চেষ্টা করলে সবই সম্ভব আজকে আপনার পোস্ট পড়ার পর বুঝতে পারলাম আসলে আমরা চেষ্টা করি না। আমরা অজুহাত দিতে অনেক বেশি পছন্দ করি। ওই যে অজুহাত দিলে যে কাজ হয়ে যায় সে কারণেই হয়তো বা আমরা এখন আর চেষ্টা করে কোন দিকে নিজেদের সফলতা অর্জন করার প্রয়াস করি না। তবে আপনি ঠিকই বলেছেন চেষ্টা করলে মানুষ অনেক কিছুই করতে পারে আপনি চার ধরনের মানুষের উদাহরণ দিয়েছেন।
জীবন যুদ্ধে বেঁচে থাকার চেষ্টা করতে হবে হাত না থেকেও সফলতা অর্জন করেছে টা টা কোম্পানির মধ্যে একজন মহিলা ইঞ্জিনিয়ার হয়েছে এটা ভেবেই তো অনেক বেশি অবাক হচ্ছি। আপনার পোস্ট থেকে অবশ্যই আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত কখনো অজুহাত নয় বরঞ্চ চেষ্টা করার মাধ্যমেই সফলতা অর্জন করা হয়। অসংখ্য ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভালো থাকবেন।
একেবারেই সঠিক কথা বলেছেন, যদি অজুহাতের ঊর্ধ্বে উঠে আমরা ভাবতে শিখি তাহলে কোনো কিছুই অসম্ভব নয়, চেষ্টা চালিয়ে গেলে একদিন না একদিন সুযোগ সৃষ্টিকর্তা ঠিকই দেবেন বলে আমি বিশ্বাস করি।
তবে, যারা ভাগ্যে নেই অথবা আমার দ্বারা হবেনা ভেবে পিছিয়ে পড়েন, তাদের জন্য ছিল লেখাটি।
বিগত দিনের অনেক কিছুর চেষ্টা যখন করিনি বর্তমান সময়ে দাঁড়িয়ে শুধুমাত্র আফসোস করতে হচ্ছে। মনে মনে চিন্তা করছি যদি একটু চেষ্টা করতাম তাহলে আমিও সফল হতে পারতাম বর্তমানে অনেকের সফলতার গল্প এসএমএস আমার কাছে আসে কিন্তু কিছুই করার নেই। আমাদের অজুহাত দেখানো মোটেও ঠিক না। যত বেশি অজুহাত দেখাবো তত বেশি পিছিয়ে থাকবো। তাই এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আর অজুহাত নয় নিজের কাজকে সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য অবশ্যই আবারো চেষ্টা করব।