Incredible India monthly contest of March #2| Do you acknowledge accumulating protection should be our birthright?
প্রথমে ই আমাদের এডমিন ম্যামকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি কনটেস্টের আয়োজন করার জন্য। সেই সাথে এত সুন্দর একটি বিষয় বস্তু নির্ধারণ করার জন্য।
আর হ্যাঁ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পূর্বে আমি আমার কিছু বন্ধুদের আমন্ত্রণ জানাতে চাই।। আমি আশা করি আপনারা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন এবং নিজের মতামত প্রকাশ করবেন।। @karobiamin71 , @shuhad @rubina203
Do you acknowledge accumulating protection should be our birthright? |
---|
![]() |
---|
হ্যাঁ আমি মনে করি নিরাপত্তা আমাদের জন্মগত অধিকার হওয়া উচিত।। যেখানে যেকোনো মানুষ, সমাজে স্বাধীনভাবে জীবন যাপন করতে পারবে।। বর্তমান সমাজে যে কোন মানুষই নিরাপদ নয় কারণ নিরাপদ ভাবে কোন মানুষ জীবন যাপন করতে পারছে না। বিশেষ করে শিশুরা যারা কিনা আজ সমাজে কোন ভাবেই নিরাপদ নয়।। তাই আমি মনে করি যে কোন মানুষেরই নিরাপদ সুরক্ষা জন্মগত অধিকার হওয়া উচিত।
Which lessons must we teach the tender generation about self-protection? |
---|
![]() |
---|
আত্মরক্ষা হল যেকোনো পরিস্থিতিতে নিজেই নিজেকে রক্ষা করা। যেখানে একজন ব্যক্তি অন্য কারো সাহায্য ছাড়াই নিজেকে সাহায্য করতে পারে। আর প্রতিটি মানুষের মধ্যেই আত্মরক্ষা থাকা অনেক বেশি প্রয়োজন। আর আমার মনে হয় আমাদের প্রতিটি সন্তানদের এই আত্মরক্ষা সম্পর্কে অনেক ভালোভাবে অবগত করা প্রয়োজন। কারণ আমরা যেন নিজেরাই নিজের আত্মরক্ষা করতে পারি।
✅সততা :- প্রথমেই আমাদের সন্তানদেরকে সততা সম্পর্কে শিক্ষা দেওয়া দরকার।। কারণ একজন মানুষের মধ্যে সততা সে সঠিকভাবে বেড়ে উঠতে পারবে। আর যখন একজন ব্যক্তি সৎ থাকে তখন সে অনেকাংশেই নিজেকে নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
✅ন্যায় অন্যায়:- একটি সন্তানকে ছোটবেলায় থেকে তাকে ন্যায়-অন্যায় শিখানো দরকার। কারণ একটি শিশু ছোট থেকে তাকে যেভাবেই বড় করা হবে সে সেভাবেই বড় হবে ।। তাই একটি শিশুকে ছোট থেকেই ন্যায় পরায়ন শেখানো প্রয়োজন।
✅ সত্য কথা বলা:- একটি শিশুকে ছোট থেকেই শিখানো উচিত সত্য কথা বলা। কারণ যে কোন মানুষই যদি সঠিক পথে চলে তাহলে সে কখনো খারাপ কাজ করতে পারে না।। সত্যবাদীদের মানুষ অনেক বেশি পছন্দ করে। তাই আমি মনে করি ছোট থেকেই একটি শিশুকে সত্যবাদী গড়ে তোলা উচিত।।
✅ধর্মীয় আদেশ মানা:- একটি সন্তানকে ছোট থেকেই ধার্মিক ভাবে গড়ে তোলা উচিত কারণ কোন মানুষ ধর্ম অনুযায়ী যদি জীবন যাপন করে তাহলে সে কখনো অন্যায় কাজ করতে পারে না।। তাই যেকোন সন্তানকে ছোট থেকেই ধর্মীয়ভাবে বড় গড়ে তুলতে হবে।।
How can we protect children and women(inside and outside the home)? |
---|
![]() |
---|
আমরা শিশু ও মহিলাদের সঠিক অধিকার নিশ্চিত করে সব জায়গায় সুরক্ষা দিতে পারি। কারণ আজ শিশু ও মহিলাদের সঠিক অধিকার নিশ্চিত না করার জন্য তারা সুরক্ষা নয়।। আর হ্যাঁ সমাজে শিশু ও নারীদের সুরক্ষার কথা ভাবা এবং তাদের যেভাবে সুরক্ষা দেওয়া যায় সেই ব্যবস্থা গ্রহণ করা।।
আজ সমাজ ও দেশের হাজারো নারী শিশু নির্যাতিত হচ্ছে তাই দেশের আইন আরো কঠোর করা উচিত এবং নারী ও শিশুদের নিরাপত্তার ব্যবস্থা করা উচিত।।
Do you think each country's law should be relentless regarding safeguarding children and women? |
---|
আমি অবশ্যই মনে করি প্রতিটি দেশের আইন শিশু ও নারীদের সুরক্ষা ক্ষেত্রে আরও বেশি কঠোর হওয়া উচিত।। যদিও এ ব্যাপারে দেশের আইন কঠোর হলেও বাস্তবায়নের ক্ষেত্রে এটি এখনো অনেক বেশি অবহেলিত।।
আর এই অবহেলার কারণেই আজ নারীদের নির্যাতন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।। যদি সব জায়গায় শিশু ও নারীদের সুরক্ষার আইন কঠোর বাস্তবায়ন করা হতো তাহলে শিশু নারীদের নির্যাতন ক্রমাগত কমে যেত।। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন যারা নারী ও শিশুদের নির্যাতন করে তাদের সঠিক বিচার হয় না আর এই জন্য নারীর নির্যাতন অনেক বৃদ্ধি পাচ্ছে।।
তাই আমি মনে করি নারীদের সুরক্ষার ক্ষেত্রে আইন আরো কঠোর হওয়া উচিত। যাতে তারা নিরাপদে চলাফেরা করতে পারে।।
প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ কমিউনিটির আয়োজন করা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সেই সাথে আপনি আমাকেও আমন্ত্রণ জানিয়েছেন যদিও আমি আগে থেকেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফেলেছি তার পরেও দেখলাম আত্মরক্ষার জন্য নিরাপত্তা কতটা প্রয়োজন সেটা আপনি আমাদের সাথে খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন প্রতিযোগিতায় আপনার সফলতা কামনা করছি ভালো থাকবেন।
শুনে ভালো লাগলো আপনি ইতিমধ্যেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং নিজের মতামত শেয়ার করেছেন।। ধন্যবাদ জানাই আমার কন্টেস্টের পোস্ট পড়ে কমেন্ট করার জন্য ভালো থাকবেন।।
আসলে প্রতিযোগিতার বিষয়বস্তু ভালো লাগলে এবং প্রশ্নগুলো বুঝতে পারলে আমি চেষ্টা করি আগেভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমার কাছে বিষয়বস্তু গুলো অনেক বেশি ভালো লেগেছে যার কারণে আমি আগে থেকেই অংশগ্রহণ করেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্ট পরিদর্শন করে মন্তব্য করার জন্য।