Better Life With Steem || The Diary game || 18th March 2025
![]() |
---|
নমস্কার বন্ধুরা,,,
কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজ আপনাদের মাঝে আমার কাটানো একটি দিনের কিছু মূহুর্ত নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক...
আজকের দিনটা বেশ চমৎকারভাবে শুরু হলো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করার পর দৈনন্দিন কাজগুলো সেরে নিলাম। পড়াশোনা আর কাজের ব্যস্ততার মধ্যে দিনগুলো সাধারণত কাটে। তবে আজকের দিনটা একটু অন্যরকম ভাবে কাটলো। কারণ আজ দুপুরের পর আমার বন্ধুর সাথে নৌকা নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা ছিল।
![]() |
---|
দুপুরের দিকে বন্ধুর ফোন এল। সে জানাল যে সে প্রস্তুত এবং নদীর ঘাটে অপেক্ষা করছে। আমি দ্রুত প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লাম। বাইরে বের হতেই মনটা ফুরফুরে হয়ে গেল। আকাশটা ছিল নীলচে, মৃদু বাতাস বইছিল, আর সূর্যের রোদ ছিল বেশ নরম। নদীর ধারে পৌঁছে দেখি, বন্ধুটি ইতিমধ্যে নৌকা প্রস্তুত করে ফেলেছে।
নৌকায় উঠতেই মনটা বেশ আনন্দে ভরে উঠল। আমরা ধীরে ধীরে নৌকা নিয়ে নদীর বুকে ভেসে চললাম। চারপাশের দৃশ্য ছিল অপূর্ব – শান্ত জলরাশি, দূরের সবুজ গাছপালা, আর পাখিদের ডাকাডাকি যেন প্রকৃতির নিজস্ব সঙ্গীত। মাঝেমধ্যে ছোট ছোট ঢেউ এসে নৌকার গায়ে লাগছিল, আর সেই শব্দগুলো যেন একটা ছন্দ তৈরি করছিল।
![]() |
---|
বন্ধুর সাথে গল্প করতে করতে সময়টা দারুণ কাটছিল। আমরা পুরোনো দিনের মজার স্মৃতিগুলো মনে করছিলাম, জীবনের নানা বিষয় নিয়ে কথা বলছিলাম। সেই সঙ্গে প্রকৃতির সৌন্দর্যও উপভোগ করছিলাম। মাঝে মাঝে নৌকাকে থামিয়ে নদীর জলে হাত ভিজিয়ে নিচ্ছিলাম। ঠান্ডা পানির স্পর্শে মনটা আরও সতেজ লাগছিল।
কিছুক্ষণ পর আমরা নদীর পাড়ে একটি ছোট্ট সবুজ চরের দিকে নৌকা নিয়ে এগিয়ে গেলাম। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। পাখির ডাক আর নদীর মৃদু ঢেউয়ের শব্দ যেন পুরো পরিবেশটাকে আরও সুন্দর করে তুলেছিল। বিশ্রামের পর আমরা আবার নৌকা নিয়ে নদীর পথে ফিরে এলাম।
![]() |
---|
এই পুরো অভিজ্ঞতাটা ছিল সত্যিই অসাধারণ। ব্যস্ত জীবন থেকে একটু মুক্তি নিয়ে প্রকৃতির মাঝে কিছুক্ষণ সময় কাটানো সবসময়ই মনকে প্রশান্তি দেয়। আজকের এই নৌকাভ্রমণ বন্ধুদের বন্ধনকে আরও মজবুত করল। দিনের শেষে আমরা ঘাটে ফিরে এলাম, তবে মনের মধ্যে সেই শান্তির অনুভূতিটা রয়ে গেল।
আজকের কার্যক্রম শুধু সময় কাটানো নয়, বরং প্রকৃতির সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার সুযোগও ছিল। সব মিলিয়ে, দিনটা ছিল দারুণ এবং মনোরম। আর এই ভাবেই আমি আমার আজকের কার্যক্রম শেষ করলাম।
সমাপ্ত |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
নদীর পাড়ে গ্রাম্য পরিবেশ দেখতে সত্যি খুব ভালো লাগে। এরকম গ্রাম্য পরিবেশে মন একেবারেই শান্ত হয়ে যায়। নদীর পাড়ে দাড়িয়ে দাড়িয়ে বন্ধুর সাথে গল্প করছিলেন। গ্রামের প্রকৃত সৌন্দর্য সকলকেই মুগ্ধ করে। নদীর পাড়ে বেশ কয়েকটা নৌকা বাধা রয়েছে। এছাড়া নদীতে দেখে মনে হচ্ছে অনেক কচুরি পানাও রয়েছে। বন্ধুকে নিয়ে নৌকায় সময় কাটিয়েছে। আজকে সুন্দর প্রকৃতির সাথে বন্ধুর সাথে সময় কাটানোর মুহূর্ত শেয়ার করেছেন। এইরকম ভাবে আপনার আপনার বন্ধু সম্পর্ক যেন অটুট থাকে।