Better Life With Steem || The Diary game || 14 January 2024 ||

in Incredible India3 days ago
Picsart_25-01-15_19-46-27-175.jpg

অনেকেই বলে আমাদের কপাল খারাপ। আসলে আমি মনে করি যেই কপালে আমার মা চুমু খেয়েছে। সেই কপাল কখনো খারাপ হতে পারে না। আপনি হয়তো বা আপনার ভাগ্যকে দোষারোপ করতে পারেন কিংবা আপনি আপনার পরিশ্রমকে দোষারোপ করতে পারেন।এখন হয়তোবা অনেকেই বলবে কিভাবে পরিশ্রমকে দোষারোপ করব। আপনি পরিশ্রম করছেন না তাহলে আপনার ভাগ্য পরিবর্তন কিভাবে হবে? আপনার পরিশ্রম যত বেশি মজবুত হবে, আপনার ভাগ্য তত দ্রুত বদলে যাবে। আর আপনার ভাগ্য যখন বদলে যাবে। তখন আপনি নিজে থেকেই বলবেন আমার কপালটা অনেক ভালো।🤔

IMG_20250114_194438_863.jpg
IMG_20250114_194438_602.jpg
IMG_20250114_194438_270.jpg

প্রতিটা ব্যক্তি প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় পরিশ্রম করা উচিত। আমাদের জীবন থেকে যেই সময়টা চলে গেছে। সেটা হাজার চেষ্টা করেও যেমন ফিরে পাবো না। ঠিক তেমনি আমাদের সামনের সময় টাকে একটা সেকেন্ড অপচয় না করে, কাজে লাগানো টা আমাদের প্রত্যেকের লক্ষ্য হওয়া উচিত। তাই আসুন পরিশ্রম করি নিজেদের ভাগ্যটা কে পরিবর্তন করি এবং নিজেদেরকে সবার সামনে এমন ভাবে উপস্থাপন করি! যেন সবাই আপনাকে দেখে সালাম দিতে বাধ্য হয়।

আলহামদুলিল্লাহ নতুন একটা সকালের দেখা পেয়ে অনেক বেশি আনন্দিত! আমি এখনো এই পৃথিবীতে বেঁচে আছি এর জন্য অবশ্যই শুকরিয়া আদায় করে নিয়েছিলাম সৃষ্টিকর্তার কাছে! বাহিরে প্রচন্ড পরিমানে কুয়াশা, ঠান্ডার পরিমাণটাও বেড়ে গেছে দ্বিগুণ বের হওয়ার পর, ওযু করে নামাজ পড়বো পানির মধ্যে হাত দিয়েছি! মনে হচ্ছে ঠান্ডায় হাত কেটে যাচ্ছে,🙄 কিছুই করার নেই অজু করে এসে ফজরের নামাজ আদায় করে নিলাম। কিছুটা সময় নামাজের বিছানায় পার করলাম।

IMG_20250114_194438_880.jpg
IMG_20250114_194438_528.jpg
IMG_20250114_194438_847.jpg

আজকে সকালে ঠান্ডা ভাত ছিল অনেক। তাই চিন্তা করলাম বেশ কয়েক ধরনের ভর্তা তৈরি করলে কেমন হয়? তাই আমি যেটা করলাম আলু ভর্তা তৈরি করলাম সিম দিয়ে মাছ ভর্তা তৈরি করলাম এবং শেষে টমেটো ভর্তা তৈরি করলাম! যেটা আমার ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করে! তার সাথে গরম ডাল! আসলে সকালবেলা এই খাবারটা যারা খেয়েছে তারা বুঝতে পেরেছে, এর মধ্যে স্বাদ কত পরিমাণে রয়েছে। সবাইকে সকাল বেলার খাবার খাইয়ে দিয়ে, আমি নিজেও অল্প পরিমাণে খাবার খেয়ে নিয়েছিলাম। তারপর রান্না বান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম।

রান্নাবান্না শেষ করতে প্রায় যোহরের আযান দিলো। এরপরে বাড়িতে আরো কিছু কাজ ছিল সেগুলো সম্পন্ন করে গোসল করে নামাজ পড়ে নিয়েছিলাম। তারপর ছেলেদেরকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছিলাম। আমি নিজেও খাবার খেয়ে কিছুক্ষণ শুয়ে পড়েছিলাম। আসলে কিছুই ভালো লাগছে না কাজের দিকে মন বসাতে পারছি না। কেননা প্রতিনিয়ত পরিস্থিতি একেবারেই অন্যরকম হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত চিন্তা করি পরিস্থিতি আবার অনুকূলে ফিরে আসবে। কিন্তু কিছুই হচ্ছে না এতকিছু করার পরেও যখন দেখতে পাই, পরিবারের মধ্যে নানা রকম সমস্যা। তখন মনে হয় এই সমস্যা বুঝি আর শেষ হবেনা।

IMG_20250114_194438_735.jpg

এই সব কিছু চিন্তা করতে করতে আসরের আযান দিল। তাড়াতাড়ি করে উঠে নামাজ পড়ে ঘরের কিছু কাজ ছিল সেগুলো সম্পন্ন করে, বাহিরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। এরপর ঘরে এসে কিছুক্ষণ কমেন্ট করলাম। কমেন্ট করার পর নিজের পোস্ট কিছুক্ষণ দেখলাম। মাগরিবের নামাজের আযান দিলে নামাজ পড়ে, সবার জন্য ঝাল মুড়ি মাখা তৈরি করলাম এরপর ছেলেদেরকে নিয়ে পড়তে বসলাম। ওদের পড়া কমপ্লিট করে এশার নামাজ পড়ে ওদেরকে রাতের খাবার খাইয়ে দিয়ে ঘুমাতে বলেছিলাম।

