আম, তালের শাশ্ এবং দুধ দিয়ে মিক্স ফুড তৈরি(Mix food made with mango, palm jaggery and milk.)

in Incredible India25 days ago (edited)

বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।



ফলের এই মৌসুমে আমরা কত ধরনের ফলই না খেয়ে থাকি। তাদের কতশত স্বাদ আর বাহারি নাম। ফল দিয়ে তৈরি করি কত আইটেমের সুস্বাদু খাবার। তাদের আবার নামও ভিন্ন ভিন্ন। অনেক সময় একই ফল দিয়ে আমরা তৈরি করি ভিন্ন ভিন্ন স্বাদের খাবার। আজকে আমিও সেজন্য ভাবলাম এই ফলের মৌসুমে কিছু একটা তৈরি করে খেয়ে দেখি কেমন হয়। ভাবতে ভাবতে, মনে পরল আম আর তালের শাশ দিয়ে মিক্স ফুড বানায়। দেখি খেতে কেমন হয়। আসলে এর আগে কখনও এমনটা তৈরি করে খায় নাই। এজন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক।

গরমের মৌসুমে তালের শাশ্ আমাদের শরীরের জন্য বেশ উপকারি। এটা গরমের থেকে আমাদের শরীরকে কিছুটা হলেও ঠান্ডা রাখে,। বাজারে বর্তমানে এটা বেশ ভালো বিক্রি হচ্ছে। একটা তালের থেকে ৩ টা শাশ্ পাওয়া যায় যার দাম নেয় ১৫ থেকে ২০ টাকা। সময় এবং স্থান ভেদে দামের পার্থক্য দেখা যায়। আর আম তো আমাদের সবার বাড়ীতেই এখন প্রায় পাওয়া যায়।আমার আব্বু তালের শাশ্ বাজার থেকে এনেছিল সেটা দিয়েই আজকের প্রস্তুতি শুরু করলাম।

1000005394.jpg

আম, তালের শাশ্ এবং দুধ দিয়ে মিক্স ফুড তৈরি

উপকরণ-
১.আম।
২.তালের শাশ্
৩.চিনি
৪.দুধ।

প্রথম ধাপ:-

1000005702.jpg

1000005701.jpg

প্রথমে আমি দুইটা আম আর কয়েকটা তালের শাশ্ নিয়ে নিলাম।

দ্বিতীয় ধাপ:-

1000005705.jpg

এবার আমের খেসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিলাম। ঠিক একই ভাবে তালের শাশের উপরের খোসা তুলে ছুরি দিয়ে কেটে নিলাম ছোট্ট করে।

তৃতীয় ধাপ :-

1000005504.jpg

এবার আধা কাপ মতো গরম দুধ নিয়ে নিলাম। এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। যারা মিষ্টি বেশি খায় তারা চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন।

চতুর্থ ধাপ :-

1000005827.jpg

1000005797.jpg

এবার কেটে রাখা আম এবং তালের শাশ্ গুলো দিয়ে দিলাম। তারপর চামচের সাহায্যে ভালো ভাবে নেড়ে নিতে হবে।

1000005749.jpg

1000005394.jpg

1000005828.jpg

এখন এটা খাওয়ার জন্য প্রস্তুত। এভাবেই তৈরি করে ফেললাম আমার আজকের মিক্স ফুড। এবার নিজে নিজেই খেয়ে এর স্বাদটা অনুভব করলাম। খেতে বেশ ভালো হয়েছিল। এটা বেশ পুষ্টি গুন সম্পূর্ণও বটে। আপনারাও চাইলে বাসায় এটা তৈরি করে খেতে পারেন। আশা করি খেতে অনেক ভালো লাগবে।

আমার দেখানো সকল ধাপগুলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।

1000007009.png

1000007010.gif

সবাইকে অনেক ধন্যবাদ আজকের পোষ্টটা পড়ার জন্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...