আসলেই কি অনলাইনে লাখ লাখ টাকা??

in Incredible India5 days ago

বর্তমান সময়ে প্রতিটি মানুষ অনলাইনের সাথে পরিচিত আছে। আপনি যেখানেই যান না কেন দেখবেন মানুষ এই অনলাইনের বিষয় নিয়ে আলোচনা করছে,, বুঝে হোক বা না বুঝে। সবাই মনে করে অনলাইনে লাখ লাখ টাকা ঘুরে বেড়ায় সেখানে গেলেই মানুষ লাখপতি হতে পারে। কিন্তু কেউ একবার হিসাব করে না, যে কেউ কখনো এমনি এমনি কাউকে টাকা দেয় না, সেটা অনলাইন হোক বা অফলাইন।। আপনাকে দিয়ে পরিশ্রম করেই টাকা দিবে তাছাড়া কখনো টাকা দেবে না কিন্তু এই কথাটা যেন মানুষ মানতে চায় না।।

pexels-photo-207582.jpegpexels

এইতো কয়েকদিন আগে এক বড় ভাইয়ের সাথে দেখা সে একটা চাকরি করে, বর্তমানে সে ঢাকায় অবস্থান করছে। আর দেখার পর তার সাথে কৌশল বিনিময় হয় পরে একটা জায়গায় বসে গল্প করতেছিলাম। একটা পর্যায়ে সে আমাকে অনলাইনে কথা বলতেছিল আর বলতেছিল তুমি তো অনেক টাকার মালিক,, আমি তার কথাটা শুনে একটু আশ্চর্য হলাম। পরে বললাম আপনি কিভাবে জানেন আমি অনেক টাকার মালিক। সে আমাকে বলে তুমি তো অনলাইনে কাজ করো তাছাড়া অনেকের কাছে শুনেছি।

pexels-photo-1181474.jpegpexels

পরে আমি তাকে বললাম আসলে অনলাইনে কাজ করলেই একজন মানুষ লাখপতি হতে পারে আপনার কাছে কি মনে হয়?? পরে সে আমাকে বলল, কেন অনলাইনে কি টাকা নেই আমি তো জানি অনেক টাকা অনলাইনে। পরে তাকে বললাম তাহলে আপনি অনলাইনে কাজ করেন চাকরি ছেড়ে দেন।
ঘরে বসেই তো অনলাইনের মাধ্যমে অনেক টাকা উপার্জন করতে পারবেন। সে আমার কথা শুনে একটু বিরক্ত বোধ করলো আর বলল আমি তো অনলাইন সম্পর্কে বুঝি না।

pexels-photo-221185.jpegpexels

পরে তাকে আমি বললাম যেটা বোঝেন না সেটা সম্পর্কে বলেন কেন । আর বললাম আপনি যেখানে চাকরি করছেন আপনাকে কি এমনি এমনি বেতন দিচ্ছে,, সে বলল না কাজ করার বিনিময়ে তারা আমাকে বেতন দিচ্ছে।। পরে বললাম সেরকম সব জায়গায় কেউ এমনি এমনি একটা টাকাও দেবে না। আপনাকে পরিশ্রম করে নিয়ে তারা লাভবান হয়ে সেখান থেকে কিছু অংশ আপনাকে দিবে। পরে সে আমার কথা শুনে বলল একদমই সঠিক।।

তাহলে যে আপনি আমাকে বলতেছেন আমি অনেক টাকার মালিক।। পরে সে আমাকে বলল তুমি তো অনেকদিন হয়ে অনলাইনে আছো। পরে বললাম হ্যাঁ আমি অনেকদিন হয় অনলাইনে আছি কিন্তু আপনারা যতটা মনে করেন ততটা নয়।। কিন্তু হ্যাঁ উপার্জন হয়নি সেটা বলবো না যা হয়েছে বা হচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু আপনারা যত বেশি মনে করেন ততটা না।।

পরে আমি বললাম নিজের খরচটা বহন করতে পারি এটা আমার কাছে অনেক কিছু।। আর হ্যাঁ মানুষের কথায় কখনো কান দেবেন না।। মানুষ না জেনে না বুঝে অনেক কথাই বলবে কিন্তু বাস্তবিক ভাবে এটা কতটুকু সঠিক সেটাই কথা। পরে তার সাথে আরও বেশ কিছু সময় গল্প করি পরে সে বুঝতে পারে আসলে অনলাইনে পরিশ্রম না করলে উপার্জন সম্ভব না।।

