The May contest #1 by sduttaskitchen| Way to decrease pollution on Earth!

in Incredible India19 days ago (edited)
sunset-7133867_1280.jpgsource

নমস্কার বন্ধুরা,
শ্রদ্ধেয়া এডমিন ম্যামকে অসংখ্য ধন্যবাদ এই সময়োপযোগী একটা বিষয়বস্তু নির্বাচন করে আমাদের অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য। যেখানে ভিন্ন ভিন্ন স্টিমিয়ানদের পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত শিক্ষণীয় লেখা পরিদর্শন করার সুযোগ ও রয়েছে।

How can we execute zero waste in our lifestyle? Describe.

IMG20250407094545.jpg

Zero waste এই শব্দ দুইটির অর্থ বুঝতে আমার রীতিমতো দুইদিন সময় লেগেছে। যাইহোক, শূন্য উচ্ছিষ্ট অংশ যেটা আমাদের সকলেরই জানা। কিন্তু উপলব্ধি, ক্ষতি এবং উপকারীতা এইসব আগে বুঝতে হবে। আমার ও বাস্তবে অভিজ্ঞতা কম রয়েছে।

তবে যেটা সহজে বলতে পারি সেটা হলো আমরা কোনো কাজ করতে গেলে কোনো না কোনো দ্রব্য সামগ্রীর ব্যবহার তো করেই থাকি। তবে সেইটার সঠিক কাজ যদি না বুঝি সেখানে বেশি বর্জ্য অবশিষ্ট থাকে। উদাহরণস্বরূপ; যদি কোনো কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করতে হয় সে ক্ষেত্রে কিন্তু পূর্বেই মাপ নিতে হয়। নচেৎ মিল থেকে কাঠ নিয়ে আসার পর বড় বা ছোট হলে তো মুশকিল। যদি আমি অভিজ্ঞ না হই তাহলে অনেক কাঠ দিয়ে ও ঐ নির্দিষ্ট আসবাবপত্র তৈরি করা সম্ভব না। সেখানে মেপে ঠিকঠাক করতে করতেই বর্জ্যের ঝোপ হবে তবে সেই নির্দিষ্ট আসবাবপত্র কিন্তু তৈরি হবে না।

২য় উদাহরণ; আমাদের বাড়িতে কাঁকড়া ও চিংড়ি খাওয়া হয়। যখন এটা কাঁটা হয় তখন কিছু বর্জ্য থেকে যায়। এই গুলো আমরা সংরক্ষণ করে রোদে শুকিয়ে গুঁড়ো করে মাছের খাবার হিসেবে পুকুরে দিই। তাহলে আমরা খাবার হিসেবে কাঁকড়া তো খেলাম , আবার অন্যদিকে বাকি অংশ ও কাজে ব্যবহার করলাম। এখানে কিন্তু বর্জ্য জিরো হলো।

What are the ways to decrease carbon dioxide in the environment?

সত্যি বলতে এই কার্বন ডাইঅক্সাইড হ্রাস করার কোনো কৃত্রিম পন্থা আবিষ্কার হয়েছে বলে আমার জানা নেই। কারণ এটা সম্পূর্ণ ভাবে আবহাওয়া, জলবায়ু ও প্রকৃতির ওপর নির্ভর করে। তবে হ্যাঁ মানবসৃষ্ট কারণেই কিন্তু আজ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে।

আমার অভিমত:-

✅ বাল্যবিবাহ বন্ধ করতে হবে।

✅ একাধিক বিবাহ এবং ১/২ টি শিশুই যথেষ্ট, এটা আইনের আওতায় আনতে হবে।

✅জমিতে রাসায়নিক কীটনাশক ও সার ব্যবহারের বিকল্প পদ্ধতি কাজে লাগাতে হবে।

✅ সরকারি সকল সুযোগ সুবিধা কৃষকদের মাঝে যেন ন্যায্যভাবে বন্টন হয় এটা খেয়াল রাখতে হবে।

