পরিচিতি মূলক পোস্ট।

in Incredible India3 months ago

সবাইকে নমস্কার। আশাকরছি সবাই ভালো আছেন,আমিও ঈশ্বরের আশির্বাদে ভালো আছি। আমার পক্ষ থেকে ইন্ডিয়ানবাসী ও বাংলাদেশবাসী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবার প্রতি আমার ভালবাসা রেখে আজকে আমার প্রথম পরিচিত মূলক পোস্ট ইনক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটিতে পোস্ট করতেছি। আমার কোন প্রকার ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ..!

PXL_20241126_103512363.jpg

আমার পরিচয়

আমি সৈকত রায়। আমি অনার্স প্রথম বর্ষের একজন ছাত্র।আমি খুলনায় বসবাস করি। আমি একজন মধ্যবিত্ত ঘরের সাধারণ একটা ছেলে। আমার পরিচয়টি খুবই সংক্ষিপ্ত কারণ আমি এত বড় মাপের কোন মানুষ নই, আমি অনেক ক্ষুদ্র মাপের একজন মানুষ আমার কাছে মনে হয় একটি মানুষের পরিচয় তার নাম কি সে কোথায় থাকে আর সে কি করে ইত্যাদি।

আমার পরিবার

আমার বাবা এক জন সাধারণ কৃষক। আমার মা হলেন এক জন গৃহিণী। আমরা তিন ভাই। আমার কোনো বোন নেই। এই তিন ভাইদের মধ্যে আমি হলাম সবার বড়। পরিবারের বড় ছেলে হওয়ায় আমার দায়িত্বটাও একটু বেশি। যেমন ছোট ভাইদের দেখে শুনে রাখা, তাদের আবদার পূরণ করা ইত্যাদি আমার দায়িত্বের ভিতর পড়ে। আমিও জানি পৃথিবীর বুকে মানুষ চিরস্থায়ী নয়, এই জন্য আমি সবার সাথে হাসি-খুশি ভাবে চলাফেরা করি এবং হাসিমুখে কথাবার্তা বলি। সবার সাথে নম্র হয়ে কথা বলার চেষ্টা করি যেন আমার অপর পাশের মানুষটি আমার কথা বার্তায় কষ্ট না পায়। এ বিষয়টি আমি সবসময় লক্ষ রাখি।

IMG20241115165832.jpg

শিক্ষাগত যোগ্যতা

আমি অনার্স প্রথম বর্ষের একজন ছাত্র। আমি খুলনা জেলার গরিয়ারডাঙ্গা আদর্শ মহাবিদ্যালয় থেকে ইন্টারমিডিয়েট পাশ করে, একই জেলার সরকারি সুন্দরবন আদর্শ কলেজে প্রাণিবিদ্যা বিষয় পড়া শুনা করছি।

আমার পছন্দ

আমি সব চাইতে ভালোবাসি কবুতর পালন করতে। এমনকি আমার বাসায় বিভিন্ন ধরনের কবুতরও আছে। আর পছন্দ করি গান শুনতে, নতুন জায়গায় ঘুরতে যেতে, মুভি দেখতে দেখতে বন্ধুদের সাথে চায়ের দোকানে আড্ডা দিতে, গাছ রোপণ করতে, ঘুড়ি উড়াতে ইত্যাদি। এই গুলোই আমার পছন্দের।

রেফারেন্স

PXL_20241126_103558620.jpg

আমি এর আগে এই প্লাটফর্ম সম্পর্কে কিছুই জানতাম না। এই স্টিমিট প্ল্যাটফর্মের সাথে আমার পরিচয় করিয়ে দেয় @tanay123 দাদা। যখন আমি জানতে পারলাম এই প্লাটফর্মের সাথে বাংলাদেশ-ভারত সহ আরো অনেক দেশের মানুষ যুক্ত রয়েছে এবং সবাই মিলেমিশে একসাথে কাজ করছে এবং এ প্লাটফর্মে সবাই সবার মনের ভাব প্রকাশ করছে এবং নিজেকে ভিন্ন ভাবে মানুষের কাছে উপস্থাপন করছে তখন আমার আগ্রহটা অনেক বেড়ে যায়। আমিও তখন সিদ্ধান্ত নিলাম আমিও আমার সারাদিনে কর্ম কান্ড শেয়ার করবো এবং সবার সাথে মিলেমিশে কাজ করবো ইত্যাদি।

