RE: Steem engagement challenge-S12/W2|I would love to prefer-"A Village lifestyle"
প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি গ্রামীণ জীবন বেছে নিয়েছেন। কেন আপনি গ্রামীন জীবন বেশি নিয়েছেন,,, সেই বিষয়টা আপনি বিস্তারিত আমাদের সাথে আলোচনা করেছেন। আসলে আমি নিজেও গ্রামে বাস করি। গ্রামে বাস করার মধ্যে একটা স্বাচ্ছন্দ আছে,, সেটা হয়তোবা সবাই উপভোগ করতে পারেনা।
আপনি গ্রামের কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। সকালে সূর্য ওঠা,, গ্রামে পাটখড়ি শুকানোর একটা দৃশ্য আমি দেখতে পেলাম। এরপরে গাছ থেকে তাজা পেড়ে নিয়ে আসা আমড়া ফল,,, আসলে আমরা গ্রামে যারা বসবাস করি। তারা একদম ফরমালিন মুক্ত ফলমূল খেতে পারে,, ফরমালিন মুক্ত আম খেতে পারি,, ফরমালিনমুক্ত মাছ খেতে পারি। এটা আমাদের জন্য কতটা সৌভাগ্যের,, সেটা হয়তোবা আমি বলে বোঝাতে পারবো না।
অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।