আসলে বর্তমান সময়ে রোদের পরিমাণটা অনেক কম তবে বলবো এই রোজা আলহামদুলিল্লাহ ভালো না পানির পিপাসা লাগে না বেশি ক্লান্ত লাগে তবে অলসতার মধ্যে কখনোই দিনভর করবেন না শুয়ে বসে দিন পার করলে রোজা সমস্যা হয় যতটুকু আমি হুজুরের ওয়াজের মধ্যে শুনলাম।
ফাল্গুন মাস শেষ হয়ে যাচ্ছে বিশেষ করে লাউ গাছের ডগা সাধারণত শীতকালের সময় ভালো থাকে এরপর থেকে একটু একটু করে মরে যাওয়া শুরু হয় এখন ফাল্গুন মাস শেষ হয়ে যাচ্ছে তাই হয়তোবা এমন হচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনারা অলসতা আমায় একটা দিনের গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।