The March contest #2 by sduttaskitchen|School life Vs college life!.
"শিক্ষাই জাতীর মেরুদন্ড।"
ছবিটা canva অ্যাপ দিয়ে তৈরি।
একটা জাতি কত উন্নতির শিখরে পৌছাবে তার প্রথম ধাপটা নির্ভর করে তাদের শিক্ষা ব্যবস্থার উপর। কারণ যে জাতী যত বেশি শিক্ষিত সে জাতী তত বেশি উন্নত। আসলে শিরোনাম ছাড়াই আমার পোষ্টটা শুরু করেছি। আপনারা হয়ত কিছুটা অনুমান করতে পেরেছেন আজকে আমি কি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। আজকে আমি @sduttaskitchen ম্যামের কতৃক আয়োজিত স্কুল ও কলেজ জীবন নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছি। আমি তাকে আমার অন্তর থেকে ভালোবাসা ও ধন্যবাদ জানাই এতো সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
আমি আমার কয়েকজন বন্ধু @ariful2,,,@simaroy,,,@ashik333,,,@max-pro কে আমন্ত্রণ জানাই এই সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। |
---|
Which is your favourite school or college life? Choose any one with a proper rationale! |
---|
![]() | ![]() |
---|---|
![]() | ![]() |
![]() | ![]() |
![]() | ![]() |
![]() | ![]() |
আমার প্রিয় কলেজ বা ইন্সটিটিউটের কিছু ছবি
আসলে এটা বেশ জটিল প্রশ্ন আমার কাছে। স্কুল না কলেজ কোনটা প্রিয় ছিল। বলতে গেলে দুইটায় প্রিয়, তবে যেহেতু উত্তর একটাই হয় সেজন্য আমি বল আমার প্রিয় হলো কলেজ জীবনের সময়টা।
আসলে আপনে একটা জিনিসের স্বাদ, অনুভূতি, ভালো লাগা ভালোবাসা তখনই বুঝতে পারবেন, যখন সেই জিনিসটার ফল কি হবে তা জানতে পারবেন। মানে আমি বলতে চাচ্ছিযখন, আমরা কোনো কাজের ফলাফল কি হবে সেটা জনতে পারলে তার প্রতি বেশি আগ্রহ প্রকাশ করি। ঠিক তেমনই যখন থেকে আমরা আমাদের জীবনের শিক্ষার গুরুত্ব, কি জন্য শিক্ষা দরকার, শিক্ষা অর্জন করলে কি লাভ হবে তা অনুভব করতে শিখি, জানতে ও বুঝতে শিখি তখন আমাদের কাছে শিক্ষার গুরুত্বটা বেড়ে যায়। যখন আমাদের জীবনের লক্ষ্য হয়ে যায় শিক্ষা তখন তার গুরুত্ব বলে বোঝানোর মতো নয়। আর এই সবগুলো গুন অবস্থা আর অনুভূতি আমরা বুঝতে পারি কলেজ জীবন থেকে। মাধ্যমিক থেকে কিছুটা বুঝতে পারলেও, কলেজ জীবন থেকে ১০০% এটার ধারণা আমাদের ব্রেনে ধারণ করে নেয়। সেই অনুযায়ী আমরা আমাদের জীবনের লক্ষ্য ঠিক করে এগোতে থাকি। এটা গেল একটা দিক। এবার অন্য দিক বলি।
কলেজ জীবন থেকে একজন ছাত্র নেতৃত্ব দানে পটু হতে শেখে। কোথায় কিভাবে কথা বলতে হবে, কিভাবে প্রজেক্ট উপস্থাপন করতে হয়, কোন ধরনের কাজগুলো করা উচিত আর কোন ধরনের কাজগুলো করা উচিত নয়, সমাজ কিভাবে সুন্দর হবে তা জানতে ও বুঝতে শিখে। বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে সমাজের বিভিন্ন ধরনের মানুষদের সাথে ওঠাবসা করতে শিখে। দায়িত্ব গ্রহণের মানসিকতা তৈরি হয়। কাজ করতে, নতুন কিছু তৈরি করতে সৃজনশীল কর্মকান্ডে ইচ্ছা প্রকাশ পায় কলেজ জীবন থেকে বেশি। এজন্য আমার কাছে কলেজ জীবনটা সবচেয়ে বেশি প্রিয়৷
