You are viewing a single comment's thread from:

RE: শেষ ইচ্ছে! Last wish!

in Incredible India3 days ago

মানুষ তো তখনই মারা যায় যখন তার অন্তর শত কষ্ট আর বেদনায় থাকে। যদিও সেই মৃত্যু হয় অন্তরের যেটা বাইরের দেহ দেখে বোঝার উপায় থাকে না। নিজের হারানো স্বজনদের ব্যাথা সব সময় যেন মেরে ফেলে আমাদের। কুরে কুরে,, ধীকে ধীকে আমরা কষ্টে দিন পার করি, যারা মৃত্যুর চেয়ে বেশি কষ্ট দায়ক।

আসলে পৃথিবীর নিয়মটায় এমন৷ চলে যাওয়া মানুষগুলোর স্মৃতি যেন বারং বার আমাদেরকে ডেকে ডেকে কষ্টটাকে বাড়িয়ে দেয়।

মানুষের অভিশাপ বড় ভয়ঙ্কর, আমার জীবনের সবচাইতে মূল্যবান সম্পর্ক আজকের দিনে আমি হারিয়েছি, এবং সেটাও বিনাদোষে শুধু অন্য মানুষের কর্ম দোষে অভিশাপ কুড়িয়ে।

এটা বাস্তব। মানুষের দেওয়া অভিশাপ লেগে যায়। হয়ত এমনটাও হতে পারে অজান্তেই আমরা অন্যদেরকে অভিশাপ দিয়ে থাকি যা হয়ত কখনও ভাবিও না। কিন্তু সেটা ব্যক্তির জন্য ঠিকই অভিশাপ নিয়ে আসে। কষ্টের সাগরে ডুবিয়ে দেয়। এজন্য কাউকে গালি দেওয়া, অভিশাপ দেওয়ার আগে একটু চিন্তা করা উচিত।

যদিও দিদি, আপনার কবিতার ভাবঅর্থ বোঝা হয়ত, আমার কর্ম নয়৷ তবুও বলু, শত বেদনা নিয়ে লিখেছেন উক্তিগুলো। আপনার জীবনের এই কষ্টগুলো কমে যাক, হারিয়ে যাক,ফিরে আসুক সোনালী দিন সেই প্রার্থনা করি৷ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জেনে রাখবনে, সৃষ্টিকর্তাকে কাউকে সব সময় কষ্টে রাখেন না৷ হয় খুব তারাতারিই সুখের দেখা মিলবে। কারণ দুঃখের পরেই সুখ লুকিয়ে থাকে।