You are viewing a single comment's thread from:

RE: গাছ লাগান,প্রাণ বাঁচান!Go Green!

বর্তমান সময়ে বিল্ডিং আর চার দেওয়ালের মাঝে এবং ইন্টারনেট দুনিয়ায় ডুবে থেকে যেন সবুজ গাজপালা থেকে বহু দূর চলে যাচ্ছি। যেখানেই একটু ফাকা জায়গা, বাগান দেখায় যায় কিছু দিন পর দেখা যায় সেখানে গাছপালা কেটে ভবণ তোলার প্রতিযোগিতা চলতে। প্রকৃতি যে কিভাবে বাচবে, আমাদের অক্সিজেন কোথা থেকে আসবে কেউ এটা ভাবে না৷

ছেট বেলায় স্কুলগুলেোতে আমাদের দিয়ে পরিবেশ রক্ষায় নানা ধরনের কর্মসূচি পালন করা হতো। আজকে স্কুল গুলো থেকে সেটাও হারিয়ে গিয়েছে।

দিদি, আপনে ঠিকই বলেছেন আমাদের বিল্ডিং গুলো এখন এমন ভাবে তৈরি করা হয় ইচ্ছা থাকলেও যেন, গাছ লাগানো সম্ভব না। আমাদেরকে যারা ভালো রাখে, তাদেরকে আমরা পাশে রাখি না এটাই আমাদের দোষ।

আপনার রুমের নতুন সদস্য পিস লিলি গাছটি আমার কাছে নতুন নামটাও আওনার পোষ্ট থেকেই জানতে ও দেখতে পারলাম। অনেক ভালো লাগল পোষ্টটা পরে৷ ভালো থাকবেন দিদি সুস্থ থাকবেন। এভাবেই নিজের শখগুলে আগলে রাখুন। 🥰🙏🙏