IMG_20250114_194438_916.jpg

আমি কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আসলে পরিস্থিতির কারণে কোন কিছুই ভালো লাগছে না। বারবার শুধু আকাশের দিকে তাকিয়ে বলতে ইচ্ছে করছে। আল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক করে দাও,এই সব কিছু চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক এভাবেই আমি আমার জীবন থেকে আরও একটা দিন অতিবাহিত করলাম। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Sort:  
 3 days ago 

জীবনে ভালো কিছু করা সম্ভব নয়, আপনি যতই উচ্চ পদে যান না কেন তার পিছনে লুকিয়ে থাকে হাজারো পরিশ্রম আর পরিশ্রম করলে তার ফল অবশ্যই ভালো হয় তখন মানুষ আর কপালের দোষ দিতে পারে না, তবে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা একটুতেই কপালের দোষ দেয়, তবে এমনটা করা বা বলা উচিত নয়।

যেহেতু আমি গ্রামে থেকেছি তাই এরকম সকালে ভর্তা ভাতের স্বাদ গ্রহণ করার সুযোগ কম বেশি হয়েছে,, আমার কাছে খুবই ভালো লাগে শীতের দিনে এরকম নানান ধরনের ভর্তা নিয়ে রোদে বসে খাওয়ার মজাই অন্যরকম। ভালো লাগলো খুব সুন্দর একটা দিনলিপি পড়ে।

 3 days ago 

আমরা আমাদের জীবনে যদি উঁচু-নিচু বিষয় নিয়ে আলোচনা করি তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না সফল হওয়ার জন্য আপনাকে পরিশ্রম অবশ্যই করতে হবে আর গ্রামে আপনারা থাকেন সুবাদেই আসলে এই ভর্তাগুলো আপনারাও খেয়ে থাকেন যেটা আমার কাছে শীতের বেলায় অনেক বেশি ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

 3 days ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য আপনিও ভালো থাকবেন

 3 days ago 

আপনার লেখা প্রতিটি শব্দে বাস্তবতার ছোঁয়া এবং আন্তরিকতা অনুভব করা যায়। জীবনের কঠিন সময়গুলো মোকাবিলার জন্য আপনার ধৈর্য ও ইতিবাচক মনোভাব সত্যিই প্রশংসনীয়।

আপনার দিনটি অনেক ব্যস্ততায় কাটলেও, পরিবারকে সময় দেওয়া এবং নামাজ আদায়ের মধ্যে যে প্রশান্তি খুঁজে পেয়েছেন, তা খুবই অনুপ্রেরণাদায়ক। বিশেষত, আপনার তৈরি করা ভর্তার বিবরণ পড়ে মনে হলো, এটি একটি সহজ অথচ সুস্বাদু বাঙালি সকালের ছোঁয়া।

জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর উপর ভরসা রাখা এবং পরিশ্রমের মাধ্যমে পরিস্থিতি পরিবর্তনের যে দৃষ্টিভঙ্গি আপনি প্রকাশ করেছেন, তা আমাদের সবার জন্য একটি বড় শিক্ষা।

আল্লাহ আপনার এবং আপনার পরিবারের সকল সমস্যার সমাধান খুব শিগগিরই করবেন এই দোয়া রইলো। আপনার লেখার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।

 3 days ago 

একজন বাঙালি নারীর সর্বদাই চেষ্টা করে তার পরিবারটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য পরিবারে হয়তো বা নানা ধরনের সমস্যা দেখা দেয় কিন্তু আপনি সেই সমস্যাগুলো সমাধান করে যদি সামনের দিকে এগিয়ে যেতে পারেন তাহলেই আপনি আপনার সমস্যা এবং আপনার পরিবার সবকিছু এগিয়ে নিতে পারবেন সমস্যা থাকবেই তাই বলে কি আপনাকে বসে থাকতে হবে চুপচাপ মোটেও না আপনি আপনার কাজ করে যান বাস্তবতা তার ফলাফল ঠিকই পেয়ে যাবেন।

Loading...

মাশাআল্লাহ, আপনি খুব ভালো পোস্ট করেছেন

 2 days ago 

আপনি সত্যিই বলেছেন পরিশ্রমী ভাগ্য পরিবর্তন করা একমাত্র চাবি! যা আমাদের সবার পরিশ্রম করা উচিত। যে যত বেশি পরিশ্রম করবে, তার পরিবর্তন তত বেশি বৃদ্ধি পাবে। আপনার পোস্টটি পড়ে, আপনার প্রতিদিনের কার্যক্রম গুলো অনেক সুন্দর ভাবে পোস্টের মাধ্যমে ফুটিয়ে উঠিয়েছেন। আপনার আরও একটি বিষয় আমার সব সময় ভালো লাগে। আপনি সর্বদাই নামাজ পড়েন! এ বিষয়টি যেমন পোস্টের সুন্দর্য বৃদ্ধি করেছে তার মাধ্যমে আপনি ইবাদত করেন এটাও জানতে পেরেছি। এত সুন্দর একটা বিষয়বস্তু নিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য,আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।