পহেলা বৈশাখের চমৎকার একটি আর্ট।
বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে পহেলা বৈশাখ আরো একটি নতুন বছরের আগমন হয়ে গেল। বাংলা নববর্ষ আমাদের বাঙ্গালীদের জন্য খুবই আনন্দের একটি দিন এই দিনে অনেক রকমের আনন্দ করা হয়। লাল সাদা শাড়ি পরে চারপাশে ঘুরাঘুরি করতে দেখা যায়। বৈশাখ মাস এমনিতেই খুবই মিষ্টি একটি মাস তাই পহেলা বৈশাখে সবাই খুবই সুন্দরভাবে বরণ করে নেয় ।
বাঙালিদের জন্য পহেলা বৈশাখ হল খুবই আনন্দের একটি দিন এই দিনে অনেকে অনেক রকমের আনন্দ করে থাকে এই দিনে ইলিশ পান্তা খুবই জনপ্রিয় একটি খাবার। আজকে নতুন বছরের প্রথম দিনে আমি আপনাদের সবার মাঝে পহেলা বৈশাখের চমৎকার একটি অংক নিয়ে এসেছি।
পেপার
রং
পেন্সিল
রাবার
ধাপ -১
অংকনটি করার জন্য সাদা কাগজের ভিতরে প্রথমে আমি পেন্সিল দিয়ে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ এই লেখাটি লিখে নিলাম।
ধাপ -২
এবার আমি লেখাটির দুই পাশে পেন্সিল দিয়ে কিছু ডিজাইন অংকন করে দিলাম।
ধাপ -৩
পহেলা বৈশাখ লেখাটি কে আমি কমলা রঙের রং দিয়ে রং করে নিলাম।
ধাপ -৪
এবার আমি পহেলা বৈশাখের নিচে বাংলা নববর্ষ লিখাটিকে সবুজ রং করে নিলাম ও লেখার পাশে কিছু ডিজাইন করে নিলাম।
ধাপ -৫
পেন্সিল দিয়ে তৈরি করার ডিজাইন টিকে আমি কালো রং করে দিলাম ও ডিজাইনের দুই কোনা কালো রং দিয়ে ভরাট করে দিলাম।
ধাপ - ৬
এবার ডিজাইনের মাঝখানের যে ফাঁকা অংশ ছিল তার ভিতরে সবুজ ও কমলা রং দিয়ে রং করে দিলাম।
ধাপ - ৭
এবার আমি লেখাটি চারপাশে পেন্সিল দিয়ে কিছু ফুল ,পাতা ও লতা অংকন করে দিলাম।
ধাপ - ৮
এবার পেন্সিল দিয়ে যে ফুল লতা গুলো অঙ্কন করেছি তা কালো রংয়ের কলম দিয়ে আবার ফুটিয়ে নিলাম।
শেষ ধাপ
এবার আমি অংকন করা ফুলগুলোকে কমলা রং দিয়ে রং করে দিলাম ও পাতাগুলোকে সবুজ রং দিয়ে রং করে আমার পহেলা বৈশাখের অংকনটি এখানে শেষ করলাম।
তো বন্ধুরা, আজকের নতুন বছরের প্রথম দিন উপলক্ষে আমি আপনাদের সবার মাঝে পহেলা বৈশাখের চমৎকার এই অংকন তুলে ধরলাম। আমার এই অংকটি করতে বেশ ভালো লেগেছে আপনাদের সবার মাঝে অংকনটি শেয়ার করলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
নববর্ষের শুভেচ্ছা রইলো।
আপনি নতুন বছরের প্রথম দিনে খুবই চমৎকার একটা ছবি এঁকে আমাদেরকে উপহার দিয়েছেন । আশা করি পরবর্তী দিনগুলোতেও এমনি সুন্দর সুন্দর আরো ছবি আমরা আপনার কাছ থেকে দেখতে পাবো।
ভালো থাকবেন সব সময়।
আপনাকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামীকাল নববর্ষের জন্য আপনি সুন্দর একটি ছবি এঁকেছেন। মাঝে মাঝে যে কোন বিষয়ের উপর ছবি আঁকতে সত্যি খুব ভালো লাগে। আপনার ছবি প্রত্যেকটি ধাপে ধাপে সুন্দরভাবে শেয়ার করেছেন। ছবিটি খুব সুন্দর হয়েছে। সুন্দর ছবি আঁকা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার পহেলা বৈশাখের অংকনটি আপনার ভালো লেগেছে এটা জেনে আমি খুশি হলাম, আমি এমনিতেই ছবি অঙ্কন করতে পছন্দ করি তাই আপনাদের মাঝে পহেলা বৈশাখের অংকন শেয়ার করলাম। আপনাকে ও অনেক ধন্যবাদ আপনার মন্তব্য জানানোর জন্য।
আপনাকে প্রথমেই নববর্ষের শুভেচ্ছা জানাই। আর আপনার আঁকা ডিজাইন টা সত্যিই অনবদ্য হয়েছে।