You are viewing a single comment's thread from:

RE: "The weekly job I concluded being a Co-Admin"

in Incredible India28 days ago

আপনার দিনগুলো হসপিটাল আর বাড়ির মধ্যে কেটে যাচ্ছে। আসলে পরিবারের মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন তাদেরকে সেবা করতে করতে, একটা সময় দেখা যায় নিজের মধ্যেও একটা অসুস্থতা চলে আসে। বিগত প্রায় দুই বছর আপনার সাথে যুক্ত আছি। এই দুই বছরে দেখলাম প্রায় সময় বেশিরভাগ আপনি হসপিটালে কাটিয়েছেন। জানিনা আপনার জীবনের বাকি দিনগুলো কিভাবে যাবে। তবে দোয়া করি যেন সবসময় সমাধান মিটিয়ে আপনি আবারও সাধারণ জীবন যাপন করতে পারেন।

নিজের পরিবারের পাশাপাশি কমিউনিটির কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ করা, এটাও একটা দায়িত্ব। আসলে অনেকেই কি করে প্রতিযোগিতার অংশগ্রহণ করে কিন্তু তার নিয়মাবলী সঠিকভাবে পড়ে না। এটা করা মোটেও ঠিক না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার একটা সপ্তাহের কার্যক্রম আমাদের সাথে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

Sort:  
 26 days ago 

বিগত দুই তিন বছরে জীবনের খুব কাছের মানুষ গুলোকে মৃত্যুর সাথে লড়াই করতে দেখেছি, ঠাকুমাকে হারিয়েছি। এই কমিউনিটিতে নিজের লেখা শেয়ার করার সুবাদে তা আপনি জেনেছেন। শারীরিক ভাবে ঠিক থাকলেও, মানসিক ভাবে ভেঙে পড়েছি বহু বার। এমনই এই মানসিক অবস্থার মধ্যে দিয়েই বর্তমানে যাচ্ছি। তবুও চলতে থাকার নামই জীবন। একদম ঠিক বলেছেন অনেকেই প্রতিযোগিতা উল্লেখিত নিয়মাবলী পড়েন না, ফলত ভুল চোখে পড়ে। ধন্যবাদ আপনাকে আমার রিপোর্টটি পড়ার জন্যে। ভালো থাকবেন।