Primary use of Decentralized wallet.

in Incredible India2 months ago (edited)
IMG_20241003_214627.png

Hello Friends,
কেমন আছেন সবাই? আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে এবং ঈশ্বরের কৃপায়। পাশাপাশি, সত্যি কথা বলতে সারাদিন শেষে নিশ্চিন্তে রাতে ঘুমাচ্ছি আজ ও ঘুমাবো যদি ঈশ্বর চান এর থেকে আর কি চাই। প্রশান্তির জন্য রাশি রাশি অর্থের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না মানসিক প্রশান্তি আমার কাছে উত্তম।

যাইহোক, অনেক দিন বাদে একটা ভিন্ন অভিজ্ঞতার আলোকে ভিন্ন লেখা নিয়ে চলে আসলাম। আপনারা হয়তো সেইটা আমার শীর্ষক দেখেই বুঝতে পারছেন। এটার বেশ কিছু কারণ ও রয়েছে। যদিও আমাদের দেশে ক্রিপ্টো গ্রহণযোগ্য না তবে আশাকরি ২/৪ বছরের মধ্যে এটা গ্রহণযোগ্যতা পাবে।

ইতিমধ্যে আমাদের দেশের অনেক sector এ Blockchain technology ব্যবহৃত হচ্ছে আর এটাকে সুদূরপ্রসারী করতে পারলে বেকারত্ব দূর হবে বলে আমার মনে হয়। পাশাপাশি, ইতিমধ্যে আমাদের দেশের শিক্ষার্থীরা ও বিনিয়োগ ছাড়া এই Blockchain sector বা crypto sector থেকে উপার্জন করতে শুরু করেছে। এটাও তো দেশের জন্য একটা অর্জন।

➡️ Wallet:- দুই ধরনের হয়;-
ক) Centralized &
খ) Decentralized

➡️ সংক্ষিপ্ত সংজ্ঞাঃ
👉ক) Centralized:- যেখানে একটা কোম্পানি থাকে এবং একজন গ্রাহক সমস্যায় পড়লে ঐ কোম্পানির কর্তৃপক্ষ সেটা সমাধান করার সক্ষমতা রাখে। অর্থাৎ যেটা কিছুটা ব্যাংকিং পদ্ধতির মতো। Ex:- Binance, KuCoin, Bybit, Bitget, Bingx, gate dot io, Lbank, MEXC & XT etc.

👉খ) Decentralized:- এই wallet টা এমন একটা পদ্ধতিতে পরিচালিত হয় যেখানে একজন গ্রাহকই সর্বেসর্বা। অর্থাৎ গ্রাহক Decentralized wallet এর সর্বময় ক্ষমতার অধিকারী। এটা নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করবো। Ex:- Trust, Metamask, Razor, Kepler, Nightly, Ronin, Phantom & Magic Eden etc.

➡️How to create:-

1st Step:

IMG_20241003_221119.jpg

➡️প্রথমত, আপনার মোবাইলে থাকা Play store থেকে apps download করতে হবে যেটা প্রয়োজন। আমি Trust wallet কে বেছে নিয়েছি আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

2nd Step:

IMG_20241003_221852.jpg

➡️ দ্বিতীয়ত, আমি screenshot এ যেভাবে দেখিয়েছি এভাবেই করতে পারবেন এবং খুব সহজেই হবে। যদিও আমার ২য় ছবিতে update লেখা কিন্তু আপনাদের ঐখানে Open বা Install লেখা থাকবে। কারণ আমার কাছে এটা আগে থেকেই install ছিল তাই Update Version আসার জন্য ঐরকম দেখাচ্ছে। এটা যে কিছুদিন পর পর update আসে সেইটাও কিন্তু আপনারা শিখে নিয়েছেন এখান থেকে।

3rd Step:

IMG_20241003_223546.jpg

➡️ তৃতীয়ত, আপনার মোবাইল Display তে খুঁজলেই আপনি এটা পেয়ে যাবেন। এমনকি একদমই আমার উপস্থাপন করা Screenshot এর মতো দেখতে পারবেন যেটাতে সহজেই Account create করতে পারবেন।

