You are viewing a single comment's thread from:

RE: শর্ত বিহীন ভালোবাসা - unconditional love!

in Incredible India8 months ago

আসলে একটা কুকুর মানুষের চাইতে অনেক বেশি ভালোবাসার মানুষ হয়ে ওঠে। কেননা তাদেরকে একটু ভালোবাসা দিলেই তারা আমাদেরকে অনেক বেশি আগলে রাখার চেষ্টা করে। অনেকের মুখেই শুনেছি মানুষকে বন্ধু না বানিয়ে কুকুরকে বন্ধু বানানো উচিত, কারণ সে নিজের মনিবের জন্য জীবনটা দিতেও প্রস্তুত থাকে।

আপনার মাসিমার কুকুরটা অনেকটাই সেইরকম। আপনার কাছ থেকে ভালোবাসা পেয়ে সে এখন আপনার কোলে ওঠার জন্য বায়না ধরেছে। হয়তোবা মুখে বলে প্রকাশ করতে পারেনা, তারা মানুষকে কতটা ভালোবাসে। কিন্তু তাদের অঙ্গী ভঙ্গি প্রকাশ করে, যে তারা মানুষের জন্য তাদের জীবনটা দিতেও প্রস্তুত থাকে।

বর্তমান সময়ের মানুষ বড়ই স্বার্থপর স্বার্থ ছাড়া কেউ কারো সাথে কথা বলে না, কারো উপকার করা তো দূরের কথা। কোন জিনিস প্রয়োজন না হলে সেটাকে ফেলে দিতে তিনবার চিন্তা করে না এটা বাস্তব, আর কেউ নিজের ইচ্ছায় কোন কিছু শিখতে চায় না। শুধুমাত্র যখন প্রয়োজন হয় তখনই কিন্তু শেখার আগ্রহ প্রকাশ করে। ধন্যবাদ বাস্তব জীবন নিয়ে এত সুন্দর একটা লেখা আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।