ল্যাবে বসে পড়াশুনা।(Studying in the lab.)..
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি বিশ্ববিদ্যালয় ল্যাবে বসে পড়াশুনা করার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব।
আপনারা যারা আমার পোষ্ট নিয়মিত পড়ে থাকেন, তারা যেনে থাকবেন, আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পেয়েছি। গত ১ তারিখ আমি জয়েন করি চাকরিতে। আমি ইইই ডিপার্টমেন্টের ল্যাবের দায়িত্বে আছি। মূলত যখন ল্যাব ক্লাস হবে, তখন আমাকে তালিকা অনুযায়ী মালামালগুলো বের করে দিতে হবে এবং ব্যবহারিক শেষ হলে আবার জিনিসগুলো যথাস্থানে রেখে দিতে হবে। এটাই আমার কাজ।
আমার ডিউটি সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। সকালে গিয়ে ফিঙ্গার দিয়ে ইন করতে হয় আবার বিকালে আসার সময় ৫ টায় ফিঙ্গার দিয়ে আউট হতে হয়। এখন বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরিক্ষা চলতেছে। যার ফলে কোন ল্যাব ক্লাস নাই, শুধু গিয়ে হাজিরা দিয়ে বিকাল ৫ টা পর্যন্ত ল্যাব খুলে বসে থাকতে হবে। চাকরির প্রথম দুই দিন একটু অফিসিয়ালি কাজ করার জন্য সময়টা ভালোই কেটে গিয়েছিল। কিন্তু তারপর থেকে একেবারে অলস সময় পার করতে হয়।
আবার ল্যাবে বসে যে ফোন চালাব, তার মধ্যেও সমস্যা হলো, ল্যাবে আমার ফোনের নেটওয়ার্ক কানেকশন পায় না। দ্বিতীয় দিন এভাবে বোরিং সময় পার করে, অবশেষে সিদ্ধান্ত নিলাম সময়টা নষ্ট না করে কাজে লাগানো যাক। এইটা ভেবে পরের দিন বাসা থেকে কয়েকটা বই নিয়ে নিয়েছিলাম ব্যাগের মধ্যে। যাতে ল্যাবে গিয়ে বসে পড়াশুনা করা যায়।
গত দিন বিশ্ববিদ্যালয়ে গিয়ে ফিঙ্গার দিয়ে ডিপার্টমেন্ট থেকে চাবি নিয়ে চলে যায় আমার ল্যাবে। গিয়ে আগে কিছু সময় ল্যাবের জিনিসগুলো গুছিয়ে যথাস্থানে রেখে দিলাম। তারপর আমি বই নিয়ে বসে পরলাম পড়তে। আসলে ল্যাবে চাকরি করা এটা একটা বড় সুবিধা। ক্লাস না থাকে আপনে বসে সময় কাটাতে পারবেন, আবার নিজের পড়াশুনাও করতে পারবেন।
সত্যি বলতে ল্যাব অ্যাসিস্ট্যান্ট এর চাকরিটা নেওয়ার মূল উদ্দেশ্য হলো চাকরির পাশাপাশি আমার জবের পড়াশুনাটা চালিয়ে যাওয়া৷ আমি আগে থেকেই জানতাম ল্যাবে তেমন কোন চাপ থাকে না, এজন্য আমি খুজে প্রথমে বেসরকারির মধ্যে এই চাকরিতে আবেদন করি৷ আর আল্লাহ তায়ালার রহমতে চাকরিটাও মিলে যায়।
সব সময় পড়তে না পারলেও দিনের অনেকটা সময়ই এখানে সুযোগ করে পড়াশুনা করা যাবে৷ আসলে চেষ্টা করলে অনেক কিছুই করা সম্ভব। আমাদের ডিপার্টমেন্টের কো-অর্ডিনেটর স্যার বললেন জুলাই মাসে আপাতত কোন ল্যাব ক্লাস নাই। আগস্টে ক্লাস শুরু হওয়ার পর থেকে ল্যাব ক্লাস হবে। কথাটা শুনেও শান্তি লাগল।
আসলে সামনে মাসে আমার একটা পরিক্ষা আছে, এজন্য পড়াশুনা করতে হবে। আর ল্যাব ক্লাস না থাকলে আমি খুব ভালো ভাবে ল্যাবে বসে পড়াশুনা করতে পারব। তবুও জানি না, এর জন্য আবার ডিপার্টমেন্ট প্রধান রাগ করে নাকি। আশা করি করবে না, কারণ অলস সময় কাটানোর থেকে বসে বই পরলে নিজের কাজে আসবে।
আবার বসে যে ফোনে নেট চালাব, তাও সম্ভব না৷ আমি যে ল্যাবে বসি সেখানে মোবাইলে নেট অন করলে ই এসে বসে থাকে৷ কোন ভাবেই ভিডিও দেখা বা চ্যাট করা যায় না। এজন্য বসে বই পড়া ভালো। তবে মাঝে মাঝে আমি আবার ল্যাবের কম্পিউটার চালাতে বসে যায়৷ কি আর করব অলস সময় যেতে চায় না।
আমার জন্য এই ল্যাবের চাকরিটা অনেক গুরুত্বপূর্ণ। আশা করি আমি খুব ভালো ভাবে আমার সরকারি চাকরির প্রস্তুতিটা শেষ করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবে, যাতে আল্লাহ তায়ালা খুব তারা তারি ভালো কোন সরকারি জব মিলায়ে দেয়।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
@tipu curate
Upvoted 👌 (Mana: 5/7) Get profit votes with @tipU :)