You are viewing a single comment's thread from:
RE: Incredible India poetry contest | week 2 hosted by: @mamun123456 Topic: "memories and time"
প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। সত্যি কথা বলতে মানুষ তার জীবনে এই মানুষটাকে অনেক বেশি মনে রাখে যে মানুষটাকে সে অনেক বেশি ভালোবাসে আপনার দাদু যখন এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছিল তখন আপনি তার পাশে থাকতে পেরেছেন এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। সত্যিই আমি অবাক হয়েছি আপনার দাদু কিভাবে মৃত্যুর কিছুক্ষণ আগে খাতা-কলমে লিখেছিল। তিনি হয়তো বা আপনাদের কে বোঝাতে চেয়েছে আমরা সবাই যেন মিলেমিশে একসাথে থাকেন যাতে করে তার পরিবারে কোন সমস্যা না হয়। যাইহোক প্রতিযোগিতায় আপনার সফলতা কামনা করছি ভাল থাকবেন। প্রিয় মানুষের সম্পর্কে লিখতে পেরে নিশ্চয়ই আপনার মনে কিছুটা প্রশান্তি এসেছে। যতটুকু আপনার পোস্ট পরিদর্শন করে বুঝতে পারলাম।