এই মানুষদের আমি বহৃরুপী মনে করি যারা আত্ম স্বার্থ উদ্ধার করতে যে কোনো কিছুই করতে পারে। আমি সরাসরি এদেরকে এড়িয়ে চলার চেষ্টা করি এটাই আমি। এটা আমার খারাপ অভ্যাস যদি কারো প্রতি কখনো ক্ষোভ সৃষ্টি হয় তাকে চাইলেও আমি আর ভালো ভাবে কখনোই গ্রহণ করতে পারি না।
ঈশ্বরের প্রতি তো মাঝেমধ্যেই রাগ হয় যে কেন এদেরকে শাস্তি দেন না।
জীবনের স্বল্প সময়ে একটা ঈশ্বরের শাস্তি দেখেছি আর সেইটা দেখেই মনে হয়েছে ঈশ্বর সুযোগ দেন। তবে একটা সময় সেইটাও যদি মাত্রাতিরিক্ত হয় তখন আর সুযোগ দেন না।
পাশাপাশি, গল্পাকারে যে ঘটনাটি উপস্থাপন করেছেন এটা শিক্ষনীয় ও বটে। ধন্যবাদ ম্যাম দূর্দান্ত একটা লেখা পরিদর্শন করার সুযোগ করে দেওয়ার জন্য।