এখানে আপনি বেশ কিছু গুরুত্তপূর্ণ বিষয় তুলে ধরেছেন, যায় মধ্যে দুটো বিষয় আপনার সাথে আমি সহমত পোষণ করি, তার মধ্যে মা বাবার অতিরিক্ত আশা সন্তানের কাছ থেকে আর একটি হলো বর্তমান প্রযুক্তির দৌলতে শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া এবং হাতের নাগালে অনেক তথ্য পেয়ে যাওয়া।
কিন্তু এই একটি বিষয় সহমত হতে পারলাম না ভাই, আমাদের সময় শিক্ষার মান আজকের তুলনায় অনেক বেশি উন্নত ছিল, আপনি যদি পুরনো কোনো মানুষের সাথে কথা বলেন যিনি কেবল মাধ্যমিক পাশ করেছেন, আর এখন একজন গ্র্যাজুয়েট এর সাথে কথা বলেন, দেখবেন জ্ঞানের বিস্তর পার্থক্য।
এখন পাশ করা কোনো ব্যাপার নয়, তখন পাশ করাটাই ছিল কঠিন। আমার বাবা সেই সময়ের ইঞ্জিনিয়ার, আমার জ্যাঠামশাই ও তাই ছিলেন।
মহিলাদের শিক্ষার সুযোগ নিম্ন বিত্ত পরিবারে কম থাকলেও আমার না ছিলেন বাংলায় অনার্স নিয়ে পাশ করা। কাজেই মুষ্টিমেয় দিয়ে সমগ্র জাতির বিচার করলে চলবে না। আমি আপনাকে হাজার উদাহরণ দিতে পারি।
ধন্যবাদ ভাইয়া আপনাকে।
সুন্দর মন্তব্য করার জন্য।
এবং পুরা লেখা পড়ে বুঝার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আসলে ভাইয়া, আমি তো কওমী মাদ্রাসার ছাত্র, সে জন্য এদিকে খেয়াল বেশি আছে🙂
এদিকে আমাদের এমন অবস্থা ছিলো বলে জানা যায়,
আর জেনারেলের বিষয় আপনার কথার সাথে আমি একমত,
যেমন আমার মামা চাচা বাবাদের দেখি যে তারা এতই পড়া লেখায় জ্ঞানী যে আজকালকার কেও তাদের সাথে পেরে উঠতে পারবে না।
সব শেষে অনেক অনেক ধন্যবাদ, লেখা টা পড়ার জন্য।
Thank you so much,🥰🥰