You are viewing a single comment's thread from:

RE: Incredible India monthly contest of March1 by @tanay123 | Family

in Incredible India12 days ago

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে প্রতিযোগিতার আয়োজন করার জন্য। সামাজিক জীব আমরা পরিবারে বসবাস করি আর পরিবার নিয়ে আমাদের মনের অনুভূতি একটু অন্যরকম। আমি চেষ্টা করেছি নিজের মতো করে পরিবার নিয়ে নিজের মনের অনুভূতি শেয়ার করার জন্য।
আমার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার লিংক নিচে দেয়া হলো।

https://steemit.com/hive120823/@rubina203/incredible-india-monthly-contest-of-march1-by-tanay123-or-family

Sort:  
 12 days ago 

প্রথমেই আপনাকে অনেক ধন্যবাদ জানাই কনটেস্টে অংশগ্রহণের জন্য। আমরা প্রত্যেকে পরিবারের সাথে সংযুক্ত। পরিবার ছাড়া এক মুহূর্ত আমরা চলতে পারি না। একে অপরের প্রতি একটু ভরসা, একটু ভালোবাসা আর আস্থাশীলতার নাম ই বোধ হয় পরিবার। ভালো থাকবেন।

 12 days ago (edited)

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা বিষয় প্রতিযোগিতার নির্বাচন করার জন্য আসলে পরিবার ছাড়া আমরা কেউ চলতে পারি না। তবে আমাদের আস্থার আরেকটা নাম হচ্ছে পরিবার। যেখানে ভালোবাসা সবার প্রতি সহমর্মিতা একে অন্যের খোঁজ রাখা এর চাইতে বড় পাওয়া আপনি আর কোথায় পাবেন বলেন।

 12 days ago (edited)

@rubina203 আমি জানিনা কোথা থেকে আপনি এটা জেনেছেন যারা পরিবারের সাথে থাকে না তাদের সন্ন্যাসী বলা হয়!
তাহলে যারা বিদেশে পড়তে যায়, অথবা এখানেও অনেক ছেলে মেয়েরা বাড়ির বাইরে থাকে চাকরি সূত্রে, তারাও কি তাহলে সন্ন্যাসী?
আই অ্যাম তো অবাক! আপনারা মন্তব্য পড়ে!🤔

 12 days ago 

আমারই ভুল হয়েছে দিদি আসলে বিষয়টা এমন না হয়ে অন্যরকম হওয়া উচিত ছিল।আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়টা আমাকে কমেন্টের মাধ্যমে জানানোর জন্য ভালো থাকবেন।