You are viewing a single comment's thread from:

RE: "ছোটবেলা ঈদ VS বড় বেলার ঈদ "

in Incredible India2 months ago

একদম ছোটবেলার কথা মনে করে দিয়েছেন আমরাও যখন ঈদের সময় আসত দুই তিন দিন আগে থেকেই অন্যরকম আনন্দ মনের মধ্যে কাজ করতাম।। নতুন জামা আলমারিতে রাখতাম আর ভাবতাম ঈদের দিন পড়বো আমাকে অনেক সুন্দর লাগবে।। এছাড়াও শেষ রমজানে চাঁদ দেখার জন্য আমরা অনেকেই রাস্তার পাশে যে বসে থাকতাম আর চাঁদ খুঁজতে থাকতাম যখনই চাঁদ চোখে পড়তো তাকে একটা সালাম দিতাম আর সবাই মিলে চিল্লাচিল্লা শুরু করতাম।

আর বড় হওয়ার সাথে সাথে আপনি যেমনটা বলেন বলেছেন আনন্দ সব লুকিয়ে গেছে দায়িত্ব অনেক মাথার উপর পড়ে গেছে।। ঈদ আসলো মনে হয় না ঈদ এসেছে।। ধন্যবাদ এত সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লেখার জন্য।।

Sort:  
 2 months ago 

ছোটবেলার ঈদের আনন্দ ছিল অন্যরকম ওই মুহূর্তগুলো আমরা কিভাবে পার করেছি নিজেরাও জানিনা তবে এখন যখন বড় হয়েছি তখন ওই সময়টাকে অনেক বেশি মিস করছি খুব ইচ্ছে করে আবারো ফিরে যেতে ঐ সময়ের মধ্যে কিন্তু চাইলেই তো আর ফিরে যাওয়া সম্ভব না ছোটবেলার ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নেয়া চাঁদ দেখা নতুন জামা পরে ঈদে যাওয়া এই মুহূর্তগুলো জীবনের সবচাইতে সুন্দর মুহূর্ত ছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।