ছোটদের নিয়ে পড়াশুনা।(Studying with the little ones.)..
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আপনাদের সাথে ছোটদের নিয়ে পড়াশুনার কিছু মুহূর্ত শেয়ার করব৷
আমরা সবাই যখন বাসায় অবসর সময় পায় তখন নানা ভাবে সেই সময়টাকে কাটিয়ে থাকি। কেউ ঘুমিয়ে, কেউ মুভি দেখে, আবার কেউ চ্যাটিং বা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে৷ কখনও গল্পের বই পড়ে আবার কখনও পছন্দমতো রান্না বা ড্রইং করেই আমাদের সময়টা কেটে যায়। তবে আমার বিষয়টা সম্পূর্ণ আলাদা। আমার বেশির ভাগ অবসর সময় কাটে পোষ্ট লিখে, না হয় ছবি অংকন করে কিংবা পড়াশুনা করে।
বেশির ভাগ সময় পড়াশুনায় করি। আর সত্যি বলতে আমি বেশির ভাগ ফোন ব্যবহার করি আমার কাজের জন্য৷ ফেসবুক বা ম্যাসেন্জার খুব কমই ব্যবহার করি প্রয়োজনে। গত বছরে তো এডমিশনের জন্য ফোনই ব্যবহার করতাম না। এই বছরের আবার কিনেছি। হতাশা আর ব্যার্থতার সাগরে ডুবে থাকি, যার ফলে কোন কিছুই ভালো লাগে না।
যাই হোক, কথা অন্য দিকে। আপনারা জানেন আমি চাকরির সুবাদে এখন ঢাকাতে আছি। চাচাতো ভাইদের সাথে এই জায়গায় বাসা নিয়ে থাকি। আমার দুইটা চাচাতো ভাই তার পরিবার আর আমি৷ দুই ভাইয়ের ছোট দুইটা ছেলে আছে। বয়স ৬ বছর মতো। বাসায় থাকলেই তাদের সাথে সময় কাটায়। বেশির ভাগ সময় পড়াশুনা নিয়েই কাজ করি।
এখনও ওরা স্কুলে ভর্তি হয় নাই৷ বাসায় আমরা প্রতিদিন পড়তে বসায়। গত দিন সন্ধার পর দুইজনকে নিয়ে পড়তে বসলাম। আমারও অনেক পড়া জমে আছে, শেষ করতে পারতেছি না৷ চেষ্টা করে যাচ্ছি। দুইজনকে বসিয়ে আগে ওদের কয়েকটা অক্ষর লিখে দিলাম। যেগুলো দেখে দেখে ওরা লিখবে। আসলে ছোটবেলার শিক্ষাটায় হলো আসল।
দু'জনেই বেশ মনোযোগ দিয়ে পড়াশুনা করতেছিল। মাঝে মাঝে দুষ্টমিও করে৷ কথা শুনতে চায় না। একজন চক আর সেলেট নিয়ে অন্য জন পেন্সিল আর খাতায়। ছোটদের পড়াতে গেলে নিজেট অতীতটা মনে পরে যায়। আমরা সবাই একদিন এভাবেই আমাদের পড়াশুনার জীবনটা শুরু করেছিলাম।
আমার ছোট বেলা আমার বড় বোন পড়াত৷ আব্বু আম্মু শিক্ষিত না হওয়ায় বোনই ভরসা ছিল৷ কিন্তু আমি ছোট থাকতেই বোনের বিয়ে হয়ে যায়, তারপর থেকে নিজের চেষ্টটায় পড়াশুনাটা চালিয়েছি। আপনাদের জীবনেও হয়ত অতীত রেখে আসছেন। অতীতের সেই দিনগুলো কতোই না ভালো ছিল।
দুইজনকে প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে পড়ালাম। ছোট বেলা থেকে ভালো শিক্ষা না পেলে, তারা বড় হয়ে সঠিক শিক্ষা পায় না। আর শিক্ষাটা শুরু হয় পরিবার থেকেই। একজন মানুষের আচার ব্যবহার দেখেই বোঝা যায় তার পরিবার কেমন বা পরিবারের লোকজন কেমন। এজনয় আমাদের শিক্ষাটা পরিবার থেকেই শুরু হওয়া উচিত।
আপনারাও হয়ত আপনাদের শিশুদের বাসায় পড়াশুনা করিয়ে থাকবেন। আমাদেরকে শিশুদের ছোট থেকে সৎ ও নিষ্ঠাবান করে গরে তুলতে হবে। তাহলেই তারা বড় হয়ে মানুষের মতো মানুষ হবে।
যাই হোক ছোটদের নিয়ে পড়াশুনা করার মুহুর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
The TEAM FORESIGHT has supported your post. We support quality posts, good comments anywhere, and any tags
Thank you 🙏🙏