প্রথমেই আমি ধন্যবাদ জানাই @tanay123 দাদাকে যিনি আমাকে এই প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা দিয়েছেন। তারপর ধন্যবাদ জানাই @sduttaskitchen দিদিকে যিনি আমার একাউন্ট খুলতে সাহায্য করেছেন। সার্ভার প্রবলেম থাকার কারণে বাংলাদেশ থেকে একাউন্ট খোলা যাচ্ছিল না, তখন @sduttaskitchen দিদি আমাকে অনেক ভাবে সাহায্য করেছেন এবং নিজেও অনেক চেষ্টা করেছেন। তারপর অনেক চেষ্টার পর আমার এই একাউন্টি খোলে। @sduttaskitchen আপনাকে অনেক ধন্যবাদ দিদি আমার জন্য কষ্ট করে একাউন্ট খুলে দেওয়ার জন্য। সত্য কথা বলতে আমাদের জীবন চিরস্থায়ী নয় এইটা আমরা সবাই জানি, তাই এই পৃথিবীতে আমরা চিরকাল বাঁচবো না। এই প্লাটফর্মে এই লেখাগুলো থেকে যাবে চিরকাল সেই সাথে থেকে যাবে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলো। আর বেশি কিছু বলতে চাই না, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে...!

Sort:  
 3 months ago 

@roy.saikat স্বাগত জানাই আপনাকে এই সুন্দর প্ল্যাটফর্মে।
আশাকরি নিজের সবটা দিয়ে শেখার আগ্রহ যেমন অব্যাহত থাকবে, তেমনি আপনার পথচলা হবে সুদীর্ঘ।

তনয় আপনাকে নিশ্চই সাহায্য করবেন এখানে কোন কোন কাজগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে সে বিষয়ে, তবুও যদি সমস্যায় পড়েন, discord জেনারেল এ কাউকে মেনসন দিয়ে সহযোগিতা পেয়ে যাবেন।
তবে শুরুতেই জেনে রাখুন কাজকে যদি সম্মান না করেন, কাজও কিন্তু আপনাকে সম্মান করবে না!

কাজেই, প্রথমেই বলে রাখি, আপনার সারা বছরের পড়াশুনার উপরে যেমন বার্ষিক ফলাফল নির্ধারিত, ঠিক তেমনি কাজের জায়গায় আপনার পরিশ্রম দিয়ে সেই অনুযায়ী যোগ্য ফল পেতে নিজেকেই পরিশ্রম করতে হবে।

আজকে প্রথম দিন, তাই কথাগুলো বলে যাচ্ছি লিখিত রূপে, আগামীতে আমার অবশ্যই আপনার সততা, নিষ্ঠা, একাগ্রতা এবং পরিশ্রমের দিকে নজর থাকবে।

শুরুর আগ্রহে যাতে ভাটা না পড়ে, সেটাই কাম্য। আপনার এই প্ল্যাটফর্মে পথচলা সুগম হোক এই কামনা করি। তবে প্রতিকূলতার কাছে হার মানবে না কখনোই যদি নিজে সৎ থাকেন।

আপনাকে যে ডেলিগেশন দিয়েছি, সেটা আপনার প্রতিদিন শুধু পোস্ট নয়, আপনি অন্যের লেখায় মন্তব্য এবং সমর্থন দিতে সাহায্য করবে, কাজেই নিজের লেখার পাশাপশি অন্যের লেখা পড়া, এবং সেই লেখায় সমর্থনের সাথে নিজের মতামত কমেন্টে করে আসবেন।

