Incredible India monthly contest of February | What if you had the opportunity to become a member of the steemit team..?
![]() |
---|
Hello friends,
@nishadi89, ধন্যবাদ বন্ধু এই আকর্ষণীয় বিষয়বস্তু নির্বাচন করার জন্য। প্রতি স্টিমিয়ানই হয়তো মাঝেমধ্যে এটা চিন্তা করেন যে তিনি যদি স্টিমিট টিমের একজন হতেন! যেহেতু, আমিও একজন স্টিমিয়ান তাই এটা আমিও চিন্তা করি।
যাইহোক, গুটি গুটি পায়ে অনেকটা দিন অতিবাহিত হলো এখানে তাই সেই অভিজ্ঞতার আলোকে আমিও আমার অভিমত তুলে ধরছি।
স্টিমিট দলভুক্ত হওয়ার পরে আমার কার্যক্রমঃ
✅ Multiple Accounts holder সনাক্তকরণঃ
সত্যি কথা বলতে সেই শুরুর থেকেই দেখছি যখন স্টিমের মূল্য তলানিতে তখন স্টিমিয়ান গায়েব। অথচ এটার বিপরীত হলেই নতুন নতুন স্টিমায়ান এমনকি সেই পুরনো অনেক স্টিমিয়ানের লেখা পরিদর্শনের সুযোগ মেলে। স্টিমিয়ান বৃদ্ধি পেলে আমার এবং সকল স্টিমিয়ানের জন্যই ভালো কিন্তু স্টিমিয়ান Real হতে হবে। অন্যথায় একজন অর্থলোভী স্টিমিয়ান একাধিক Accounts ব্যবহার করে rewards farming করে যার ফলে সঠিকভাবে পরিশ্রম করা স্টিমিয়ানরাও মাঝেমধ্যে তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত হয়।
✅ যেভাবে Multiple Accounts সনাক্ত সম্ভব:-
আমি যেহেতু, স্টিমিট দলের একজন তাই এই প্রস্তাব ও সর্বসম্মুখে তুলে ধরবো যেটা technology এর ক্ষেত্রে আমার অভিজ্ঞতা। Multiple ধরার জন্য Mac IP/device IP সনাক্ত করা যেতে পারে। কারণ কখনোই একাধিক স্টিমিয়ান একটি ডিভাইস ব্যবহার করবে না। অন্যদিকে network 🛜 IP ও ধরা সম্ভব। তবে সেইটার থেকে ডিভাইস IP ই উত্তম।
✅ আপনার অনেক পুরাতন এবং দক্ষ স্টিমিয়ান রয়েছেন যাঁরা হয়তো আমার লেখাটা পড়বেন। আমি এখন যেটা উল্লেখ করবো সেটা সকলেই দেখেছেন কিন্তু আমি যেভাবে ভাবছি হয়তো এভাবে দেখেননি। যাইহোক, স্টিমিট দলের সুবাদে আমি এটা প্রস্তাব করবো যেন newcomers community তে নতুনদের গ্রহণ করার জন্য তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম account টির create date এবং humanity আরো তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখা হয়। তাহলে ও multiple accounts এর সংখ্যা কিছুটা কমবে।
![]() |
---|
✅ Importance o Community:-
Community কে যে কারণে গুরুত্বপূর্ন:-
IncredibleIndia community সম্পর্কে আমার শতভাগ ধারণা আছে তাই আমি এই কমিউটির পাশাপাশি অন্যান্য কমিউনিটিকেও প্রাধান্য দিবো। আমি এটা উপলব্ধি করেছি যে এই প্ল্যাটফর্মের জন্য এক একটা কমিউনিটি কতোটা গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট কোনো স্টিমিয়ান না বরং এই কমিউনিটি বান্ধব পদক্ষেপ যেমন প্রতিযোগিতা যেটা পূর্বে ছিল। বর্তমানে ও স্টিমিট প্ল্যাটফর্মের উদ্যোগে প্রতিযোগিতা চলে তবে আমার কাছে সেই প্রতিকযোগিতাগুলো কোথাও একটা সীমাবদ্ধ বলে মনে হয়।
✅ বর্তমান স্টিমিট প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত যে প্রতিযোগিতা সেখানে আমি সাধারণ কমিউনিটি গুলোর মূল্যায়ন একদমই দেখতে পাচ্ছি না। কমিউনিটি গুলোকে আমি এক একটি শক্তিশালী প্লেয়ার বলে মনে করি। সেখানে স্টিমিট প্ল্যাটফর্মের একজন হওয়ার সুবাদে আমি এটাই প্রস্তাব করব যে সেই পূর্বের প্রতিযোগিতায় আবার ফিরে যাওয়া হোক। যেখানে সক্রিয়তা এবং কার্যক্রমের ভিত্তিতে পরিবর্তন করে করে কমিউনিটি নির্বাচন করা হতো। এমনকি এই প্লাটফর্মের সক্রিয়তা বৃদ্ধি করার একটা দুর্দান্ত উপায় প্রতিযোগিতা।
![]() |
---|
✅ প্লাটফর্ম কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত এখনকার প্রতিযোগিতায় অনেকটা সীমাবদ্ধতা চলে এসেছে। সমগ্র পৃথিবীর বিভিন্ন দেশের সাধারণ মানুষ স্টিমিয়ান হিসেবে সম্পৃক্ত। তাই এ সীমাবদ্ধতাকে অতিক্রম করে আবারো পূর্বের প্রতিযোগিতা অর্থাৎ সাধারণ স্টিম্যান এবং সক্রিয় কমিউনিটির দিকে নজর দিতে হবে।
✅সকল কমিউনিটিতে সাপ্তাহিক হ্যাংআউট এবং টিউটোরিয়াল ক্লাস যেটা নতুন এবং পুরাতন সকল স্টিমিয়ানের জন্যই গুরুত্বপূর্ণ।
✅ ভাষার কোনো প্রতিবন্ধকতা এই প্ল্যাটফর্মে নেই যেটা বলা হয়ে থাকে। কিন্তু আদেও এই কথা হয়তো শুধুমাত্র লেখার মধ্যেই সীমাবদ্ধ। শুধু মাত্র কথা না আরো বিচক্ষণতার সাথে কোয়ানটিটির পরিবর্তন কোয়ালিটি দেখতে হবে। যেটা হয়ো সৎ, পরিশ্রমী স্টিমিয়ানদের আরো সক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। পাশাপাশি আমার কয়েকজন দক্ষ স্টিমিয়ান বন্ধুদের নিমন্ত্রণ জানাচ্ছি। হয়তো আরো নতুন নতুন কিছু অভিজ্ঞতা জানতে পারবো।@dexsyluz, @alexanderpeace & @nanidi বন্ধুরা, আপনাদের উপস্থিতি প্রত্যাশা করছি।
Tweet link:-
https://x.com/keya3456/status/1896604700046458965?t=ua_oNQjNbAiXj7S7pU6vBA&s=19
স্টিম প্লাটফর্মে দলের আওতাভুক্ত হলে আপনি কি কি কাজগুলো সবার আগে করবেন সেই বিষয়টা আমাদের সাথে শেয়ার করেছেন আসলে আপনার বিষয়গুলো দেখে বেশ ভালো লাগলো বিশেষ করে যারা মাল্টিপল একাউন্ট করে তাদেরকে কিভাবে ধরা যায় সেই বিষয়টা অনেক সুন্দর ভাবে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ভালো থাকবেন।