4th Step:

IMG_20241003_224753.jpg

➡️ চতুর্থত, Get Started এ Click করলেই এইরকম Opinion আসবে যেখানে আপনারা import এবং নতুন wallet create করার অপশন পাবেন। অবশ্যই আমরা Create New Wallet এ click করবো যেহেতু আমরা নতুন করেই শিখছি। এরপর নিচে Manually Backup দেখবেন এবং ওপরে ডানপাশে Skip লেখা থাকবে।

➡️Manually করলে Google Drive এ 12 words এর phrase গুলো save হবে যেটা করার কোনো প্রয়োজন নেই। এটা এতোটাই কড়া সিকিউরিটি যে পরের পেউজ গুলোর screenshot ও আমি নিতে পারিনি। যাইহোক, আপনাকে ছয়টি সংখ্যার password দিতে হবে দুইবার। পাশাপাশি, আপনার মোবাইলটা এখনকার হলে নিশ্চয়ই আঙ্গুলের ছাপ আছে সেইটা দিতে হতে পারে। এগুলো নিয়ে চাপ নেই আপনারা এমনিতেই পারবেন।

How to Note your Wallet Phrase:

IMG_20241003_230103.jpg
IMG_20241003_230227.jpg
IMG_20241003_230305.jpg

➡️ বন্ধুরা, যেহেতু এখানে wallet টি নিরাপদে এবং নিজের কাছে রাখতে হবে তাই বারো সংখ্যার শব্দগুলো বের করতে হবে। একটু কষ্ট করে যদি আমার উপরোল্লেখিত ছবিগুলো ধাপে ধাপে আপনারা প্রয়োগ করে সামনে এগিয়ে যান, আশাকরি খুব সহজেই শব্দ গুলো পেয়ে যাবেন।

➡️ অবশ্যই, পাশে নোট রাখার জন্য একটা নোটবুক এবং একটি কলম রাখবেন। কারণ আমাদের সকলের দুটো মোবাইল নেই এবং এটা screenshot ও নেওয়া যায় না। আমার মনে হয় আপনারা যারা এখানে নতুন তাদের অন্তত এই ওয়ালেট create করতে আর কারো সাহায্য লাগবে না। এখানে আরো কিছু কাজ আছে যেটাকে ব্যবহার করা ও বলা যায়। অন্য কোনো একটা লেখাতে অবশ্যই সেইটা ও আমি আপনাদের শেখার সুযোগ করে দিবো।

How to Hacking:

➡️সত্যি কথা বলতে Decentralized Wallet Hack করা একদমই Impossible. এখন আপনাদের প্রশ্ন থাকবে তাহলে কেন মানুষ ক্ষতিগ্রস্ত হয়?

👉আমরা যারা অনলাইনের বিভিন্ন Sector এ কাজ করি এবং এমন লোভনীয় ডলারের Amount দেখি যেটা দেখে মনে হয় হয়তো আগামীকালই আমি মিলিয়ন ডলারের মালিক হতে পারবো। আদেও এটা একদমই সম্ভব না যেটা আমার অভিজ্ঞতা। পাশাপাশি, অনলাইনে কাজ করার সময় দেখবেন আপনি যাকে ফলো করে তিনিই বলছেন এখানে কাজ করার জন্য একটা নতুন ওয়ালেট ব্যবহার করুন।

👉 অর্থাৎ ঐ ব্যক্তি নিজেই অনভিজ্ঞ এবং কোন কাজ করা নিরাপদ নিজেই জানেন না। এক কথায়, অল্প বিদ্যা ভয়ংকরী।প্রবাদ

👉 Wallet Hack হয় এইটা আমাদের ধারনা। কিন্তু না আমাদের ওয়ালেটের চেইন হ্যাক হয়। ধরুন আপনি BNB Smart Chain এর একটা কাজ করতেছেন তাহলে Unverified কাজের ক্ষেত্রে ঐ চেইনটা শুধুমাত্র হ্যাক হতে পারে। যেহেতু, এখানে অনেক কয়েন ও টোকেনের চেইন বা address একই তাই সেগুলোতেই ক্ষতির সম্ভাবনা থাকে।