What do you miss the most from the two phases of life referenced above? Share. |
---|
বলতে গেলে অনেক কিছুই আমি আমার স্কুল এবং কলেজ জীবনের দিনগুলো মিস করি৷ স্কুল জীবনের সেই বন্ধুদের সাথে খেলার মুহূর্ত গুলো, টিফিন হলেই মাঠে দৌড়ে চলে যাওয়া। পড়া আর খেলাধুলা ছাড়া কোনো চিন্তা মাথায় ঘুরত না৷ এই দিনগুলো খুব মিস করি৷ পড়তে না বসতে চাইলে মা জোর করে বসিয়ে দিত, মাঝে মাঝে মাইরও দিতো। এই দিনগুলোও মিস করি।
কলেজ জীবনের কথায় আসি। আমি সবচেয়ে বেশি আমার কলেজ জীবনের দিনগুলো মিস করি। আমার শিক্ষা জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত গুলো কাটিয়েছিলাম কলেজে। বন্ধুদের সাথে শিক্ষকদের সাথে। সবার সাথেই ছিল আমার সুন্দর সম্পর্ক। আমি ২০১৯ সালের শেষের দিকে সম্ভবত আগস্ট মাসে আমি কলেজে ভর্তি হয়৷ আমি যেহেতু আগে থেকেই ইন্জিনিয়ারিং এর প্রতি ভালোবাসা জন্মেছিলাম এজন্য মাধ্যমিকের পরেই পলিটেকনিকে ভর্তি হয়েছিলাম। অরিয়েন্টেশন ক্লাসের অনুষ্ঠানের মধ্য দিয়ে কলেজ জীবন শুরু হয়েছিল। শিক্ষক আর বড় ভাইদের দিক নির্দেশনা মূলক কথার মধ্য দিয়ে পথ চলা শুরু হয়েছিল আমার কলেজ জীবনের৷ একটা একটা করে আর্টটা পর্ব চারটা বছরে কাটিয়েছি প্রিয় ক্যাম্পাসে। আমার ইন্সটিটিউটের নাম ছিল "কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট". যেখানে জরিয়ে আছে আমার কতশত স্মৃতি৷
কলেজে ক্লার করা, প্রজেক্টে অংশগ্রহণ ল্যাব ক্লাসে দাড়িয়ে থেকে ক্লাস করা সহ কত কিছু মিস করি তা বলে বোঝানো মতো নয়। বিশেষ করে মিস করি আমার পালন করা দায়িত্ব গুলো। আমি কলেজ জীবনের চারটা বছর ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছিলাম। যেটাকে অনেকে সিআরও বলে থাকেন মানে ক্লাস রিপেজন্টিটিভ। স্যারদের সাথে যত কাজ করা লাগত বা ক্লাসের সকল বিষয়ে স্যাররা আমার সাথে পর্রামশ করতেন। আমাদের দিয়ে থাকতেন সকলের বিভিন্ন দায়িত্ব। যেই দিনগুলো আমি সব সময় মিস করি। আরও মিস করি সেই দিনগুলো যখন, শেষ পর্বে বড় ভাইদের বিদায় দেওয়ার জন্য আমি সহ আমার কিছু বন্ধুরা দায়িত্ব নিয়ে পুরো সেমিস্টারের ছাত্রদের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। দিনরাত কাজ করে সেই অনুষ্ঠানকে বাস্তবায়ন করেছিলাম। এরকম অনেক ঘটনা মুহূর্ত রয়েছে যেগুলো আমি সব সময় মিস করি৷
Share the best moments that make you nostalgic about school and college life. |
---|
এবার চলুন আমার কলেজ জীবনের কিছু সেরা মুহূর্ত গুলো শেয়ার করা যাক।
