You are viewing a single comment's thread from:

RE: লেখার মান নির্ধারণের পদ্ধতি।(Way of evaluating the writing skills)

in Incredible Indialast year

দিদি একজন লেখক যখন তার লিখার মধ্য দিয়ে পাঠকের মন জয় করতে পারবে এবং পাঠক লিখাটি পড়ে হাসবে, কাঁদবে নয়তো নতুন কিছু শিখবে জানবে তবেই তো সে লিখা স্বার্থক হবে। আমরা অনেকেই লিখি কিন্তু লিখার মধ্যে অনেক কিছুরই অভাব থাকে যা আমরা নিজেরাও বুজি না। আমিও এদের মধ্যে একজন। তবে এখন লিখার মান উন্নত করতে আমিও অন্যের লিখা বেশি বেশি পড়ছি। তবে বিদেশি ভাষার লিখাগুলো এখনো পড়া শুরু করিনি।

দিদি আমার জন্য আশীর্বাদ করবেন যাতে অন্যের লিখা বেশি বেশি পড়ে আরো জ্ঞান অর্জন করতে পারি। কেননা আমি এখনো কিছুই জানি না। এখনো প্রতিনিয়তই শিখছি। শুভকামনা রইলো । ভালো থাকবেন।