You are viewing a single comment's thread from:

RE: Incredible India Community Updates for January 2025

in Incredible India10 days ago

আপনি অনেক বছর ধরে এই প্লাটফর্মে কাজ করে যাচ্ছেন। এই প্লাটফর্ম এর প্রতি আপনার ভালোবাসা এই কমিউনিটির প্রতি আপনার ভালোবাসা। আমি বলব একেবারেই অন্যরকম, আপনি সর্বদাই চেষ্টা করেন সবাইকে সঠিক তথ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।

আমার মনে হয় যারা সঠিক গাইডলাইন মেনে প্রতিনিয়ত, এখানে নিজেদের এংগেজমেন্ট বৃদ্ধি করে কাজ করতে পারে। তারা কিন্তু দিনশেষে অবশ্যই সফল হতে পারে। আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। যদি আপনাদের কাছ থেকে সঠিক গাইডলাইন না পেতাম।

এই কমিউনিটি আমাদের জন্য আশীর্বাদ আমাদের প্রত্যেকের উচিত, এই কমিউনিটির মুখ উজ্জ্বল করার জন্য প্রতিনিয়ত কমিউনিটির আপডেটগুলো ফলো করে, অন্ততপক্ষে নিজেদের এনগেজমেন্ট গুলো বৃদ্ধি করা। এতে করে যেমন আমাদের কমিউনিটি হাইলাইট হবে। আপনি যখন আপনার এনগেজমেন্ট বৃদ্ধি করবেন, তখন আপনি নিজেও হাইলাইট হবেন। অতএব নিজেদের পরিবার এবং নিজেকে এখানে টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত পরিশ্রম করুন। অসংখ্য ধন্যবাদ জানুয়ারি মাসের আপডেট আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

Sort:  

Congratulations!

Your comment has been supported by THE PROFESSIONAL TEAM. We support quality posts, Original quality comments anywhere, and any tags


1000048570.png

 9 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেয়ার জন্য আপনাদের একটু সাপোর্ট আমাদেরকে নতুন করে কাজ করতে উৎসাহ দেয় ভালো থাকবেন।