Sort:  

আসলে কিছু মানুষ আছে, যারা সব সময় মনে করে অন্যরা হয়ত অনেক টাকা ইনকাম করতেছে। আর অনলাইনের কথা শুনলে তো কিছু মানুষ মনে করে টাকা উড়ে বেড়ায় শুধু ধরতে হয়। যাই হোক, আমাদের সবার উচিত অন্যদের জায়গাগুলো সহজ না৷ কোনো কিছুই এমনি এমনি আসে না কষ্টের পরেই আসে। পোষ্টটা পরে অনলাইন সম্পর্কে অন্যদের ধারণা সম্পর্কে জানতে পারলাম।ধন্যবাদ পোষ্টটা আমাদের সাথে শেয়ার করার জন্য।

Loading...
 4 days ago 

আপনার পোস্টটি সত্যিই অনেক বাস্তবিক এবং সময়োপযোগী। অনেকেই মনে করেন অনলাইনে টাকা আয় করা সহজ, কিন্তু বাস্তবে সেটা পরিশ্রমের ব্যাপার। আপনি যা বলেছেন, তা সঠিক। পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না। ধন্যবাদ এভাবে আমাদের ভুল ধারণা ভাঙার জন্য! ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য সব সময় শুভকামনা রইল ভাই, আল্লাহ হাফেজ।

 4 days ago 

আসলে বর্তমান সময়ে আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা কান কথা শুনতে অনেক বেশি পছন্দ করে এই মানুষগুলোকে আমি মোটেও দুই চোখে দেখতে পারি না সত্য কথাটাই আজকে আপনার কমেন্টের মাধ্যমে বললাম কিছু মানুষ জানে আমি অনলাইনে কাজ করি আপনার মত করেই হঠাৎ করে আসে আর আমার কাছে বলে তোমার কাছে তো অনেক টাকা লাখ লাখ টাকা মাস শেষে ইনকাম করো তুমি তো অনেক কিছু করতে পারবে।

এই কথাগুলো যখন শুনি তখন অনেক বেশি খারাপ লাগে আর মনে মনে চিন্তা করি এদেরকে আসলে কি বলা উচিত কিছু মানুষের সাথে কথা না বলে চুপ করে থাকি আবার কিছু মানুষের সাথে কথা না বললেই নয় যেটা অনেক বেশি খারাপ লাগে যেমনটা আজকে আপনি আপনার বড় ভাইয়ের সাথে বলেছিলেন।

অনলাইনে আমরা অনেকদিন ধরেই আছি, টাকা ইনকাম হয় এটাও বাস্তব কিন্তু এত টাকাও ইনকাম হয় না যেটা দিয়ে আমরা আমাদের পুরো একটা ফ্যামিলি পরিচালনা করতে পারব প্রতিটা জায়গায় আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কোন মানুষ আজ পর্যন্ত সফল হয়েছে এমন কোন গল্প আমি আজ পর্যন্ত শুনতে পাইনি।

তবে হ্যাঁ এটা আমি বিশ্বাস করি আমরা মোটামুটি চলতে পারি একটা জায়গায় যখন আমরা কাজ করতে করতে অনেক দূর এগিয়ে যাব তখন কিন্তু আমাদের একটা অবস্থান তৈরি হবে তখন আমাদের ভালো ইনকাম হবে কিন্তু তার জন্য আমাদেরকে প্রতিনিয়ত পরিশ্রম করতে হবে অনলাইন থেকে লাখ লাখ টাকা ইনকাম করা যায় তবে সেই জায়গা পর্যন্ত আমাদেরকে পৌঁছাতে হবে মানুষের কান কথা না শুনে নিজের কাজ সঠিকভাবে করাটাকে উত্তম বলে আমি মনে করি।

 3 days ago 

আমাদের মাঝে অনেকেরই ধারণা রয়েছে যে অনলাইনে কাজ করা মানেই লক্ষ লক্ষ টাকা উপার্জন করা। এটাও ভুল না না যে ,এখান থেকে অনেক টাকা উপার্জন করা যায় না। কিন্তু সেটা সবার জন্য না। সেজন্য চাই যথাযথ শিক্ষা এবং সাথেসাথে প্রচুর সময়ও দিতে হয়। যা সবার ক্ষেত্রে প্রযোজ্য না।
চমৎকার একটা সময়োপযোগী লেখা প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।