"হতাশা........"
![]() |
---|
আর কত যাইহোক না কেন দিন শেষে সবাই ভালো থাকতে চায়, শুধু আমার কাছে মনে হয় আমি নিজেই অনেক কিছু হারিয়ে ফেলেছি। এই ছোট জীবন থেকে অসংখ্য অন্ধকার রাত পার করে ফেলেছি। ভেবে নিয়েছিলাম সকাল হলেই সবকিছু আবারো আগের মত ঠিক হয়ে যাবে। আগামীকাল টা অনেক বেশি সুন্দর হবে। নিজের মনের মত করে সবকিছু সাজিয়ে নিতে পারব। নিজেকে হাজারবার বোঝানোর চেষ্টা করেছি। মাঝে মাঝে স্বপ্ন দেখি একটুখানি ধৈর্য ধরলেই বুঝি সুখের দরজাটা আপনা আপনি খুলে যাবে। কিন্তু আমার স্বপ্ন শুধুমাত্র স্বপ্নতেই সুন্দর। বাস্তবে তার কোন মিল নেই, বাস্তবতা অনেক কঠিন সেটা আমি আপনি সবাই জানি। তারপরেও স্বপ্নটা আমাদের জন্য বেঁচে থাকার একটা কারণ।
আগামীকাল টা সুন্দর হয় না, সবকিছুই আগের মত দিন যায় রাত হয়, আবার রাত পোহালেই সকাল হয়। নিজের দিকে তাকিয়ে দেখি, আমি সেই একই যন্ত্রণার ভেতর ডুবে আছি। সবার মুখে শুনি সময় সবকিছু ঠিক করে দেবে। কিন্তু আমার বেলায় দেখি সময় শুধুমাত্র পুরনো ক্ষতগুলোর ওপর নতুন করে ব্যথার আবরণ দিয়ে দেয়। তবুও এই অপেক্ষার কখনোই শেষ হবে না। আমি একবার নয় হাজার বার বিশ্বাস করি। একদিন সবকিছু অবশ্যই ঠিক হয়ে যাবে। একদিন অবশ্যই আমি সবাইকে নিয়ে ভালো থাকতে পারবো। তবে সেই দিন আসতে আসতে যেন আমার মরণ না হয়।
![]() |
---|
সবার কথার আঘাত সহ্য করতে পারলেও, মানুষ কিন্তু নিজের প্রিয় মানুষের কথার আঘাত কখনোই সহ্য করতে পারে না। আমাদের চারপাশে আমাদের আপন মানুষের অভাব নেই ।অথচ নিজের মনের কথাগুলো কারো কাছে খুলে বলবো কারো কাছে ভালো একটা পরামর্শ নেব, এমন মানুষের বড্ড অভাব। একাকীত্ব আপনার কষ্ট দুঃখ বেদনা সবকিছুই নিজের কাছে নিয়ে নেবে। একা থাকাটা বেশ ভালো কারণ সে আপনাকে কষ্ট দেবে না। এখন কারো সাথে কথা না বললেও কিছু সময় ফেসবুক ইউটিউবে সময় কাটাতে বেশ পছন্দ করি। কারণ তারা অন্ততপক্ষে আমাকে কষ্ট দেয় না।
চারপাশের পরিবেশে নিজেকে এমন ভাবে হিমশিম মনে হচ্ছে, মাঝে মাঝে মনে হয়। এই বুঝি সব কিছু ছেড়ে পরকালে চলে যাব। সবকিছুতেই হতাশা, এত পরিমানে হতাশার মধ্যে প্রতিনিয়ত ডুবে যাচ্ছি বেঁচে থাকার কারণগুলো একটু একটু পরে হারিয়ে যাচ্ছে। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি কেন বেঁচে আছি। আবার মাঝে মাঝে চিন্তা করি বেঁচে থাকতে হবে কারণ যাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছি, তাদের জন্য হলেও বেঁচে থাকতে হবে। মনে শান্তির বড় অভাব, তবে একটা জিনিস জানি নামাজ পড়লে শান্তি পাওয়া যায়। আজকাল নামাজ পড়ার পরেও কেমন যেন শান্তি লাগে না। অস্বস্তি হতাশা ঘিরে ধরে তারপরেও সবাইকে নিয়ে একটু শান্তিতে থাকার চিন্তা ভাবনা নিয়ে, প্রতিনিয়ত দিন যাপন করে যাচ্ছি। তারপরেও বলবো আমার আপন মানুষগুলো ভালো থাকুক।
হতাশাগ্রস্থ মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে ।আমাদের আশেপাশে অনেক লোক থাকা সত্ত্বেও মাঝে মাঝে মনে হচ্ছে আমি ভীষণ একা। এই একাকীত্ব মানুষকে দিন দিন একটু একটু করে নিঃস্ব করে দিচ্ছে ।
কথায় আছে না, গোমড়া মুখে পোলাও মাংস না খাওয়ানোর থেকে হাসিমুখে ডাল ভাত খাওয়ালে অনেক খুশি। আপনজনের কাছ থেকে পাওয়া আঘাত ও অবহেলা সব থেকে বেশি কষ্ট দেয়। পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ।আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
নিঃসঙ্গতা আমাদের সবচাইতে সুন্দর কিছু মুহূর্ত আপনি সবার সাথে ভালো কিছু মুহূর্ত কাটাতে পারবেন দিন শেষে আপনাকে হতাশায় ভুগতে হবে আমার কাছে মনে হয় একাকিত্বের মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে অন্ততপক্ষে কারো কাছে নিজের মনের অনুভূতি প্রকাশ করার চাইতে একা একা বসে গল্প করাটা অনেক ভালো দিন শেষে আপনিও ভালো থাকতে পারবেন ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।