প্রয়োজনে কাউকে পাশে পাওয়া যায় না

in Incredible India2 months ago
pexels-photo-109919.jpegpexels

জীবনে চলার পথে মানুষ কখনো একা বসবাস করতে পারে না। পরিবার আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশী সকলকে নিয়ে,, মানুষ পৃথিবীতে বসবাস করে থাকে। কিন্তু জীবনে চলার পথে অনেক সময় অনেক কারণে অনেক মানুষের প্রয়োজন হয়ে থাকে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন অনেক সময় প্রয়োজনে আমরা কাউকে পাশে পাই না। তখন আমাদের অনেক রাগ বা অভিমান হয় অনেকের উপর কারণ সেই মুহূর্তে সেই ব্যক্তিকে অনেক বেশি প্রয়োজন পড়ে।

pexels-photo-1011160.jpegpexels

পৃথিবীতে কোন মানুষ একা কখনো বসবাস বা সামনে এগিয়ে যেতে পারবে না। কারো না কারো সাহায্য বা কারো না কারো পরামর্শে একজন মানুষ জীবনে অনেক কিছু করতে সক্ষম হয়। কিন্তু এই পরিস্থিতিতে কারো সাহায্য বা কারো পরামর্শ আমরা চাইলেও পাই না। ‌ আর প্রয়োজনে আমরা সেটা না পাওয়ার জন্য অনেক সময় জীবনের মোড় যেন ঘুরে যায়।

আমি আমার জীবনের ছোট্ট একটা ঘটনা বলি। যখন আমি এসএসসি পরীক্ষায় পাস করি তখন আমাকে অনেকেই অনেক পরামর্শ দেয় অনেক জায়গায় ভর্তি হওয়ার জন্য। কিন্তু আমি কোনভাবেই সঠিক পরামর্শ পাচ্ছিলাম না। অথচ আমার বন্ধুরা সঠিক মানুষের পরামর্শে সঠিক জায়গায় ভর্তি হওয়ার পরিকল্পনা করে ফেলেছে। ।

pexels-photo-4100419.jpegpexels

বেশ কয়েকজনের পরামর্শে আমি অনার্স করার পরিকল্পনা নেই।। আর যখন অনার্সে ভর্তি হয়ে যায় তখন একজন আমাকে পরামর্শ দেয় তুমি অনার্স না করে ভার্সিটিতে ভর্তি হওয়ার প্রিপারেশন নিতে পারতে এবং তিনি আরো কিছু গাইডলাইন আমাকে দেয়। দুর্ভাগ্যশত ইতিমধ্যেই আমি অনার্সে এডমিসন হয়ে গেছি। আর তখন আমি ভাবতেছিলাম যদি ওনার সাথে আমার আগে দেখা হতো তাহলে নিশ্চয়ই আমি ভার্সিটির জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারতাম।

আসলে কিছু কিছু মানুষের,, নিজেদের ট্যালেন্ট দ্বারা অন্য ব্যক্তিরা সামনের দিকে এগিয়ে যেতে পারে কিন্তু সেই এগিয়ে যাওয়াটা তার পক্ষে অনেক বেশি কঠিন হয়। প্রতিটি মানুষের একটা জিনিস মাথায় রাখা উচিত যে মানুষ একটি সামাজিক জীব। আর এই সামাজিক জীবের অনেক দায়িত্ব থাকে সেটা সমাজের প্রতি হোক বা অন্যান্য মানুষের প্রতি। আমরা যদি মানুষের সাহায্য নিয়ে সামনের দিকে সৎ ভাবে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে অনেক ভালো কিছু করতে পারবো।।

যদি আমাদের খারাপ পরিস্থিতির সময় আমাদের কাছের মানুষ বা বন্ধুরা পাশে না থাকে। তাহলে তারা কখনো আমাদের প্রিয় মানুষ হতে পারে না। প্রিয় মানুষ তারাই যারা কিনা খারাপ পরিস্থিতির সময় নিঃস্বার্থভাবে পাশে দাঁড়াবে সাহায্য করবে। আর এই খারাপ সময় যে ব্যক্তি গুলো পাশে থাকবে তারাই হলো জীবনের সবচাইতে প্রিয় মানুষ।