তনয় আপনাকে শিখিয়ে দেবে, এই বিষয়গুলো।

 3 months ago 

ধন্যবাদ দিদি।

 3 months ago 

@roy.saikat তোকে স্বাগত জানাই স্টিমিট প্লাটফর্ম তথা আমাদের কমিউনিটিতে এবং আশা করবো ধৈর্য্য ধরে কাজ করবি। মনে রাখবি, যেকোনো কাজে সফল হতে হলে ধৈর্য্য ধরে পরিশ্রম করার বিকল্প নেই।

স্টিমিট প্লাটফর্মে এগিয়ে যাওয়ার জন্য সব থেকে যে বিষয়টা জরুরি সেটা হলো ধারাবাহিকতা। তাই অবশ্যই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করবি এবং নিজের সক্রিয়তা বৃদ্ধি করবি।

তাছাড়া অনেক নিয়মকানুন আছে যেগুলো আমাদের সকলকে অবশ্যই মেনে চলতে হবে। আমি যেভাবে বলেছি সেভাবে কাজ করবি আর বুঝতে সমস্যা হলে অবশ্যই আমার কাছ থেকে জেনে নিবি। ভুল করার আগে জেনে সঠিকভাবে করা ভালো। যাই হোক, সর্বোপরি একটাই কথা বলবো ধৈর্য্য ধরে কাজ কর এর সুফল নিজেই বুঝতে পারবি । শুভকামনা রইল।

 3 months ago (edited)

অবশ্যই, আমি আমার সব টুকু দিয়ে চেষ্টা করবো। ধন্যবাদ তোমাকে এই প্লাটফর্মের সঙ্গে আমাকে যুক্ত করার জন্য।

 3 months ago 

🥰

Loading...
 3 months ago 

আপনাকে স্বাগতম জানাই আমাদের এই সুন্দর শান্তিময় পরিবারে। আপনার মত আমিও একজন কৃষক পরিবারের সন্তান।

পড়াশোনার পাশাপাশি আমাদের সাথে দীর্ঘ পথ চলবেন এই আশাই করি আপনার পরিচয় পত্র পড়ে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আপনার পরিচয় পত্র খুব ভালোভাবে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।

 3 months ago 

ধন্যবাদ আপনাকে। আপনার মূল্যবান সময় দিয়ে আমার পরিচয় পত্র সম্পূর্ণ পড়ার জন্য। ভালো থাকবেন এবং নতুন ইউজার হিসাবে আমার পাশে থেকে একটু সাপোর্ট করবেন।

 3 months ago 

অবশ্যই ভাই সর্বোচ্চ সাপোর্ট আমাদের থেকে পাবেন। যে কোন সমস্যার সুবিধা অসুবিধা শেয়ার করতে পারেন।

 3 months ago 

ধন্যবাদ।

 3 months ago 

@roy.saikat আপনাকে স্বাগতম জানাই আমাদের পরিবারে। এটা দেখে অনেক ভালো লাগলো আপনি আমাদের পরিবারের সাথে যুক্ত হয়েছেন। এবং আপনি @tanay123 ভাইয়ের মাধ্যমে আমাদের পরিবারের যুক্ত হয়েছেন এটা দেখে আরো বেশি ভালো লাগছে। অবশ্যই আপনি আমাদের মাঝে আপনার সুন্দর সুন্দর লেখা শেয়ার করবেন এবং আমরা একই সাথে এই সুন্দর পরিবারটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাবো। শুভকামনা রইল আপনার জন্য ভালো এবং সুস্থ থাকবেন।

 3 months ago 

প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে আপনাদের পরিবারে আমাকে স্বাগতম জানানোর জন্য। আমি চেষ্টা করবো আমার কাটানো সেরা সেরা মূহুর্ত গুলো আপনাদের মাঝে তুলে ধরতে। এবং একই সাথে চেষ্টা করবো এক সাথে মিলে মিশে আমাদের পরিবারটিকে এগিয়ে নিয়ে যেতে। আপনিও ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ।