বন্যা

in Incredible India2 days ago

1000006079.jpg

প্রতিবছরই আমাদের গ্রামে বন্যার পানি আসে যার ফলে বিভিন্ন এলাকার মানুষ পানি বন্ধ হয়ে পড়ে। রাস্তাঘাট থেকে শুরু করে অনেক পরিবার এমন ভাবে পানি বন্দী হয়ে পড়ে তারা অনেক কষ্টের জীবন যাপন করে থাকে। বন্যা অতি পরিচিত একটি কথা যা নিচু এলাকায় মানুষের জীবনসঙ্গী।। প্রতি বছরে কোন না কোন একটা সময় তারা এই পানির সাথে যুদ্ধ করে থাকে।

1000006081.jpg

প্রতি বছরই দেখা যায় এই বন্যার কবলে পড়ে অনেক মানুষ অনেক কষ্টে জীবন যাপন করে। এমন কিছু পরিবার আছে তাদের বাড়ি একদম নিচুতে একটু পানি আসতেই তারা পানিবন্দী হয়ে পড়ে এতে করে তাদের চলাফেরা থেকে শুরু করে খাওয়া-দাওয়া সব কিছুই অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়।। যদিও আমাদের অঞ্চলে আগের মত খুব বড় বন্যা হয় না।

1000006078.jpg

1000006079.jpg

আর হ্যাঁ এই বন্যার পানি যেমন মানুষের জীবনযাত্রার মানে সমস্যা হয়ে দাঁড়ায় তেমনি ফসল ও গবাদি প্রাণীদের উপর ও অনেক প্রভাব পড়ে।। আবারও দেখা যায় বন্যার পানি আসার ফলে দীর্ঘদিন পানি থাকে যার ফলে অনেক ফসল একদম নষ্ট হয়ে যায় এতে করে কৃষক অনেক বেশি ভোগান্তির মধ্যে পড়ে।

1000006072.jpg

1000006706.jpg

1000006704.jpg

যাইহোক বন্যা আসলে যেমন অনেক কিছুর সমস্যা হয় তেমনি আনন্দ দিয়ে যায় সেই সাথে ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাই।। আপনারা উপরে দেখতেই পাচ্ছেন ছোট বাচ্চারা বন্যার পানিতে গোসল করছে ঠিক ছোটবেলায় বন্ধুরা মিলে বন্যার পানি এভাবেই গোসল করতাম অনেক মজা করতাম। বাসা থেকে কিছুটা দূরে একটা নিচু রাস্তা রয়েছে সেই রাস্তায় কিছু জায়গায় পানি উঠে গেছে সেখানে দেখতে পাই ছোট বাচ্চারা গোসল করতেছে তাদের গোসল করা দেখে ছোট বেলার স্মৃতিগুলো খুব মনে পড়েছিল আমরা বন্ধুরা মিলে এভাবে অনেক মজা করতাম।।

1000006702.jpg

আমাদের অঞ্চলে আগের মত খুব বড় বন্যা হয় না আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম প্রায় আমাদের বাসার কাছাকাছি পানি চলে আসতো কিন্তু এখন এত বড় বন্যা হয় না।।। যদিও ২০১৭ সালের বন্যায় আমাদের বাসায় পানি উঠেছিল এতটা বড় বন্যা হয়েছিল প্রায় সকলের বাসায় পানি উঠেছে এছাড়াও সকল রাস্তা ঘাট তলিয়ে গেছিল।।

যদি আবারো এত বড় বন্যা হয়, তাহলে মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে গবাদি পশু থেকে শুরু করে বাড়ির অন্যান্য জিনিসের অনেক বেশি ক্ষতি হবে। বন্যায় প্লাবিত যেসব মানুষ আছে তাদের মত কষ্ট আর কোন মানুষ করে না। বিশেষ করে যখন বাড়ি ছেড়ে কোন আশ্রয় কেন্দ্রে থাকতে হয় তখন তাদের অনেক বেশি কষ্ট করতে হয়।।

Sort:  

1000008241.png
curated by @solaymann.

Loading...