|| আমাদের তৃতীয় বিবাহ বার্ষিকী অতি সাধারণভাবে অতিবাহিত হল ||Our Third Wedding Anniversary Was Spent Very Simply ||

in Incredible Indialast year (edited)


আমার তৃতীয় বিবাহ বার্ষিকী



হ্যালো

আমি রাব্বী #বাংলাদেশ থেকে



১০ ই নভেম্বর আমাদের তৃতীয় বিবাহ বার্ষিকীর দিন ছিল


Brown Aesthetic Happy Anniversary Photo Collage_11zon.jpgথাম্বনেল ছবিটি ক্যানভা প্রো দিয়ে তৈরি করা হয়েছে

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের মাঝে আমার জীবনের একটি টপিক উপস্থাপন করতে যাচ্ছি। কয়েকদিন আগে অতিবাহিত হয়ে গেছে আমার তৃতীয় বিবাহ বার্ষিকী। সেদিন আমরা কোন আনুষ্ঠানিকভাবে দিনটি অতিবাহিত করিনি বিধায় আপনাদের মাঝে উপস্থাপন করিনি। আমার গ্যালারিতে থাকা ছবিগুলো দেখে মনে হল সেদিনের কিছু গল্প আপনাদের মাঝে উপস্থাপন করা যাক। তাহলে চলুন আমি আমার অ্যানিভার্সারি এবং জীবন সম্পর্কে কিছু লিখি।

আমরা খুব সিম্পল ভাবে জীবন অতিবাহিত করি। কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের সদস্য। হাই লেভেলের পরিবারের সঙ্গে আমাদের তুলনা করা ঠিক নয়। তাই আমরা কোন আনুষ্ঠানিক আয়োজন করিনি। মা-বাবার কথা মত আমরা দুজন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি এবং আমাদের একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম হয়েছে। তার নাম নায়রা, পোস্টে থাকা ছবিগুলোর মধ্যে আপনারা আমার মেয়েকে দেখতে পাবেন।


20220523_161127_11zon.jpgমো মো ইন পার্কে ঘোড়া গাড়ি ভ্রমন

বিশেষ কোন দিন ছাড়া আমরা ভ্রমন করতে পছন্দ করি। এখানে যতগুলো ছবি আপনাদের মাঝে আমি উপস্থাপন করেছি, বেশিরভাগ ছবি আমরা বাহিরে ভ্রমন করতে গিয়ে তুলেছি। নিজের কর্মব্যস্ত জীবনের পাশাপাশি পরিবারকে সময় দিতে হবে সে কারণেই হয়তো মাঝেমধ্যে আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যাই। তবে খুব দূরে নয় কাছে আমার বগুরা শহরের মধ্যে।


3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovZT6acbw7dgbTJvnuZkDKxMEXkEzHrm8HTzGFhCuEKhjn3rcTwdtydBfe6zdwHgiuUYCG8XYnghtSXKHc18PfVKt_11zon.jpg
স্বপ্নপুরীতে গিয়ে তোলা ছবি

কয়েকদিন আগে পরিবারের সকল সদস্য মিলে একটি মাইক্রোবাসের রিজার্ভ করে আমরা স্বপ্নপুরীতে গিয়েছিলাম। বগুড়া জেলার পার্শ্ববর্তী জেলার নাম রংপুর এবং রংপুর জেলাতে স্বপ্নপুরী নামের একটি অনেক বড় রিসোর্ট আছে। বাংলাদেশের মধ্যে নামকরা একটি রিসোর্ট এবং পার্ক। সেখানে সব ধরনের ব্যবস্থা আছে। বাহিরে কোথাও ভ্রমণ নিয়ে যাওয়ার মধ্যে এটা ছিল সবচেয়ে দীর্ঘতম ভ্রমণ।



বিভিন্ন দিনে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে গিয়ে আমাদের তোলা কয়েকটি ছবি




20230220_180433_11zon.jpg
20220412_142647_11zon.jpg
20220220_124846_11zon.jpg


20220503_144045_11zon.jpg
20230604_194543_11zon.jpg
20230702_154134_11zon.jpg



সপ্তাহে একবার আমরা বাহিরে বের হই। আমাদের প্রাইভেট কোন যানবাহন নেই যে কারণে প্রত্যেকটি ছবি আমরা রিক্সায় তুলেছি। আমাদের মেয়ে ভ্রমণ করতে বেশি পছন্দ করে সেজন্য আমরা তাকে দিয়ে বাইরে ভ্রমন করতে যাই। তখন সে খুব উপভোগ করে এবং আনন্দের সহিত গান গায়, চিৎকার করে এবং হাততালি দেয়। বিষয়গুলো আমাদের দেখতে ভালই লাগে।

নিচে ছবিটি আমরা এ বছরের ঈদুল ফিতরে তুলেছি। আমার মন মানসিকতা খুবই খারাপ ছিল তাই ছবিতে খুব বাজে দেখাচ্ছে। আসলে বছরের দিনে মন মানসিকতা খারাপ করে থাকা ঠিক না। কিন্তু তবুও আমার থাকতে হয়েছে। আর সে কারণে আমি এখনো নিজেকে ক্ষমা করতে পারিনি।


20230422_134553_11zon.jpgএবছরের ঈদুল ফিতরে তোলা ছবি

আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। সারা জীবন যেন এভাবে একসঙ্গে পাশে থাকতে পারি এবং সুখে দুখে একসঙ্গে থেকে জীবন অতিবাহিত করে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারি।

সবার সুস্থতা কামনা করে আমি আমার লেখা শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম।

Screenshot_20231116_023708_Chrome_11zon.jpg

বিশেষ দ্রষ্টব্য

ছবিগুলো বিভিন্ন দিনে বিভিন্ন তারিখে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে। সঠিক লোকেশন মনে না থাকার কারণে whats3words ব্যবহার করা হয়নি। আর এই পোস্টে ব্যবহৃত ছবির মধ্যে কিছু ছবি আমার ফেসবুক প্রোফাইলে আপলোড করা ছিল। আমার ফেসবুক প্রোফাইলের লিংক নিচে দেওয়া আছে। 👋

Screenshot_20231116_023708_Chrome_11zon.jpg

Device NameGalaxy F23
Camera50 mp
Image typeFamily Photography
Photographer@rabibulhasan71
Editinglightroom


Rabbi.png



Facebook:::twitter:::Skype

🙏Thank to all of you for reading my post🙏


Sort:  
Loading...
 last year 

সুখী দম্পতি হিসেবে ৩ বছর পারি দিয়ে দিলেন। এভাবেই হাসিখুশি থেকে যেন বাকি জীবন কাটিয়ে দিতে পারেন সেই দোয়া করি।

 last year 

ধন্যবাদ আপনাকে ভাইয়া।