![]() | ![]() |
---|
- এটা হলো পঞ্চম পর্বে থাকার সময়ের ঘটনা। আমাদের যিনি ডিপার্টমেন্ট প্রধান ছিলেন তিনি আমাদের চতুর্থ পর্বে থাকা অবস্থায় অন্য পলিটেকনিকে বদলি হয়ে চলে যান। কিন্তু কয়েক মাস পরই আবারও তিনি আমাদের কলেজে চলে আসেন। তখন আমি আমার গ্রুপের ছাত্ররা টাকা তুলে স্যারকে ফুল দিয়ে বরণ করি ও সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলি। যেটা সব সময় স্মৃতি হিসেবে থাকবে।
![]() | ![]() |
---|
- এটা হলো একটা বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণের মুহূর্ত। আমি তখন ষষ্ঠ পর্বের ছাত্র। বড় ভাইদের বিদায় অনুষ্ঠানে আমরা দর্শক হিসেবে অংশগ্রহণ করেছিলাম। যদিও আমরাও অনেক দায়িত্ব পালন করেছিলাম। আমি এবং আমার বন্ধুরা একটু মজা করে ছবিটা তুলেছিলাম।
চলে আসুন তৃতীয় ছবিতে। এটা হলো কলেজের ব্যবহারিক ক্লাসের মুহূর্ত। স্যারের দেওয়া প্রজেক্ট শেষ করার পর স্যারের সাথে আমার দলের সবাই মিলে ছবি তুলেছিলাম।
- এই ছবিগুলো আনন্দ র্যালির সময় তোলা। বিজ্ঞান মেলাতে আমাদের তৈরি একটা প্রজেক্ট প্রথম হয়৷ সেই আনন্দে আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে আনন্দ র্যালি করি।
![]() | ![]() |
---|
- চলে আসুন পরের মুহূর্তে। এটা হলো শেষ পর্বের আগে মানে সপ্তম পর্বে থাকা অবস্থায় আমরা কলেজ থেকে একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রুরে মানে ভ্রমণে গিয়েছিলাম। সেই মুহুর্তের কিছু ছবি। যেখানে আমাদের ডিপার্টমেন্ট প্রধান সহ আমাদের কয়েকজন প্রিয় শিক্ষক ছিলেন আমাদের সাথে।
![]() | ![]() |
---|---|
![]() | ![]() |
- এই মুহূর্ত গুলো হলো, ব্যবহারিক পরিক্ষার সময় কয়েকজন বন্ধু মিলে সেলফি তুলেছিলাম। এবং পরের ছবিটা হলো একদিন ক্লাস শেষ করে বন্ধুরা মিলে ঝালমুড়ি খেয়েছিলাম সেই মুহুর্ত।
আরও কত শত মুহূর্ত রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, কলেজের শেষের দিকে আমার ফোনটা নষ্ট হয়ে যাওয়ায় সব ছবি হারিয়ে গেছে। কিছু ছবি গুগল ড্রাইভে ছিল, সেখান থেকেই ডাউনলেড করে আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে ছবিগুলো দেখলেই সেই দিনগুলোর কথা মনে পরে। মিস করি সেই দিনগুলো।
আমি সংক্ষিপ্ত পরিসরে হলেও আমার কলেজ জীবনের কিছু কথা, স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনেও চাইলে আপনার কলেজ অথবা স্কুল জীবনের মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। আবারও দেখা হবে আমার পরবর্তী কোনো পোষ্ট নিয়ে।
https://x.com/DrawingBd1/status/1902122217523311082?t=IGvg7q367nbb_RI-zk6zmA&s=19
Congratulations @rasel72, your post was upvoted by @supportive.
Thank you