You are viewing a single comment's thread from:

RE: An evening - একটি বিকেল!

in Incredible India2 months ago

যারা টেলিভিশন দেখতে ভালোবাসে তাদের জন্য নিত্যদিনের সঙ্গী হিসেবে এটাই কিন্তু যুক্ত থাকে।যেহেতু আপনার পরিবারে বা ফ্যামিলির মধ্যে আর কেউ নেই। তাই আপনার নিত্যদিনের সঙ্গী এই টেলিভিশন। যেটা নষ্ট হওয়ার কারণে আপনার কাছে অনেক বেশি খারাপ লেগেছে।

তবে আপনি সেটাকে খুব দ্রুত ঠিক করে নিয়েছেন জানতে পেরে ভালো লাগলো। তার চাইতে আপনার খরচ অনেক বেশি হয়েছে। আসলে আমরা নিত্যদিন চলতে গেলে আমাদের খরচ লাগবে এটা স্বাভাবিক। নিজের বাজার করার পরে আপনি আবার আপনার পছন্দের কেক নিয়েছেন।

চাঁদের পাহাড় এই ছবিটা আমি সামান্য পরিমাণে দেখেছিলাম আমার ভাইয়ের মোবাইলে, কিন্তু কখনো দেখা হয়নি পরিপূর্ণভাবে। আজকে যখন আপনার পোস্ট করে বুঝতে পারলাম ছবিটার মূল উদ্দেশ্য। তখন অবশ্যই ছবিটা দেখার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জীবনের খানিকটা অংশ আমাদের সাথে তুলে ধরার জন্য। ভালো থাকবেন।

Sort:  
 2 months ago 

টেলিভিশন নয়, কিছু তার খারাপ হয়ে গেছিল। আর, টেলিভিশন আমি দেখি কোন শুনি বেশি!🤣
ঐটি আমার মস্তিষ্ককে বোকা বানাবার প্রয়াস মাত্র।

যাতে আমার মন অথবা মাথা এটা না বুঝতে পারে, আমি একা আছি।
তবে, যদি আমার কানে কোনো পছন্দের বিষয় পৌঁছোয়, তবে সেটা চোখ দেখতে চায়, যেমন গতকালের ছায়াছবি চাঁদের পাহাড়।

আমি কোনোদিন ওই কুটকাচালী ফ্যামিলি পলিটিক্স ছায়াছবি সিরিয়াল দেখিনা।
এমনকি অবাস্তব ভালোবাসার ছায়াছবি অথবা সিরিয়াল আমার পছন্দের তালিকা বহির্ভূত।

তার চাইতে রহস্যে ঘেরা বিষয় আমাকে বেশি আকর্ষিত করে।
মেকআপ করে চোখে জল, ঘুমাতে যাওয়া দেখলে আমার হাসি পায়।

তার চাইতে এডভেঞ্চার, রহস্যে ঘেরা বিষয়বস্তু আমি বেশি পছন্দ করি।