাম। রাতের আকাশটা আমি নীল রং এর করে দিয়েছি এবং আকাশে চাঁদের সাথে অনেকগুলো তারাও আর্ট করেছি। চাঁদের চারপাশে একটু ঘোলাটে করে দিয়েছি এবং চাদের গায়ে কলঙ্ক আর্ট করেছি যাতে চাঁদটা দেখতে সুন্দর লাগে। আশা করি আমার আজকের এই চাঁদনী রাতের দৃশ্যটি আপনাদের ভালো লাগবে।
উপকরণ
- ibisPaint X মোবাইল এপস
- একটি স্মার্টফোন
- ইন্টারনেট কানেকশন
ধাপ - ০১
প্রথমে আমার মোবাইলে ibisPaint X এপসে প্রবেশ করে ৪:৩ সাইজের একটি পেজ ওপেন করলাম। এরপর পুরো পেজে নেভি ব্লু রং করলাম। এরপর আস্তে আস্তে নিচের দিকে একটু উজ্জ্বল নীল রং করলাম ও মাঝখানে নিচে বেশী উজ্জল নীল রং করলাম ।
ধাপ - ০২
এরপর ঠিক মাঝখানে একটি গাছ ও এটার কয়েকটা ডালপালা আর্ট করলাম । এরপর আস্তে আস্তে গাছের ডালপালা ছড়িয়ে ছিটিয়ে দিলাম এবং অনেকগুলো ছোট ছোট ডালপালা আর্ট করলাম ।
ধাপ - ০৩
তারপর গাছের ডালপালাগুলোতে কালো রঙের পাতা আর্ট করলাম। যেহেতু রাতের বেলা তাই সবকিছুই কালো রঙের আর্ট করলাম। এরপর নীচে মাটিতে কালো রঙের ঘাস আর্ট করলাম ।
ধাপ - ০৪
তারপর আকাশে বামপাশে উপরে সাদা রঙের একটি বড় সাইজের চাঁদ আর্ট করলাম। তারপর চাঁদের চারপাশটা ঘোলাটে করে দিলাম ও চাঁদের গায়ে কলঙ্ক আর্ট করলাম যাতে এটা দেখতে সুন্দর ও রিয়েলিস্টিক মনে হয়।
ধাপ - ০৫
এরপর আমি গাছের নিচে বামপাশে একটি মেয়ের দাঁড়িয়ে থাকার দৃশ্য আর্ট করলাম। মেয়েটি ডানপাশে তাকিয়ে ছিলো। তারপর ঠিক একইভাবে গাছের ডানপাশে একটি ছেলের দাঁড়িয়ে থাকার দৃশ্য আর্ট করলাম ।ছেলেটি বামপাশে তাকিয়ে ছিলো। এরপর আকাশে অনেকগুলো তারা আর্ট করলাম। রাতের আকাশে তারা না থাকলে ভালো লাগে না।
চূড়ান্ত আউটপুট
সবশেষে আমি আমার আজকের এই আর্টটি আমার মোবাইলে সেভ করে নিলাম ও আমার চূড়ান্ত আউটপুটটি পেয়ে গেলাম।
বন্ধুরা এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। ভূল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দোয়া করবেন সামনে যাতে আরো ভালো ভালো আর্ট আপনাদের উপহার দিতে পারি। |
ধন্যবাদ সবাইকে
সবগুলো স্ক্রিনশটই আমার আইফোন ১২ মোবাইল থেকে নেয়া হয়েছে। |
X promotion : https://x.com/saikat01718/status/1891008220723859768?s=46
অনেকেই পেন্সিল দিয়ে আট করতে পছন্দ করে বর্তমান সময়ে ডিজিটাল আর্ট অনেক বেশি মানুষ পছন্দ করে কারণ এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না আজকে আপনি চমৎকারভাবে চাঁদনী রাতের আলোই দুজন মানুষের ডিজিটাল আর্ট আমাদের সাথে শেয়ার করেছেন যেটা আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লেগেছে ইনশাল্লাহ আমি এই অ্যাপস ডাউনলোড করে আর্ট করার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।