এইজন্য আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে যারা কিনা খারাপ সময় দূরে সরে যায় এবং বিভিন্ন অজুহাত দেখায় তাদের মত মানুষ আমাদের জীবনে না রাখাই ভালো। যারা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারবে এবং প্রয়োজনে অপ্রয়োজনে পাশে থাকবে এরকম মানুষই জীবনে রাখা দরকার।।

Sort:  
 2 months ago 

আমরা মানুষ তাই একে অপরের সাহায্য ছাড়া বা বেঁচে থাকা বা কোন কিছু করা অসম্ভব, কারো সাহায্য নিতেই হবে সেটা হতে পারে কাছের মানুষ কিবা দূরের মানুষ,,

তবে আমি একটা জিনিস আমার ক্ষেত্রে দেখেছি প্ররোজনের সময় কাছের মানুষগুলোকে কাছে পাওয়া যায় না তখন অচেনা মানুষের কাছ থেকে চাইলেও হেল্প নেওয়া যায়।
তাই আমার মনে হয় বিপদে যদি বন্ধুর পাশে বন্ধু না থাকে তাহলে সে প্রকৃত বন্ধু হতে পারেনা।। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে ধন্যবাদ।

 2 months ago 

এরকমটা অনেকের সাথেই ঘটে থাকে যে প্রয়োজনের সময় কাছের মানুষগুলোকে পাওয়া যায় না আর ওই সময় অন্য মানুষদের সাহায্য নিতে হয়।। ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য ভালো থাকবেন।।

Loading...
 2 months ago 

সবাই সুখের ভাগ নিতে চায় দুঃখের ভাগ কেউ নিতে চায় না, আত্মীয়-স্বজন প্রিয়জন যেটাই বলেন না কেন সবাই প্রয়োজন আপনাকে ব্যবহার করবে, তবে আপনার প্রয়োজনে আপনি খুব একটা মানুষ কাছে পাবেন না এটাই বাস্তবতা। তাই মানুষের প্রতি খুব বেশি চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা রাখতে নেই তা না হলে জীবনে অশান্তির পরিমাণটাই বেড়ে যায়।

 2 months ago 

এটা চিরন্তন সত্য যে সুখের সময় সকলকে পাওয়া যায় কিন্তু দুঃখের সময় কাউকে পাওয়া যায় না।। সবাই শুধু ব্যবহার করার জন্যই প্রস্তুত থাকে এবং সাহায্য করার জন্য না। ধন্যবাদ মন্তব্য করার জন্য ভালো থাকবেন।।

 2 months ago 

জীবনের এই বাস্তব কথাগুলো সত্যিই আমাদের ভাবায়। খারাপ সময়ে পাশে থাকা মানুষই প্রকৃত আপনজন, আর সঠিক পরামর্শ পেলে জীবন অনেক সহজ হয়। আপনার অভিজ্ঞতাগুলো শিক্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ক। শুভকামনা রইল।

 2 months ago 

জীবন কখনো এক ভাবে যায় না কখনো সমস্যা কখনো ভালো এই ভাবে অতিবাহিত হয়।। কিন্তু সমস্যা সময় যদি আপন মানুষগুলো কাছে না থাকে তখন সত্যি অনেক বেশি কষ্ট হয়।। ধন্যবাদ মন্তব্য করার জন্য।।

 2 months ago 

প্রয়োজন খুবই ছোট্ট একটা সন্তান আজকের আপনার টাইটেল বাস্তবতা টা খুব সামনে নিয়ে আসলো আসলে পরিবারের এমন কিছু মানুষ আছে যারা কিনা প্রতিনিয়ত আশা দিয়ে থাকে যদি কখনো প্রয়োজন হয় আমাকে নক করো চেষ্টা করব সাধ্যমত তোমাকে সাহায্য করার।

