You are viewing a single comment's thread from:
RE: Steem engagement challenge-s7/w3|My last family holiday experience.
But in India, Varanasi is one of the prominent locations as it carries chronological values. I deem myself fortunate to get a prospect to visit the place.
- নিঃসন্দেহে আপনি সৌভাগ্যের অধিকারী। আর তা না হলে ভারতের বারাণসি এ ছাড়া আরো অনেক জায়গা রয়েছে যেখানে সবার যাওয়ার সুযোগ হয়ে ওঠে না।
I compiled myriad adventures, whether it was about witnessing Gold made Kashi Vishwanath Temple(Lord Shiva Temple), producing handloom sarees, and Buddha Temple in Sarnath Varanasi. I also enjoyed sitting in the bank of gages at dusk with my nephew and relished shopping and food.
- স্বর্ণের তৈরি মন্দির ভাবতেই তো শিওরে উঠতে হয়। অবশ্যই এটা আকর্ষণীয় সেই স্বর্ণের তৈরীর মন্দির দেখার সুযোগ হয়েছে আপনার। মন্দির সম্পর্কিত আপনার যে ফটোগ্রাফি গুলো আপনি উপস্থাপন করেছেন এবং যে বর্ণনা দিয়েছেন, এগুলো কেউ সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করলে তার একবার হলেও ইচ্ছা জাগবে এই মন্দিরটি পরিদর্শন করার।
3.Do you have any noteworthy incidents or moments you faced while traveling to that place?
- আমি দেখলাম আপনি এটার উত্তর বলেছেন আপনারা মধ্যরাতে সেখানে পৌঁছেছিলেন এবং হোটেলের দূরত্ব ছিল প্রায় এক ঘন্টার মত। আর হঠাৎ করে যখন যাচ্ছিলেন তখন একটি শ্মশানের কাছে এসে পৌঁছালে আপনাদের অটো বন্ধ হয়ে যায়। তখন এটা স্বাভাবিক যে ভয় লাগবেই। তাছাড়া আপনার ভাই আপনাকে আগে থেকেই জানিয়েছিল যে এই শ্মশানের আগুন কখনো নেভে না। এটাতো আমাকেও কিছুটা গভীরভাবে ভাবিয়েছে কারণ আশ্চর্য বিষয় সারা সময় এখানে আগুন জ্বলতে থাকে।
- সর্বশেষ আমি আপনার জন্য প্রার্থনা করব, যেন সৃষ্টিকর্তা আপনাকে সুস্থ রাখে এবং আবারও এখানে পরিদর্শন করার সুযোগ করে দেন যাহাতে আপনি পরবর্তীতে দীর্ঘ সময় এই স্থানটিতে অতিবাহিত করতে পারেন আপনার পরিবারের সাথে।
No gadgets are allowed inside Kashi Vishwanath temple, before entering the temple visitors go through the security check, hence visitors can't take pictures inside of the temple made by real gold.
Thank you so much for your presence and precious comment. I appreciate your efforts as you go through the post thoroughly before making your co