✅ কৃষকের বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করতে হবে।

✅প্রতিটি গ্রামে যুব সংগঠন গঠন করতে হবে যাঁরা এগুলোর তদারকি করবেন।

✅ প্রয়োজনে অকার্যকর অধিদপ্তর বন্ধ করে প্রতি গ্রামে স্বেচ্ছাসেবক নিয়োগ দিতে হবে। যাঁরা পরিবেশের উপর monthly সভা করবে গ্রামের সকলকে সাথে নিয়ে।

✅ গৃহপালিত পশুর মালিকদের সচেতন করতে হবে। নচেৎ বৃক্ষ রোপনের পরে যদি সেইটা একবার নষ্ট হয়ে যায় তখন কৃষক তাঁর কাজের আগ্রহটাই হারিয়ে ফেলেন।

✅ বিশেষ করে মায়েদের সাথে ও উঠোন বৈঠক করা প্রয়োজন। কারণ মায়েদের রান্নার সময় কিছু অবশিষ্ট অংশ থেকে যায় যেটা থেকে প্রাকৃতিক জৈব সার তৈরি করা যায়। যদি তাঁরা না জানে তাহলে তো সেইটার সঠিক ব্যবহার করার প্রশ্নই আসে না।

🛑 উপরোক্ত বিষয়গুলো একটু দূরের হয়তো মনে কিন্তু একটু শান্ত মস্তিষ্কে চিন্তা করতে হবে। তাহলে বোঝা যাবে এখানে উল্লেখ প্রতিটি বিষয়ের সাথেই কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির সম্পর্ক আছে।

What are the main reasons behind this changing climate? Share some tips to lower pollution on Earth!

IMG20250422175356.jpg

কৃষি বিজ্ঞানের ভাষায় ২৫-৩০ , এবং ভূগোলের তথ্যানুসারে ৩০-৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে বলা হয় জলবায়ু। অর্থাৎ আমাদের দেখে এখন যে প্রাকৃতিক দুর্যোগ, অসহ্য গরম আবার মাত্রাতিরিক্ত শৈত্যপ্রবাহ, এগুলো ১/২ দিনের কোনো কাজে ফলাফল না। বরং বছর বছর ধরে আমরা নিজেদের প্রয়োজনে প্রকৃতির ওপর যে নির্যাতন করেছি তাঁরই প্রতিবাদ এটা।

জলবায়ু, পরিবর্তনের কারণ যদি আমি বলি; তাহলে প্রথমেই আমি মানবসৃষ্ট কারণকে দায়ী করবো। যেখানে আমিও সম্পৃক্ত। নিজেদের প্রয়োজনে আমরা তো প্রকৃতির সকল উপাদান ব্যবহার করি কিন্তু কতোবার সেইটার অস্তিত্ব টিকিয়ে রাখার চিন্তা করেছি?

উত্তর শতভাগ:- না

দূষণ হ্রাসে আমার টিপস:-

✅ জনসংখ্যা নিয়ন্ত্রণ।

✅ আবাদি জমির পুষ্টি উপাদানের দিকে সতর্ক থাকা।

✅ বর্জ্য পদার্থের মাধ্যমে জৈব সার তৈরি তাহলে বর্জ্য ও শূন্য হবে অন্যদিকে জমির উর্বরতা ও বৃদ্ধি পাবে।

✅কোনো কিছু হুটহাট আগুন ধরিয়ে না পোড়ানো যেটার ফলে সরাসরি পরিবেশ দূষণ হয়।

✅ মাছের খাবার হিসেবে রাসায়নিক কোনো কিছু ব্যবহার না করা তাহলে জল ও দূষণ মুক্ত থাকবে।

আমরাই এখন অতিষ্ঠ তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবনধারা কেমন হবে এটা বলার অপেক্ষাই রাখে না। আমরাই পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা দূষণমুক্ত প্রাকৃতিক পরিবেশ উপহার দিতে।

আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। পাশাপাশি, @dexsyluz, @alexanderpeace & @nanidi তিনজন বন্ধুকে নিমন্ত্রণ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

Sort:  
Loading...

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

Loading...