কিন্তু দিনশেষে যখন তাদের আমাদেরকে প্রয়োজন হয় তারা ঠিকই আমাদের কাছ থেকে তাদের কাজ করিয়ে নেয় কিন্তু যখন আমাদের তাদের প্রয়োজন হয় তখন তারা বাস্তবতাটা ঠিকই দেখিয়ে দেয় আপনি ঠিকই বলেছেন প্রয়োজনের সময় আপনি বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন কাউকেই কাছে পাবেন না তাই নিজে একা একা কিছু করার চেষ্টা করেন যেদিন সফল হবেন সেদিন দেখবেন সবাই আপনার কাঁধে হাত তুলে বলবে আরে ছোট ভাই কেমন আছিস।

 2 months ago 

চমৎকার কথা বলেছেন আমাদের সাথে অনেকেই এরকম করে থাকে যে কোন সমস্যায় পড়লে নির্দ্বিধায় বলিও কিন্তু দিনশেষে এরাই সবচাইতে বেশি অজুহাত দেখায়।। ধন্যবাদ আপু এত চমৎকারভাবে কমেন্ট করার জন্য ভালো থাকবেন।।

 2 months ago 

আসলে কি জানেন এই সমস্যাগুলো আমাদের আপন মানুষ গুলোই করে থাকে তারা আমাদেরকে আশ্বাস দেয় তুমি যে কোন কাজ করতে পারো যদি কখনো টাকা-পয়সা কিংবা কোন কিছুর প্রয়োজন হয় তাহলে আমি নির্দ্বিধায় তোমাকে সাহায্য করবো কিন্তু দিনশেষে যখন আমরা বিপদে পড়ি তখন তাদের অজুহাতের যেমন শেষ থাকে না তাদের কাছে কল করলে কল রিসিভ হয় না এসএমএস করলে সিন করার সময় পায় না তাই আমি মনে করি নিজের দৈনন্দিন জীবনের ইনকাম থেকে একটা পরিমাণ টাকা অবশ্যই জমা করা উচিত ধন্যবাদ চমৎকার মন্তব্যের রিপ্লাই দেয়ার জন্য।

 2 months ago 

ভাই আপনার লেখার প্রথম লাইনটা পড়ে আমার কাছে বেশ ভালো লাগলো। এটা আমার সাথে একবার দুবার নয় বহুবার হয়। প্রয়োজনে অনেক অনেক মানুষকে আমি আমার পাশে পাইনি। তখন তাদেরকে প্রচুর অনেক দরকার ছিল আমার পাশে তখন তাদেরকে পাইনি। সমাজের সব ধরনের মানুষকে নিয়ে আমাদের বসবাস। আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী ও বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আমাদের বসবাস করতে হয়। এটা ঠিক এ ছাড়া একটা সমাজ গঠন হয় না। তবে যখন প্রয়োজনে কাউকে পাশে না পাওয়া যায় তখন অনেক কষ্ট হয়। অনেক খারাপ লাগে যখন কাউকে পাশে না পেয়ে একা একা মন খারাপ করে বসে থাকতে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি লেখা আমাদের উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 months ago 

কোথায় আছেনা যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় অনেকটা এরকম।। শুনে খারাপ লাগলো আপনার সাথে এটা একাধিকবার ঘটেছে।। জীবনে চলার পথে আমরা এরকম অনেক কিছু সম্মুখীন হই যেটা আমাদের অনেক শিক্ষা দিয়ে যায়।।

 2 months ago 

খারাপ লাগলো ভাই এটাই বাস্তবতা সত্যি কথা বলতে তো আর লজ্জা নেই। মানুষ স্বার্থ ছাড়া কিছুই বুঝে না যার যেখানে স্বার্থ রয়েছে সে সেখানেই বেশি মূল্য ও সময় দিবে।