Incredible India monthly contest of March #2| Do you acknowledge accumulating protection should be our birthright?

in Incredible Indialast month (edited)
1000001411.jpgsource

Hello friends,
প্রথমেই ধন্যবাদ @sduttaskitchen এডমিন ম্যাম'কে কমিউনিটির পক্ষ থেকে এই সময়োপযোগী বিষয়বস্তু নির্বাচন করার জন্য। কিছু প্রশ্ন মনে জাগছিল কিন্তু প্রকাশ করার কোনো সুযোগ পাচ্ছিলাম। অবশেষে পেয়েই গেলাম।

Do you acknowledge accumulating protection should be our birthright?

নিঃসন্দেহে একা আমাদের জন্মগত অধিকার। তবে যতোক্ষণ না আমরা সেই উন্নত দেশগুলোর মতো উন্নত মানসিকতা অর্জন করছি ততোক্ষণ এটা শুধু মাত্র সংবিধানে উল্লেখিত একটি বাক্য মাত্র।

Which lessons must we teach the tender generation about self-protection?

নিজেকে রক্ষা করাকেই আত্মরক্ষা বলা হয়ে থাকে। আমার ধারণা ও অভিজ্ঞতা শতভাগ নিশ্চিত যে অন্য কারো সাথেই হয়তোটা ১০০% সাদৃশ্য হবে না। কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে অর্থটা হয়তো একই হবে। যাইহোক, আমার ধারনা থেকেই কয়েকটি পয়েন্ট আমি নিচে উল্লেখ করছি:-

✅সত্যি বলতে আমাদের শিশুদেরকে শৈশব থেকেই তাঁর অধিকার সম্পর্কে ধারণা দিতে হবে।

✅ যদি কোনো পরিবারে ছেলে এবং মেয়ে উভয় থাকে তাহলে তাদেরকে লিঙ্গ বৈষম্য থেকে দূরে রাখতে হবে। যদি সন্তানেরা তাঁদের পরিবারেই প্রাধান্য না পায় তাহলে তাঁরা কখনোই তাঁদের সঠিক মূল্যায়ন পাবে বলে আমার মনে হয় না। কারণ সংকীর্ণতাই আমাদের সফলতার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

✅ শুধুমাত্র মানসিক না বরং শারীরিক গঠনে ও পরিবারের নজর দেওয়া উচিত।

✅ আমাদের কোমল প্রজন্মকে শিক্ষার পাশাপাশি সৃজনশীল হতে সাহায্য করতে হবে।

এক কথায় যখন একটা কোমল প্রজন্ম নিজের গুরুত্ব বুঝতে পারবে এবং তাঁকে টিকে থেকে কিছু করতেই হবে। এটা হতে পারে কোমল প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার উত্তম পন্থা। হয়তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছে তবে যেটাই মনে হয়েছে সেইটাই উল্লেখ করেছি।

How can we protect children and women(inside and outside the home)?

1000001409.jpgsource

প্রথমত, আমি বলবো কারো নিরাপত্তা আমরা কেন?

আমরা জন্মগতভাবে সকলেই স্বাধীন আর এটার ব্যতিক্রম হলেই কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অন্যদিকে এই প্রশ্নটা আমার দেশের পরিপ্রেক্ষিতে বর্তমানে অনেকটা গুরুত্বপূর্ণ। স্বল্প দিনের তীব্র অভিজ্ঞতা যে মেয়েরা শুধুমাত্র পুরুষ শাসিত সমাজের সেবিকা যেটা ভাবতেই লজ্জা হয়। যেখানে ৪ বছর /৭ বছরের কণ্যা শিশু ধর্ষণের শিকার হয় সেখানে নিরাপত্তা কোথায়?

আমরা কখনোই শিশু এবং নারীদের রক্ষা করতে পারবো না যদি আমাদের মানসিকতা পরিবর্তন না হয়।

আমি প্রথমেই বলবো শুধু মাত্র লিখিত না এটার বাস্তবায়ন দরকার।

আমরা পরিবার থেকেই ছেলে এবং মেয়ে উভয়কে সমান গুরুত্ব দিতে পারি। তাঁদের মধ্যে কোনো প্রকার বৈষম্য সৃষ্টি করা যাবে না। আমি মনে করি প্রতিটি পরিবারের নিজ সন্তানকে সঠিক শিক্ষা দিতে হবে তবেই নারী ও শিশু ঘর এবং বাইরে নিরাপদ।

Do you think each country's law should be relentless regarding safeguarding children and women?

1000001410.jpgsource

অবশ্যই প্রতিটি দেশের আইন কঠোর হওয়া উচিত।

আমাদের দেশের জলবায়ু নাতিশীতোষ্ণ যে কারণে অন্যান্য অনেক দেশের তুলনায় আমাদের দেশের মানুষ অল্প বয়সেই প্রজনন ক্ষমতা লাভ করে। হয়তো এ কারণেই জনসংখ্যা ও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যাইঊ, আমি দেখেছি অনেকেই সমালোচনা করে মেয়েদের পোশাক নিয়ে যে কারণে নাকি তাঁরা ধর্ষণের শিকার হয়।

আচ্ছা,
৭ বছরের শিশুটি কি এমন করেছিল যে তাঁকে ধর্ষণের শিকার হতে হলো?

একই দিনে অনলাইনে এক বড় ভাই বললেন তাঁর এলাকায় নাকি দুইজন, আবার বাসের মধ্যে?

এতো ধর্ষণ ও নির্যাতন, অথচ কঠোর কোনো শাস্তির কথা শুনতে পেলাম না। তাহলে কি ঐ নিষ্পাপ শিশু গুলোই এই দেশের জন্য বোঝা ছিল যে ঐভাবে তাঁদেরকে এই পৃথিবীর ছেড়ে চলে যেতে হবে।

তীব্র নিন্দা জানাই, যদি একটা কঠোর শাস্তি দেওয়া হতো সর্বসম্মুখে তাহলে ২য় বার এই ঘটনাই আর ঘটতো না। এই জঘন্য কাজ গুলো কোনো রাজনৈতিক লোকজন না বরং সুযোগে সৎ ব্যবহার করা কিছু কুচক্রীদের দ্বারাই হতো, হচ্ছে এবং ভবিষ্যতেও হবে।

আশাকরি, খুব দ্রুত প্রতিটা দেশেই ধীরে ধীরে এই আইন কঠোর এবং বাস্তবায়ন হবে।

আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। পাশাপাশি, @dexsyluz, @alexanderpeace & @nanidi তিনজন বন্ধুকে নিমন্ত্রণ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

Sort:  
Loading...
 last month 

@damithudaya, thank you so much 😊

 last month 

আপনার সাথে আমিও সহমত পোষণ করছি অবশ্যই একটা শিশুর জন্মগত অধিকার হওয়া উচিত এই নিরাপত্তা সেই সাথে আপনি আমাদের সাথে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন আসলে শিশু নিজে থেকে যখন নিজেকে নিরাপদ মনে করবে এবং নিরাপত্তা বজায় রাখতে পারবে তাকে এই শিক্ষাটা ছোটবেলা থেকেই দেয়া উচিত অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতার প্রতিটা প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে তুলে ধরার জন্য ভালো থাকবেন।