Incredible India monthly contest of February#3 by @tanay123 | Photography Lover..

in Incredible India4 days ago

বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।



1000007374.jpg

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের মাঝে আমার নতুন একটা পোষ্ট শেয়ার করতে চলে আসলাম। আপনাদের আজকের দিনটা ভালো কাটুক এই প্রাথর্না করি।

প্রথমেই আমি@tanay123 দাদাকে ধন্যবাদ জানাই এতো সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আমরা সবাই প্রায় কম বেশি ফটোগ্রাফি করে থাকি। কিন্তু কেউ ফটোগ্রাফি কে তার পেশা এবং নেশা দুইটায় বানিয়ে নিয়েছেন, আর কেউ শুধু ভালো লাগা আর নেশা থেকে ফটোগ্রাফি করে থাকেন। আমিও মূলত ভালো লাগা আর নেশা থেকেই ফটোগ্রাফি করে থাকি। চলুন মূল কনটেস্টে চলে যায়।

আমি আমার বন্ধু @shariful42,,,@simaroy,,,@tammanna দেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। অংশগ্রহণ লিংক নিম্নরুপ

নিয়ম মোটামুটি মানলাম। এবার আমি আমার মূল আলোচনায় ফিরে যাচ্ছি।

1000007353.jpg

Do you like photography? Do you think photography requires patience and creativity?

1000007353.jpg

হ্যাঁ! অবশ্যই আমি ফটোগ্রাফি পছন্দ করি। নিজের ভালো লাগা থেকেই মূলত ফটোগ্রাফি গুলো করে থাকি। আসলে শুধু ছবি তুললেই সেটা ফটোগ্রাফি হয়ে যায় না। আসল ফটোগ্রাফি হতে হলে ছবিটার পিছনে লুকিয়ে থাকতে হবে অন্ত নিহিত ভাব। যার মাধ্যমে ছবিটার আসল রূপ ফুটে উঠবে। এটা অবশ্যই আমি মনে করি ফটোগ্রাফির জন্য ধৈর্য এবং সৃজনশীলতা দুইটায় প্রয়োজন৷ শুধু ক্যামেরাটা অন করেই ক্লিক করে একটা ছবি তুললেই সেটা প্রকৃত অর্থে ফটোগ্রাফি হয়ে যায় না৷ ফটোগ্রাফি হতে হলে ধৈর্য সহকারে ছবির মধ্যে প্রকৃত রূপ, ভালো লাগা ভালোবাসাটা প্রকাশ করে ছবিটা তুলতে হবে। কেউ যদি চায়, ধৈর্য সহকারে একটা নরমাল ক্যামেরা দিয়েও অসাধারণ সব ফটোগ্রাফি করতে পারেন। ফটোগ্রাফির জন্য ক্যামেরাটা বড় বিষয় না। আসল হলো নিজের ধৈর্য এবং সৃজনশীলতা মাধ্যে বিভিন্ন ভাবে ছবি তুলার মধ্যে দিয়ে ছবিকে ফুটিয়ে তোলা। ছবিকে প্রাণবন্তর ও সজীব, ফুটিয়ে তোলা। এজন্য আমি মনে করি ফটোগ্রাফির জন্য ধৈর্য এবং সৃজনশীলতা দুইটায় প্রয়োজন।

1000007353.jpg

Share three of your favorite photography that you have taken yourself and do you have any feelings attached to these photography?

1000007353.jpg

এখন আমি আপনাদের সাথে আমার নিজের তোলা তিনটা ফটোগ্রাফি শেয়ার করব,এবং এর পিছনের গল্পগুলো আপনাদের সাথে আলোচনা করার চেষ্টটা করব।

