Better Life with Steem|| The Diary Game|| 8th March 2025
![]() |
---|
নমস্কার বন্ধুরা,
কেমন আছেন সবাই? আজকে পোস্ট লেখার জন্য দুপুরেই মোবাইলটা হাতে নিয়েছিলাম কিন্তু পরে আর ইচ্ছে করছিল না। তাই, সন্ধ্যায় আবারো নিয়ে বসেছি। তেমন উল্লেখযোগ্য কোনো কাজ আজ করিনি। তবুও লেখার অন্য কোনো বিষয় মাথায় নানা আসাতে সারাদিনের এলোমেলো কার্যাবলীই নিয়েই চলে এসেছি।
![]() |
---|
আমার আজকের সকালটা শুরু হয়েছিল ১০:১৯ এর দিকে, তবে সকাল সকাল মুগ ডাল খাবারে দেখেই খাওয়ার ইচ্ছে শেষ। ওহ! আমার খাবারের বাক্স ও ফাঁকা, খুব মাথা খারাপ হচ্ছিল। এরই মধ্যে প্রতিবেশী এক পিসি এসেছিল আমার জ্যাঠাবাবুকে দেখতে। পিসি ডাকাতে আমি রেডি হয়ে বেরিয়েছিলাম বাজারে যাওয়ার জন্য।
পথেই ভাইদার (বড় ভাই) সাথে দেখা, পিসি অনেকক্ষণ ভাইদার সাথে জ্যাঠাবাবুর বিষয়ে কথা বললো। কারণ ইদানিং জ্যাঠা বাবুর শরীরটা খুব খারাপ যাচ্ছে। এইতো ২/৩ দিন হলো ডাক্তার দেখানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট ও খুব একটা ভালো আসেনি। অন্যদিকে বয়স ও কম না, তাই খাবারের মাধ্যমে সমস্যা recover হওয়ার সুযোগ একদমই নেই।
|
---|
নাম | মূল্য | পরিমাণ | steem price | ছবি |
---|---|---|---|---|
তপন চানাচুর | ১৪০.০০৳ | ২প্যাকেট | 8.00 | ![]() |
যাইহোক, বাজারে বেশি সময় অতিবাহিত করিনি। কারণ অনেক রোদ্দুর ছিল, বাইরে বেশিক্ষণ দাঁড়ানোই যাচ্ছিল না। মুদির দোকান খোলা না থাকায় আর কিছু নেওয়ার সুযোগ হয়নি। তারপর বাড়িতে ফিরে এসেছিলাম।
![]() |
---|
স্নান করার আগে একটু রাস্তায় বেরিয়েছিলাম। হঠাৎ যেন এক খন্ড মেঘ এসে সূর্যের আলোকে ঢেকে দিয়েছিল। চারিদিকে মেঘলা যেন অনেকদিন পরে একটু বৃষ্টির দেখা মিলবে বলে মনে হচ্ছিল। তাছাড়া, এটা বয়স্করা ইতিমধ্যে বলেছেন যে এই জৈষ্ঠ্য মাসে ঝড়ের আশঙ্কা আছে। কারণ যে বছর আমের ফলন ভালো হয় সেই বছর নাকি অনেক বেশি ঝড় হয়।
![]() |
---|
রাস্তার পাশেই একটা কুকুর বিশ্রাম নিচ্ছিলো। এটা খুবই ভয়ংকর যেমন রাস্তার মানুষ এবং বাইক দেখলেই ধাওয়া করে আবার ইচ্ছে করলেই মানুষের বাড়িতে গিয়ে হাঁস মুরগির ওপর হামলা করে। এই পর্যন্ত আমার জানা ৫০/৬০ টি হাঁস মুরগি ভক্ষণ করেছে। কিন্তু কেউ এটাকে ধরতেই পারেনি। ভীষণ চালাক কুকুর, আমি নিঃশব্দে ছবি তোলার চেষ্টা করেছিলাম। কিন্তু আমার থেকেও সতর্ক ছিল এটা।
![]() |
---|
পথের পাশেই আবার রয়েছি জ্বালানি কাঠ। এই কাঠগুলো বিক্রি করার জন্য এভাবে রাস্তার পাশে রাখা হয়েছে। ক্রেতারা এটা দেখেই মালিক থেকে কাঠ ক্রয় করে নেন। আমাদের গ্রামে এখনো ৯৮% মানুষ কাঠের চুলোয় রান্না করে। আপনারা কে কি জানেন আমি জানিনা, এমনকি আমিও ভুল হতে পারি। তবে আমি অনেকের মুখে শুনেছি যে গ্যাসের রান্নার থেকে কাঠের রান্না বেশি সুস্বাদু হয়।
![]() |
---|
তারপর বাড়িতে ফিরে আসছিলাম। পথেই দেখা পেলাম একটা ঝুঁটিওয়ালা মুরগির যেটা দেখতে ভারী সুন্দর। আমাদের এখানে প্রতিটি বাড়িতেই হাঁস মুরগি পালন করা হয়। যে কারণে দেশি হাঁস ও মুরগীর ডিম পাওয়া যায় সব সময়। আমি ও খামারের ডিম খেতে একদমই পছন্দ করি না।
যাইহোক, এমনিতেই পেটে খুদা ছিল, তাই দ্রুত স্নান সেরেই শুয়ে পড়েছিলাম। হঠাৎ একটা নোটিশের শব্দে উঠেই পি সি অন করেছিলাম। কাজ শেষ করতে করতে প্রায় বিকেল চারটা বেজেছিল। কাজ শেষ হতেই যেন চোখে ঘুম ধরেছিল, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম।
![]() |
---|
ঘুম থেকে উঠেই চোখ মুছতে মুছতে টিউবওয়েলে গিয়েছিলাম। হাত-পা ধুয়ে দেখি কাকুর ঘরের সদর দরজার সিঁড়িতে বিশাল আড্ডা। বড়'দি বড় জলের বোতল নিয়ে বসে আছে। ইচ্ছে করেই আমাকে কেউ কিছু বলছেই না। যদিও একটু বেশি সময় টিউবওয়েলে লাগতো কিন্তু খাওয়া মিস করা যাবে না। তাই বাড়িতে না গিয়েই খাবারে ভাগ বসানোর প্রচেষ্টা।
![]() |
---|
মোটামুটি জোরজবরদস্তি করেই আমার পছন্দ মতো খাবার তুলে নিলাম আলাদা একটা প্লেটে। আবার যদি কেউ হামলা করে তাই ঐ স্থানে না থেকেই খেতে খেতে বাড়িতে চলে এসেছিলাম।
এভাবেই আমি আজকের দিনটা অতিবাহিত করেছি। আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।
আপনার দিনটা আপনি খুব সুন্দর ভাবেই কাটিয়েছেন আপনার জ্যাঠা বাবুর শরীর ভালো না দোয়া করি উনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুক। নিজের পছন্দের খাবার অনেক জড়াজড়ি করে নিয়েছেন কেউ আবার সেটাতে হামলা করে কিনা সেই দিকটাও খেয়াল রেখেছেন অসংখ্য ধন্যবাদ আপনার একটা দিনের কার্যক্রম আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।