Incredible India monthly contest of February #2 by @isha.ish|All about Love.
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।
ভালোবেসেছি, ভালোবাসি, ভালোবাস বো" এই মন্ত্রের উপরই আজকের পৃথিবী টিকে আছে। সৃষ্টির প্রতি সৃষ্টিকর্তার ভালোবাসা। সৃষ্টার প্রতি সৃষ্টি জগতের ভালোবাসা। ছোটদের প্রতি বড়দের এবং বড়দের প্রতি ছোটদের ভালোবাসা। আজকে পৃথিবীতে প্রতিটা জিনিসের দিকে বিবেচনা করলেই দেখা যাবে, ভালোবাসা আছে বলেই সেই জিনিসটা সকল জায়গায় টিকে আছে। ভালেবাসা ছাড়া একটা সেকেন্ডও কল্পনা করা যায় না।
প্রথমেই আমি @isha.ish দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালোবাসার মাসে এতো সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আসলে আমি মনে করি ভালোবাসা কোনো নিদিষ্ট মাস, বছর বা সময় মানে না৷ ভালোবাসা ছড়িয়ে আছে পৃথিবীর সর্বত্র সকল জায়গায় সকল সময়ে। তাই এটা প্রকাশের জন্য কোনো মাসের দরকার নাই। তবুও একটা নিদিষ্ট দিকে এটাকে আমরা পালন করে থাকি। সকল কিছুর প্রতি যদি ভালোবাসা না থাকে, তাহলে সেটা সফল হতে পারে না। যেমন ধরুন একটা কাজ করতে গিয়ে যদি তাতে ভালোবাসা, মনোযোগ না দিই তাহলে সেটা ভালো ভাবে শেষ করা যায় না। ঠিক তেমনই পৃথিবীর প্রতিটা ক্ষেত্রেই জরিয়ে আছে ভালোবাসা। আসুন কিছু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যদিয়ে ভালোবাসা সম্পর্কে জানা যাক।
• What is love? The significance of Valentine's day to you ?
আসলে সত্যি বলতে প্রেম বা ভালোবাসা বলতে আমি বুঝি, নিজের আবেগ, ভালো লাগা, পছন্দ অনুভূতি প্রকাশ করা। যে জিনিসের প্রতি আমাদের ভালো লাগা, পছন্দ অনুভূতি কাজ করবে না, সেটাকে প্রেম বা ভালোবাসা বলা যাবে না। যার প্রতি আমাদের এগুলো জন্মাবে, যাকে দেখার জন্য, কাছে পাওয়ার জন্য, যার দিকে এগোনোর জন্য আমরা সব সময় ছটফট করব, মরিয়া হয়ে থাকব। তাকেই বলা যাবে প্রেম বা ভালোবাসা। প্রেম কখনও আবেগ দিয়ে পাওয়া যায় না। এটাকে ভালোবেসে, স্নেহ করে, আদর মায়া দিয়ে নিজের কাছে আনতে হয়৷ জরিয়ে রাখতে হয় নিজের জীবনের প্রতিটা অঙ্গের সাথে। জীবনের চলার প্রতিটা পদক্ষেপ যেন তাকে পাওয়ার আকুতি প্রকাশ করে। সব মূলেই যেন সে জরিত থাকে। এসবের নামই প্রেম৷
সুতরাং বলা যায়, কোন জিনিসের প্রতি যদি আমাদের ভালো লাগা, পছন্দ, আবেগ, ইচ্ছা অনুভূতি কাজ করে তাহলে সেটাকেই আমরা প্রেম বলতে পারি।
এবার আসুন ভালোবাসা দিবসের তাৎপর্য সম্পর্কে জানা যাক।
আমি মনে করি অবশ্যই ভালোবাসা দিবসের তাৎপর্য রয়েছে। তবে এটাকে নিদিষ্ট দিনেই শুধু সীমাবদ্ধ করে রাখা উচিত নয়। দেখা যাবে, সারা বছর আমি একটা জিনিস বা মানুষকে অবহেলা করে আসলাম, আর ভালোবাসা দিবসে তাকে ভালোবাসলাম, তাকে ঘুরতো নিয়ে গেলাম, জিনিস কিনে দিলাম। তাহলে কিন্তু এটা দ্বারা প্রকৃত অর্থে ভালোবাসা প্রকাশ পায় না। তার মনে আগের যে কষ্ট গুলো রয়ে গিয়েছে তা কখনও মুছে ফেলা যাবে না। ঠিক এটা কোনো কাজের বা লক্ষ্যে পৌছানোর ক্ষেত্রে একই কথা। যদি সারা বছর কাজটা আমরা ভালোবেসে করতে পারি তাহলেই ভালো ফল আশা করা যাবে, তা না হলে কেনো লাভ হবে না। এজন্য ভালোবাসা দিবসকেই শুধু নয়, প্রতিটা মুহূর্ত কেই আমাদেরকে ভালোবাসা দিয়ে বরণ করে এগিয়ে যেতে হবে।
তাহলেই জীবনের আসল ভালোবাসার স্বাদ পাওয়া যাবে।
• Do you think problems that cannot be solved by fighting can be solved by love?Tell us your opinion.