1000007353.jpg

20241211_163423.jpg

প্রথম যে ছবিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা একটা নদীর তীরে বাধা নৌকার ছবি। আপনারা যারা নদীর তীরে বাস করেন, বা যারা কখনও না কখনও শীত মৌসুমে নদীর তীরে ঘুরতে গিয়েছেন, তখন দেখে থাকবেন, পানি যখন অল্প পরিমাণ থাকে, তখন নদীর তীর ঘেসে সারি সারি ছোট মাছ ধরা নৌকা বাধা থাকে। দেখতে অনেক সুন্দর লাগে। নৌকার পিছনে আমার জীবনের একটা বড় গল্প রয়েছে, তার সারসংক্ষেপ আমি নিম্নে তুলে ধরার চেষ্টটা করছি-

  • আমার বাড়ী একেবারে নদীর পাশে। তাই জন্মের পর থেকেই নৌকায় যাতায়াত করতে হয়েছে। নদীতে কোনো ব্রীজ ছিল না। আমি আমার হাই স্কুল জীবন পর্যন্ত নৌকায় নদী পার হয়ে ক্লাস করলাম, পড়তে যেতাম। যখন কলেজে ভর্তি হলাম এবং শহরে মেসে থাকা শুরু করলাম তখন নদীতে ব্রীজ নির্মাণের কাজ শুরু হলো। বলতে গেলে মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় অনেক কষ্টে নৌকায় প্রতিদিন নদী পার হয়ে নিজের পড়াশুনাটা চালিয়েছি। যা আমার জীবনের একটা স্মৃতি হিসেবে থাকবে। বর্তমান সময়ের ছেলে এখন শখ করে নৌকা ভ্রমণ করে, কিন্তু আমার এমন একটা সময় গিয়েছ আমি দিনে ৪/৫ বারও নৌকা পার হয়েছি।

1000007353.jpg

20241212_140601.jpg

এবার চলুন আমার দ্বিতীয় ছবিতে যাওয়া যাক। এটা হলো আমাদের বাড়ীর একটা ছাগল। যখন বেধে দেওয়া পাতার ডাল খাচ্ছিল তখন আমি ছবিটা তুলেছিলাম। এটা একটা খাসি ছাগল। আকিকার জন্য রাখা হয়েছে। এর পিছনেও অনেক গল্প আছে। যার কিছু আপনাদের সাথে নিম্নে বলার চেষ্টটা করতেছি-

  • আমি ছোট বেলা থেকে নিজের খরচ নিজে চালানোর চেষ্টটা করি। মানে হাই স্কুল থেকেই। আমি সপ্তম শ্রেণিতে থাকা অবস্থায় থেকে ছোট ছাত্রদের পড়াতাম। আমার প্রথম উপার্জনের টাকা দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম। যেই ছাগল থেকে পরবর্তীতে আমার অনেকগুলো ছাগল হয় এবং আমি সেগুলো বিক্রি করে একটা গরু কিনি। এভাবেই আমার খরচ নিজে চালানো শুরু করি।

1000007353.jpg

20241213_195520.jpg

এবার চলে আসি তৃতীয় ছবিতে। এটা একটু বিনোদন মূলক। এটা হলো ঝালমুড়ি খাওয়ার সময় চামচের উপর মুড়ি নিয়ে ছবিটা তুলেছিলাম। আমার এমন সময় গিয়েছে প্রতিদিন ফাস্টফুড না খেলে ভালো লাগত না। কলেজ বা স্কুল থেকে বাড়ী আসার সময় বেশির ভাগ দিনই ঝালমুড়ি খেতাম। কিন্তু সময়ের সাথে সাথে সেটা কমে গিয়েছে। কারণ কিছু দিন আগে হঠাৎ পেটে সমস্যা হয়, গ্যাসের সমস্যা বেড়ে যাওয়ার পর থেকে ভাজা পোড়া, তেল জাতীয় খাবার বন্ধ করে দিয়েছি খুব কম খায়। তাও যখন লোভ সামলাতে পারি না বা বন্ধুদের সাথে থাকি তখন খায়।

1000007353.jpg

আমি চেষ্টটা করলাম আমার তোলা ছবি শেয়ার করতে এবং তার পিছনের ছোট্ট গল্পটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার লেখার মাঝে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।

1000007009.png

1000007010.gif

সবাইকে অনেক ধন্যবাদ আজকের পোষ্টটা পড়ার জন্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...