অপরিকল্পিত যেকোনো কাজই ঝুঁকিপূর্ণ।

in Incredible India8 days ago (edited)
1000002232.jpg

নমস্কার বন্ধুরা,
ইদানিং সড়ক দূর্ঘটনা যেন বেড়েই চলেছে যেটা আবারো একবার সামনেই ঘটলো। একদমই অপ্রত্যাশিত ভাবে ঘটনাটি ঘটেছিল। অনেক বড় একটা দূর্ঘটনা ঘটতে যাচ্ছিল কিন্তু আমরা অনেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলাম এবং খুব কাছেই। যে কারণে বাইকের পেছনে বসে থাকা ষাটোর্ধ্ব মহিলার কোনো সমস্যা হয়নি।

সময়টা ছিল আজ দুপুর বারোটা যখন আমি বড় ভাইদের সাথে বসে চা খাচ্ছিলাম ও আড্ডা দিচ্ছিলাম। সাধারণত, এই সময়ে বাজারে লোকজন কমই থাকে। প্রকৃতপক্ষে, আমি ভাগ্নের সাথে খেলছিলাম কিন্তু গরমে ভীষণ বিরক্তি লাগছিল। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম একটা স্পিড খেতে হবে। আমার অনেকটা স্পিড খাওয়া হয় যে কারণে মাঝেমধ্যে তো মনে হয় যে বাড়িতে ডজনখানেক নিয়ে আসি। কিন্তু ডাক্তারের নিষেধ রয়েছে এটা খাওয়ার ক্ষেত্রে তাই সচরাচর ঘরের কারো সামনে খাই না।

অনাকাঙ্ক্ষিত ভাবে বড় ভাইদের সাথে দেখা হয়েছিল। যাদের মধ্যে একজন আজ চট্টগ্রাম চলে যাবেন। আমার হয়তো দেখা হবে কোরবানির ইদের সময় যেটা একটা দীর্ঘ সময়। যাইহোক, ঠান্ডা যদিও খেতে হবে কিন্তু ভাইদের সাথে চায়ের আড্ডায় যোগ দিতে হলো।

1000002231.jpg

নিজেদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা যেখানে বসেছিলাম সেই দোকানের একটু আগেই রাস্তায় অপরিকল্পিত একটি বিট দেওয়া হয়েছে যেটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। সাধারণত ভারী পরিবহনের গতি রোধ করার জন্য বিভিন্ন দপ্তর এবং প্রতিষ্ঠানের সামনে এই বিট দেওয়া হয়। বিশেষ করে এটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দেখা যায় ।

যদিও পরিবহনের গতি প্রতিরোধ করার জন্য এই বিট দেওয়া হয় রাস্তার উপর কিন্তু এই বিট যদি অপরিকল্পিতভাবে দেওয়া হয় তবে সেইটা সুরক্ষার পরিবর্তে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। আমি যখন বিটটা পার করে এসেছি তখনই আমার খারাপ লেগেছিল যে এটাতে দুর্ঘটনা ঘটবে এমনটাই মনে হচ্ছিল।

এটা আলোচনা করার মাঝখানে ই একটা বাইক চলে এসেছিল। হয়তো বাইকের পেছনে এই বাইক চালকের মা বয়সী কেউ বসেছিলেন। বিটের উপর একটি বাইকের জায়গা উঠতেই বা একটি পড়ে যাচ্ছিল তখন আমরা দ্রুত গতিতে ছুটে গিয়ে টেনে ধরেছিলাম বাইক। যে কারণে রাস্তায় পড়ে আঘাত লাগেনি কারো।

বাইক দুর্ঘটনার সবথেকে মর্মান্তিক যে বিষয় সেটা হলো মাথাতেই যেন প্রথমে আঘাত লাগে। বছর তুই অতিবাহিত হয়েছে আমার গরমে সমস্যাই এই বাইক দুর্ঘটনার শিকার হয়েছিলেন। অনেক প্রচেষ্টার পরেও আমরা তাকে ধরে রাখতে পারিনি।

বিট গাড়ির গতি প্রতিরোধ করার জন্য গুরুত্বপূর্ণ তবে অবশ্যই সেটা পরিকল্পিতভাবে এবং সুন্দরভাবে দেওয়া উচিত। হঠাৎ করেই যদি রাস্তার মধ্যে একটি ভিড় দেওয়া হয় সাধারণত নতুন গাড়ি চালকদের জন্য সেটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। পাশাপাশি ঢালু না করে যদি শুধুমাত্র উঁচু করে দেওয়া হয় তাহলে গাড়ির গতি কম থাকলেও দুর্ঘটনা ঘটে।

আমার মনে হয় বিট খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি বাজারে এবং যেখানে মানুষের গাড়ি চলাচলের অনেক বেশি। তবে নতুন বা হঠাৎ করে যদি কোন রাস্তায় বিট দেয়া হয় তাহলে এমন কোন একটা চিহ্ন রাখা উচিত যেটা দেখে অনেক দূর থেকে গাড়ি চালকের সেটা বুঝতে পারেন।

ছোট্ট একটি দুর্ঘটনার কথা আপনাদের সাথে ভাগ করে নিব। এই দুর্ঘটনা ঘটেছিল প্রায় তিন বছর আগে আমাদের বাড়ির দক্ষিণ পাশের রাস্তাতে।। এখানে আমার এক সহপাঠীর ভাই বাইক করে যাচ্ছিল। হঠাৎ একদল শিশু ডাক্তার মাঝে চলে আসে এবং ওদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছিল। ওই ছেলেটির একটি কিডনি দুই খন্ড হয়ে গিয়েছিল বাইকের আঘাতে। তবে সেইটারও মূল কারণ ছিল বিট।

সর্বশেষ, আমি একটি বার্তা সকলের উদ্দেশ্যে দিতে চাই যে রাস্তায় চলাচলের ক্ষেত্রে আমাদের সর্বদাই গাড়ির গতির উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। পাশাপাশি সচেতন অবস্থায় গাড়ি চালাতে হবে।

Sort:  

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

Loading...