হ্যাঁ! অবশ্যই আমি মনে করি যেটা লড়াই করে সমাধান করা যায় না সেটা ভালেবাসা দিয়ে সমাধান করা যায়। আসলে লড়াই কোনো জিনিসের সমাধান হতে পারে না। লড়াই শুধু মানুষের মধ্যে দ্রুত তৈরি করে দেয়। ভেদাভেদ সৃষ্টি করে। কিন্তু ভালেবাসা মানুষের মনের হিংসা, বিদ্বেষ ভুলে এক সাথে বাঁচতে শেখায়। পথ চলতে শেখায়। দেখবেন, একটা শিশু যখন খেতে চায় না বা পড়তে চায় না তাকে আপনে যদি মার ধর করেন তাহলে সে আরও কান্না করবে পড়বে না বা খেতে চায়বে না। ঠিক বিপরীত আপনে যদি তাকে আদর করে ভালোবেসে কাছে ডেকে নিয়ে পড়তে বলেন বা খেতে বলেন এবং যদি এটা বলেন খেলে বা পড়লে তাকে কিছু জিনিস দিবেন, তাহলে দেখবেন, সে নিজের ইচ্ছায় কাজগুলো শেষ করবে। এজন্য সব সময় আমাদেরকে ভালোবাসা দিয়ে সব কিছু জয় করার চেষ্টটা করতে হবে।
• Who is the closest and most loved person in your life? Share your bonding with them.
প্রথম আমার জীবনে সবচেয়ে কাছের এবং প্রিয় ব্যক্তি হলো আমার সৃষ্টিকর্তা মানে আমার আল্লাহ। তারপর তার রাসূল (স.)। যদি দুনিয়ার মানুষের কথা বলি। তাহলে বর্তমানে আমার পিতা-মাতা হলো আমার কাছে সবচেয়ে কাছের এবং প্রিয় ব্যক্তি৷ কারণ, তার সাথে আমি আমার জীবনের ২২ টা বছর কাটিয়ে আসছি। তাদের ভালোবাসা, মায়া মমতা, আদর স্নেহে আমি আজকে এতো বড় হয়েছি। তারা ছাড়া আমার জীবনের অস্তিত্ব কল্পনা করাও কষ্টকর ব্যাপার। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো বন্ধন হলো পিতা-মাতার সাথে সন্তানের বন্ধন৷ এটা কেউ কখনও ভাঙতে পারে না। পিতা-মাতা কত রাগ করে, বকা দেয়, মার দেয় পরেই আবার আমরা গিয়ে বাবা, মা বলে ডাকা শুরু করি। এটা পৃথিবীর আর কোনো সম্পর্কের মধ্যে খুজে পাওয়া যাবে না। এজন্য আমার জীবনের সবচেয়ে কাছের এবং প্রিয় ব্যক্তি হলো আমার পিতা-মাতা।
আসলে ভালোবাসা নিয়ে বলতে বা লিখতে শুরু করলে তার শেষ করা মুশকিল।।আমি অল্পের মধ্যে হলেও আপনাদেরকে আমার নিজের আবেগ অনুভূতি গুলো প্রকাশ করার চেষ্টটা করলাম ভালেবাসা সম্পর্কে। আমার কোনো ভুলত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।
আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমার বন্ধু @simaroy, @shariful42,,@tammanna কে আমন্ত্রণ জানাচ্ছি। |
---|
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য।। ভালোবাসা নিয়ে খুবই চমৎকার কিছু কথা আমাদের মাঝে উল্লেখ করেছেন এছাড়াও ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায় সেটা লড়াই করে সম্ভব না এ বিষয়ে আপনি বলেছেন।। সব মিলিয়ে খুবই চমৎকারভাবে কনটেস্টের লেখাটি উপস্থাপন করেছেন।।
অনেক ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা মন্তব্যের জন্য।
ভালোবাসা নিয়ে আপনার চিন্তা-ভাবনা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আপনি যেভাবে ভালবাসার প্রকৃত অর্থ ও তাৎপর্য ব্যাখ্যা করেছেন তা খুবই গভীর এবং সঠিক। ভালোবাসা কেবল একটি বিশেষ দিন বা সময়ের বিষয় নয় বরং এটি প্রতিটি মুহূর্তে প্রতিফলিত হওয়া উচিত। বিশেষত পিতা মাতার প্রতি আপনার ভালোবাসা এবং তাদের সঙ্গে আপনার সম্পর্কের বর্ণনা খুবই হৃদয়স্পর্শী।সত্যিই পৃথিবীতে পিতা-মাতার ভালোবাসা সম্পর্ক আর কোন সম্পর্কের সাথে তুলনা করা সম্ভব নয়।
অনেক ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান মন্তব্যটা জানানোর জন্য।
একদমই ঠিক বলেছেন ভালোবাসা আছে বলেই পৃথিবী টিকে আছে তা না হলে পৃথিবী আরো আগে ধ্বংস হয়ে যেত বর্তমান সময়ে যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো একমাত্র ভালবাসার মাধ্যমেই সমাধান করা সম্ভব ভালবাসি ভালবাসবো ভালোবাসা আছে এই মন্ত্রের উপরে টিকে আছে আমাদের এই পৃথিবী এই পৃথিবীটা অনেক ভালো থাকুক এটাই কামনা করে সৃষ্টিকর্তার কাছে।
একজন মুসলমান হিসেবে আমাদের সবচাইতে ভালোবাসার মানুষ হচ্ছেন হয়তোবা আগে আমাদের সৃষ্টিকর্তা এরপরে আমাদের মা বাবা তার পরেও আমরা তৃতীয় ব্যক্তিকে আমাদের মনে জায়গা দিয়ে থাকি যাকে নিয়ে আমরা বেঁচে থাকার চেষ্টা করি তবে মুসলমান হিসেবে সৃষ্টিকর্তাকে সবার ঊর্ধ্বে ভালোবাসা অনেক বেশি প্রয়োজন অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতার প্রতিটা প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।
আসলে আমাদের অন্তরে এবং মুখে কাজ কর্মে আল্লাহ ও রাসূল (স.) এর ভালোবাসা সব সময় থাকতে হবে।
ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য।