You are viewing a single comment's thread from:

RE: Steemit Challenge Season 24|Team Crypto Enthusiastic!

in Incredible India2 months ago

Steemit platform এ যুক্ত হওয়ার ও কয়েক বছর পূর্ব থেকে আমি এই crypto sector এর সাথে জড়িত। আমি নিজেও অনলাইনে উপার্জনের প্রথম অর্থটা না বোঝার কারণে হারিয়েছিলাম যেটার ঐ সময়ের মূল্য ছিল 600$ . মোটামুটি ঐ বিষয়টা আমাকে খানিকটা শিক্ষা দিয়েছে। যে কারণে আমি crypto নিয়ে বেশ সময় অতিবাহিত করেছি। এমনকি এখনো করে চলেছি।

আশাকরি, আমাদের এই সহজ ও শিক্ষনীয় বিষয় গুলো crypto sector এর নতুন এবং পুরাতন উভয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তাই, steemit platform কর্তৃপক্ষকে আমাদের মহৎ উদ্দেশ্য সামনে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা প্রার্থনা করছি।

ঈশ্বর আমাদের সহায় হোন।