You are viewing a single comment's thread from:
RE: "The weekly job I concluded being a Co-Admin"
আমি মনে করি শুধুমাত্র এই প্লাটফর্মে নয়। আপনার দৈনন্দিন জীবনেও আপনি যদি আপনার সময়ের কাজ সঠিকভাবে সম্পূর্ণ করতে পারেন। দিনশেষে আপনার আর কাজের বোঝা অনেক বড় মনে হয় না। আমরা যদি আমাদের কাজগুলোকে জমিয়ে রাখি, তাহলে কিন্তু অনেক বড় পরিমাণে দেখা যায়।
এই প্লাটফর্মে কাজ করতে গেলে এংগেজমেন্ট এর গুরুত্ব অপরিসীম। আমাদের এংগেজমেন্ট যত ভালো হবে, আমরা কিন্তু এই প্লাটফর্মে মানুষের কাছে তত পরিচিতি লাভ করতে পারব। তাই আমি সবাইকেই অনুরোধ করবো, নিজেদের এনগেজমেন্ট সঠিকভাবে বৃদ্ধি করুন এবং এই প্লাটফর্মে নিজের একটা অবস্থান তৈরি করুন। আপনি চমৎকার ভাবেই আপনার গত সপ্তাহের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ ভালো থাকবেন।
একথা একদমই সঠিক যে, দিনের কাজ দিনে না করে পরের দিন শেষ করার পরিকল্পনা করলে, তা কখনোই শেষ করা সম্ভব হয় না। একথা পড়াশোনা করাকালীন মাও বহুবার বলতো। সত্যিই এই প্লাটফর্মে এনগেজমেন্টর গুরুত্ব অপরিসীম, আর যারা সেটা জানেন তারা অবশ্যই সেদিকে নিজেদের চেষ্টা অব্যাহত রাখেন। অসংখ্য ধন্যবাদ আমার কার্যক্রম সংক্রান্ত সাপ্তাহিক রিপোর্ট পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।