"ডুবে সূর্যটাও আমাদেরকে বলে দেয়: জীবনটা নতুন করে সাজাও "

in Incredible India3 days ago
IMG_20250320_101005_232.jpg
IMG_20250320_101005_864.jpg

আমাদের জীবনের শেষ বলে কিছু নেই। যদি জীবনের শেষ বলে কিছু থাকে সেটা হচ্ছে মৃত্যু কিন্তু তার আগ পর্যন্ত আমরা আমাদের চেষ্টার মাধ্যমে নতুন করে নিজেদের জীবনটাকে আবারো সাজিয়ে নিতে পারি। প্রতিনিয়ত সূর্য অস্ত যায়, কিন্তু সে তার বিদায়বেলা আমাদের সবার জন্য এক নতুন বার্তা রেখে যায়। জীবন কখনোই থেমে থাকে না, বরং প্রতিনিয়ত নতুন করে সবকিছু আবারও সাজানোর সুযোগ দেয়। প্রতিটি সূর্যাস্তের মধ্যে এক অনন্য সৌন্দর্য লুকিয়ে থাকে। যেটা আমরা কেউ উপভোগ করি আবার কেউ করি না। যা আমাদের শেখায় যে শেষ মানেই সবকিছুর সমাপ্তি কখনোই নয়, বরং এটি নতুন করে শুরুর পূর্বাভাস।

জীবনের প্রতিটি মুহূর্ত পরিবর্তনশীল। যেকোনো মুহূর্তে আমার আপনার জীবন পরিবর্তন হতে। জীবনে কখনো উজ্জ্বল আলোয় ভরা দিন, আবার কখনো ঘুটঘুটে অন্ধকার রাত। কিন্তু রাতের অন্ধকার যেমন কখনোই চিরস্থায়ী হয় না । তেমনি জীবনের দুঃসময় ও চিরকাল কখনোই থাকে না। সূর্য যেমন প্রতিদিন ডুবে গিয়ে আবার নতুন ভোর নিয়ে আসে। ঠিক তেমনই আমরাও চাইলে আমাদের জীবনের প্রতিটি ব্যর্থতা, কষ্ট ও দুঃখ পেছনে ফেলে ফেলে রেখে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যেতে পারি।

IMG_20250320_101005_631.jpg
IMG_20250320_101005_564.jpg

অনেক সময় আমরা ভেবে নেই, যে আমাদের জীবনে সব দরজা হয়তোবা বন্ধ হয়ে গেছে। আর কোনো আশার আলো আমাদের জীবনের জন্য নেই। তবে নতুন সূর্যাস্ত আমাদের মনে করিয়ে দেয়, আমাদের জীবনের একটি অধ্যায় শেষ হলেই, আরেকটি অধ্যায় শুরু হয়। আমাদের সবার জীবনের স্বপ্ন, আকাঙ্ক্ষা, ভালোবাসা, এবং সংকল্প নতুনভাবে গড়ে তোলার সুযোগ প্রতিনিয়ত আমাদের জীবনে প্রতিনিয়ত সামনে আসে। জীবন সবসময় একইভাবে এক রাস্তা দিয়ে কখনোই চলে না। আমাদের জীবনের ওঠা-নামা, সাফল্য-ব্যর্থতা, আনন্দ-বেদনা সবই জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। কিন্তু সূর্যাস্তের মতোই আমাদেরকে ও ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে নতুন করে সূর্যোদয়ের জন্য। সেই অপেক্ষা যেন হতাশায় ভরে না যায় বরং নতুন কিছু করার অনুপ্রেরণায় ভরে ওঠে।

অতএব, যখনই মনে হবে জীবনের সব কিছু শেষ। আমাদের সবার মনে রাখতে হবে অন্তিম সূর্যটা ও আমাদেরকে বলে যায়।“জীবনটা নতুন করে সাজাও। নতুন করে জীবনটাকে সাজানোর জন্য নতুন আশা নতুন আকাঙ্ক্ষা সবকিছুকে একটু অন্যরকম ভাবে সাজিয়ে তোলার চেষ্টা করো আগে যেভাবে চেষ্টা করেছ সেখান থেকে বেরিয়ে এসে আবারো নতুন করে অন্যরকম ভাবে চেষ্টা করে দেখো।

IMG_20250320_101006_123.jpg
IMG_20250320_101005_507.jpg

জীবনের শেষ বলে কখনোই কোন কিছু হয় না। জীবনে শেষ হচ্ছে একেবারেই মৃত্যুর তাই মৃত্যুর আগ পর্যন্ত প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। অন্তিম সূর্য আগামী দিনের জন্য যদি অপেক্ষা করতে পারে। তাহলে আমি আর আপনি কেন নতুন একটা দিনের জন্য অপেক্ষা করতে পারি না। আমি আর আপনি কেন জীবনটাকে নতুনভাবে সাজাতে চেষ্টা করতে পারি না। আমরা কখনো চেষ্টাই করিনি আর আমাদের সমাজে কিছু মানুষ আছে। যারা আমাদেরকে কখনোই চেষ্টা করতে দেয় না। তারা সব সময় বলে আমাদেরকে দিয়ে হবে না, আমরা এটা পারবো না।

একটা কথা মাথায় রাখবেন। যে মানুষগুলো আপনাকে এই কথাগুলো বলে, তারা কখনো এই কাজ করার চেষ্টা করে নি। তারা যদি চেষ্টা করত তাহলে তারা কিছুটা হলেও পারতো, কিছুটা হলেও আপনাকে উৎসাহ দিত। কিন্তু যারা এই কাজ সম্পর্কে কিছুই জানেনা, তারা আপনাকে কি সাহায্য করবে আর কিছু মানুষ আছে আপনার সফলতা দেখে, আপনাকে কিভাবে নিচে নামাবে সেই চিন্তা করে। তাই ওই সকল মানুষগুলোর কাছ থেকে দূরে থাকুন। যারা আপনাকে প্রতিনিয়ত নিচে নামানোর চেষ্টা করে। ঐ সকল মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। যারা আপনাকে উৎসাহ দেয়। একটা কথা মাথায় রাখবেন শেষ বলে কিছু নেই। নতুন করে জীবনটাকে সাজিয়ে তোলার চেষ্টা করুন।

Sort:  
Loading...