👉 Wallet হ্যাক তখনই হয় যখন আপনি কাউকে বিশ্বাস করে আপনার wallet এর key বা phrase গুলো দিবেন।

আশাকরি, কিছুটা হলেও আপনাদেরকে বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছি।

How to Secure Your Asset:

➡️ Wallet phrase বা key কারো সাথে শেয়ার করা থেকে নিজেকে বিরত রাখতে হবে।
➡️ অনলাইনে কাজ করার ক্ষেত্রে নিজেকে দক্ষতা অর্জন করতে হবে। অযথা ভুলভাল কাজে আপনার মূল্যবান ওয়ালেট সংযোগ করার মতো ঝুঁকিতে না থাকতে হয়।
➡️ Decentralized wallet নিরাপদ সম্পদ সংরক্ষণের জন্য। কারণ Centralized wallet authority যদি বলে বসে তাঁদের Exchange Hacked , তখন হায় হায় করা ছাড়া কোনো পথ থাকে না। এই তো কিছুদিন আগেও Bingx নামক Exchange এর সাথে এমনটা ঘটেছিল।
➡️ আপনাদের সাথে শেয়ার করার সুযোগ হয়নি। এই মুহূর্তে আমি Bingx এর সাথে Partnership এ আছি। এখনো bingx এর অনেক অফার চলমান এবং বেশিরভাগ trade volume যে কারণে আমি নিজেও সেই সুযোগটা নিচ্ছি না। Partnership থাকার দরুন অভ্যন্তরীণ কিছু Privacy আছে যেগুলো অবশ্যই আমি মেনে চলতে বাধ্য।

➡️ পাশাপাশি, আমার মনে হয় আপনারা যদি Decentralized Wallet এ আপনাদের অর্জিত সম্পদ সংরক্ষণ করেন তাহলে সেই ওয়ালেট অন্য কোনো কাজে ব্যবহার না করাটাই উত্তম এবং করবেন না। এইটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা Advice ও বটে।

Conclusion:

অনলাইনে কাজের ক্ষেত্রে পরিচিত এক ছোট ভাইয়ের wallet থেকে Main Eth গায়েব হয়ে গিয়েছিল যেটা আমাকে বলা মাত্রই আমি etherscan এ চেক করে transaction পেয়েছি। এটা দেখার পরেই এই লেখাটা উপস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। আশাকরি, একটু হলেও এটা আপনাদের উপকারে আসবে। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন। যদি আরো কোনো প্রশ্ন থাকে মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন। আমি পরবর্তী পোস্টে অবশ্যই বিস্তারিত আলোচনা নিয়ে চলে আসবো।

Sort:  
Loading...

Congratulations! - Your post has been upvoted through steemcurator06

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnznJFhDarJ9fLxNdiYx8HVPoEzcEA7kPcfbq7RG3ttNdbik32xD2rDTJzjDaPuWexei3DJmoHSkkXh7z9c.jpeg

Curated by : @rosselena - Selective Team

 2 months ago 

@rosselena,

Thank you so much ma'am for your valuable support.☺️

 2 months ago 

আপনার লেখা পোস্টটা পড়ে অনেকগুলো ভুল ধারণা কাটলো আমার। খুব সত্যি কথা বলতে অনলাইনে কাজের অভিজ্ঞতা আমার খুব সামান্য, বিশেষ করে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে আমার জ্ঞান একেবারেই নগণ্য। তাই আপনার এই লেখাটা আমার জন্য অনেক বেশি উপকারী। সত্যি কথা বলতে এতদিন পর্যন্ত আমারও ধারণা ছিল আমাদের ওয়ালেট হ্যাক হয়, তবে আপনি বিষয়টিকে খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন যে ওয়ালেটের বদলে আমাদের ওয়ালেটের চেন হ্যাক হয়। এ কথা জানতাম যে নিজের পাসওয়ার্ড অন্য কাউকে জানানো উচিত নয়,তবে কারণ গুলো খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন। এত সহজ ও সাবলীল ভাষায় তথ্যমূলক একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন।