"আইয়ামে জাহিলিয়াতের যুগ..............!"
১৪০০ বছর আগে আইয়ামে এ জাহেলিয়াতের যুগ ছিল। যেই সময়ে মানুষ কোন অন্যায় করলে তাকে পাথর নিক্ষেপ করে মারা হতো, আবার কিছু কিছু সময় দেখা যেত তাদেরকে অর্ধেক মাটিতে গর্ত করে সেই মাটির মধ্যে দাঁড় করিয়ে দূর থেকে পাথর নিক্ষেপ করা হতো। কারণ সে অন্যায় করেছে, তবে সে অন্যায়টা অনেক বড় হতে হবে ছোটখাটো অন্যায় করলে, হয়তোবা বেতের আঘাত দিয়ে তাকে ছেড়ে দেয়া হতো। কিন্তু গতকালকে যখন ফেসবুক স্ক্রলিং করছিলাম, তখন একটা ভিডিও আমার সামনে আসলো। ভিডিওটা দেখার পর সত্যি কথা বলতে শরীরের লোম দাঁড়িয়ে গেল। আসলে আমরা কোন সমাজে বসবাস করছি। আমি মানছি আমরা বিভিন্ন দল করি, আমরা সেই দলের জন্য নিজেদের জীবন দিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকি।
দলের প্রভাব দেখিয়ে যারা কিনা প্রতিনিয়ত নিরীহ মানুষ নিরীহ ব্যবসায়ীদের কাছে চাঁদা নিয়ে বেড়াচ্ছে। সেই চাঁদার টাকা দিয়ে তারা নিজেদের সংসার চালাচ্ছে, কোন কাজ না করে শুধুমাত্র অন্যের পকেট থেকে কিভাবে টাকা নিয়ে নিজে সুন্দর মত চলা যায়, অন্যের টাকা দিয়ে কিভাবে নিজে ভালো থাকা যায়, এই কথাগুলো চিন্তা করে। আমরা এই দলের জন্য তাদেরকে সাপোর্ট করি তারা প্রতিনিয়ত অন্যায় করে দেওয়ার পরেও আমরা মুখ বুজে সহ্য করি। আমার কাছে মনে হয় এই ধরনের দল এই ধরনের নেতা দেশে থাকার চাইতে না থাকাটাই ভালো।
কিন্তু বর্তমান সময়ে দেশের মধ্যে খুন ধর্ষণ সবকিছুই বেড়ে গেছে, ২০২৪ সালে ঠিক জুলাই মাসে বলা হয়েছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাহলে এটাই কি সেই স্বাধীনতার নমুনা। আমার একটাই প্রশ্ন আমরা যেকোনো দল করতেই পারি, কিন্তু একটা মানুষকে রাস্তার মধ্যে পাথর দিয়ে মেরে ফেলার কোন অথরিটি অন্ততপক্ষে কোন দেশের আইন দেবে না। আপনি একদল করেন আমি একদল করি, আপনার সাথে আমার মিল নাই থাকতে পারে। তাই বলে কি আপনি আমার বা আমার দেশের মানুষকে রাস্তার মধ্যে পাথর দিয়ে নিক্ষেপ করে মেরে ফেলবেন, তাহলে আমার দেশের স্বাধীনতা কোথায়।
এই প্রশ্নটা হয়তোবা আমার দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে করা উচিত, দলের ঊর্ধ্বে গিয়েও কিন্তু সেই মানুষটার একটা পরিচয় আছে। সে কারো সন্তান কারো বাবা কারো স্বামী কারো ভাই। সবার উপরে যে পরিচয় তার সে হচ্ছে মানুষ। আমরা মানুষ সৃষ্টি করতে পারি না কিন্তু সেই মানুষকে নির্মমভাবে হত্যা করার জন্য, বর্তমান সমাজের মানুষ যেভাবে মরিয়া হয়ে উঠেছে। এটা দেখার পর মনে হয় না আমরা কোন সুস্থ সমাজে বসবাস করি। কালকে ভিডিওটা দেখার পর মনে হচ্ছে আমরা আইয়ামে জাহেলিয়াতের যুগে চলে গেছি। ১৪০০ বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বার্তাগুলো আমাদেরকে দিয়েছিলেন। সেই প্রতিটা বার্তা বর্তমান সমাজে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি।
যেখানে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, প্রতিটা মানুষের মধ্যে খোভ সৃষ্টি হবে সৃষ্টি হবে ভেদাভেদ। মানুষের প্রতি মানুষের ভালোবাসা কমে যাবে আন্তরিকতা কমে যাবে, শুধুমাত্র হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি সৃষ্টি হবে। এটাই বর্তমান সমাজে দেখতে পাচ্ছি। তবে একটা মানুষকে এভাবে নির্মমভাবে হত্যা করার মানেটা কি? সে যদি কোন ভুল করে থাকে তাকে শাস্তি দেওয়ার জন্য দেশের আইন আছে, আদালত আছে। আমি আর আপনি তাকে শাস্তি দেয়ার কে? যদি এই দেশের আইন আদালত তাকে শাস্তি না দেয়! তাহলে সে কিন্তু এই পৃথিবীতে কায়েম হয়ে আসেনি, মানুষ হয়ে যখন এই পৃথিবীতে এসেছে তাকে মৃত্যুবরণ করতে হবে! তার শেষ বিচার অবশ্যই তাকে যে সৃষ্টি করেছে সে করবে! আমি আর আপনি তাকে রাস্তার মধ্যে পাথর নিক্ষেপ করে এই পৃথিবীতে থেকে বিদায় করার অধিকার কিভাবে রাখি।
আমরা ঠিক জানিনা আমরা আদৌ স্বাধীন সমাজে বসবাস করছি কিনা। আমরা আদৌ স্বাধীন বাংলাদেশে আছি কিনা। তবে বর্তমানে যে পরিস্থিতি আমাদের দেশের বা মানুষের মধ্যে দেখতে পাচ্ছি। এই পরিস্থিতির মধ্যে ভবিষ্যতে কি হতে পারে বা কি হতে চলেছে তা হয়তোবা আমরা কিছুটা হলেও অনুধাবন করতে পারছি। তাই প্রতিটা মানুষকে অবশ্যই সাবধান থাকতে হবে এবং দেশের আইন অনেক বেশি কঠিন হতে হবে। কোন মানুষ কোন মানুষকে মেরে ফেলার সাহস যেন করতে না পারে। মেরে ফেলা তো দূরের কথা কারো গায়ে যেন কেউ হাত না দিতে পারে, এই ধরনের আইন করা উচিত। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এটাই বলব। দেশের আইন যারা লংঘন করে তাদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেয়া হোক এবং যারা রাস্তার মধ্যে এভাবে একটা মানুষকে পাথর নিক্ষেপ করে অমানুষের মতো মেরে ফেলেছে। তাদের জন্য আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হোক।
ছবিগুলো ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
Congratulations @rubina203, your post was upvoted by @supportive.